Murshidabad News: বেরোয়নি বিজ্ঞপ্তি, নেই পদের অস্বস্তিও, নিয়োগপত্র হাতে হাজির যুবক; কী হল তারপর?
West Bengal News: নিয়োগের কোনও বিজ্ঞপ্তি বেরোয়নি। নেওয়া হয়নি চাকরির কোনও পরীক্ষা। আর সব থেকে বড় কথা, যে পদে যোগ দিতে এসেছেন, বাস্তবে সেই পদই নেই।
রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ: হাতে নিয়োগপত্র। ল্যাবরেটরি অ্যাসিস্ট্য়ান্ট পদে যোগ দিতে এসেছেন যুবক। আর তা নিয়ে বেজায় চিন্তায় পড়েছেন মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালের (Murshidabad Medical College Hospital) আধিকারিকরা। কারণ, ওই পদের কোনও অস্তিত্বই নেই হাসপাতালে। ভুয়ো নিয়োগপত্র নিয়ে কাজে যোগ দিতে এসে শেষমেশ শ্রীঘরে গেলেন অভিযুক্ত।
নিয়োগপত্র হাতে হাজির যুবক: নিয়োগের কোনও বিজ্ঞপ্তি বেরোয়নি। নেওয়া হয়নি চাকরির কোনও পরীক্ষা। আর সব থেকে বড় কথা, যে পদে যোগ দিতে এসেছেন, বাস্তবে সেই পদই নেই। ফলে, চাকরিতে যোগ দিতে আসা যুবকের ঠাঁই হল শ্রীঘরে। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে। হাসপাতাল সূত্রে খবর, বৃহস্পতিবার হাসপাতালের গ্রুপ সি পদে যোগ দিতে নিয়োগপত্র নিয়ে হাজির হন বেলডাঙা থানার মহেশপুরের বাসিন্দা অভিজিৎ মণ্ডল। কিন্তু যে পদে তিনি যোগ দিতে এসেছেন, হাসপাতালে সেই ল্যাবরেটরি অ্যাসিস্ট্য়ান্ট পদই না থাকায় সন্দেহ হয় হাসপাতালের আধিকারিকদের। তাঁদের দাবি, নথি পরীক্ষা করে দেখা যায়, সব ভুয়ো। নিয়োগ-দুর্নীতি নিয়ে রাজ্যজুড়ে শোরগোলের মধ্যে হইচই ফেলে দিয়েছে মুর্শিদাবাদের এই ঘটনা। পুলিশ সূত্রে খবর, ধৃত যুবকের পিসেমশাইয়ের খোঁজ চলছে।
মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের MSVP অনাদি রায়চৌধুরী বলেন, "মেডিক্যাল অ্যাসিস্ট্য়ান্ট, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট - এই ধরনের আলাদা করে কনও পোস্ট নেই। ল্যাবরেটরি টেকনোলজিস্ট বলে পোস্ট আছে, কিন্তু , ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট বলে আমাদের কোনও পোস্ট নেই। গত কয়েক মাসের এর জন্য় কোনও নিয়োগের বিজ্ঞপ্তিও বেরোয়নি।''
এদিকে সিবিআই স্ক্যানারে এবার রাজ্যের বিভিন্ন পুরসভার ১ হাজার ৮১৪ জনের চাকরি। ২০১৪ সালের পর ১৭টি পুরসভায় নিয়োগে দুর্নীতির অভিযোগ উঠেছে। অর্ধেকের বেশি চাকরিই বেআইনি ভাবে হয়েছে বলে উল্লেখ করা হয়েছে সিবিআই চার্জশিটে। বেআইনি ভাবে সবথেকে বেশি চাকরির অভিযোগ উঠেছে দক্ষিণ দমদম পুরসভায়। সেখানে সিবিআই নজরে ৩২৯ জনের নিয়োগ। কামারহাটিতে ৩০৩ জন, বরানগরে ২৭৬ জন, টিটাগড়ে ২২১ জনের নিয়োগও রয়েছে সিবিআই রাডারে। কাঁচরাপাড়া, বাদুড়িয়া, হালিশহর, নিউ ব্যারাকপুর, দমদম পুরসভাতেও ভুরি ভুরি বেআইনি চাকরির অভিযোগ উঠেছে। CBI সূত্রে দাবি, প্রতিটি পুরসভায় নিয়োগ হয়েছিল অয়ন শীলের সংস্থার মাধ্যমে। এরইমধ্য়ে পানিহাটি ও টাকি পুরসভাকে ক্লিনচিট দিয়েছে সিবিআই।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।