Murshidabad Death : শিশুর মৃত্যু সাংসদের গাড়ির ধাক্কায়, বারবার জ্ঞান হারাচ্ছেন মা, আর্থিক সাহায্য নিয়ে রাজনৈতিক তরজা
TMC MP : তৃণমূল সাংসদ আবু তাহের খান বলেছেন আমরা চোখের পাতা ফেলতে ফেলতে এই ঘটনা। মাকেও খুঁজে পাইনি। ৫ মিনিট দাঁড়িয়ে থেকেও ম্যানেজ করতে পারিনি। শেষ লড়াই পর্যন্ত পাশে ছিলাম'।
রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ : তৃণমূল সাংসদের (TMC MP) গাড়ির ধাক্কায় মুর্শিদাবাদে ৬ বছরের শিশুর মৃত্যু। শোকে পাথর শিশুর মা। মাঝেমাঝেই জ্ঞান হারাচ্ছেন। এদিকে এই ঘটনায় ধৃত, সাংসদের গাড়ির চালক জামিনে ছাড়া পয়েছেন। শিশুর পরিবারকে আর্থিক সাহায্য নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
এক মুহূর্তে সব শেষ - ৬ বছর ধরে, তাঁকে আদর-যত্নে বড় করে তুলেছিলেন। স্নেহ-ভালোবাসায় আগলে রেখেছিলেন। এক মুহূর্তে চিরতরে হারিয়ে গেল সবকিছু। মুর্শিদাবাদের নওদায়, তৃণমূল সাংসদ আবু তাহের খানের গাড়ির ধাক্কায় বুধবার মৃত্যু হয় ৬ বছরের আব্দুর হাসিম শেখের। পোস্ট মর্টেমের পর, বৃহস্পতিবার, ছোট্ট শিশুর নিথর দেহ বাড়িতে পৌঁছলে, শোকে ভেঙে পড়ে গোটা এলাকা। মুহুর্মুহু অজ্ঞান হয়ে যান শিশুর মা। ছোট্ট ভাইকে হারিয়ে কেঁদে ভাসাচ্ছে ক্লাস ফাইভের দাদা।
চোখের পাতা ফেলতে ফেলতে এই ঘটনা - নিহত শিশুর বাড়িতে যান, তৃণমূল সাংসদ আবু তাহের খান। ঘটনা প্রসঙ্গে তিনি বলেছেন, 'দুর্ঘটনা দুর্ঘটনা। আপনি চাইলেও জোরে যেতে পারবেন না। নিয়ন্ত্রণ করেও হবে না। শিশু, আমরা চোখের পাতা ফেলতে ফেলতে এই ঘটনা। মাকেও খুঁজে পাইনি। ৫ মিনিট দাঁড়িয়ে থেকেও ম্যানেজ করতে পারিনি। শেষ লড়াই পর্যন্ত পাশে ছিলাম'। এই ঘটনায় বুধবার, গ্রেফতার করা হয়েছিল, ঘাতক গাড়ির চালককে। বৃহস্পতিবারই জামিনে ছাড়া পেয়ে যান তিনি।
ব্যাঙ্কে গিয়ে ভয়ঙ্কর ঘটনা - বুধবার দুপুরে মায়ের সঙ্গে ব্যাঙ্কে গিয়েছিল একরত্তি। তখনই এই ভয়ঙ্কর ঘটনা। প্রত্যক্ষদর্শী ব্যাঙ্কের নিরাপত্তারক্ষী জানিয়েছেন, বাচ্চাটা খেলা করছিল। মাকে জ্বালাতন করছিল। মা বলল বাইরে খেলা কর। কিছুক্ষণ পর শোনা গেল বাচ্চা মারা গেল। দেখলাম লোকজন জড়ো হয়ে গেছে।
আর্থিক সাহায্য নিয়ে রাজনৈতিক তরজা - তৃণমূল সাংসদের গাড়ির ধাক্কায় শিশুর মৃত্যুতে অনুদানের প্রসঙ্গে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। বিজেপির মুর্শিদাবাদ দক্ষিণ সাংগঠনিক জেলার সভাপতি শাখারভ সরকার বলেছেন, 'সাংসদের গাড়ির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু। কোথায় গেল দিদির সাহায্য? ২ লক্ষ, ৫ লক্ষ ! যে রাজ্যে মদ খেয়ে মরলে ২ লক্ষ পাওয়া যায়। দুর্গাপুজোয় ৬০ হাজার টাকা দেওয়া হয়। গ্রামের শিশু মারা গেল, এমপির গাড়ি চাকায়। কোথায় গেল অনুদান? ' কার্যত একই সুরে কংগ্রেস নেতা তথা মুর্শিদাবাদ জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি মোসারফ হোসেন বলেছেন, 'আমরা চাই সরকার নিশ্চয়ই ক্ষতপূরণের ব্যবস্থা করবে।'
আরও পড়ুন- বিকাশরঞ্জন ভট্টাচার্যের বিরুদ্ধে বিক্ষোভ SSC’র চাকরিপ্রার্থীদের একাংশের