Bangladesh Citizen Arrested: সীমান্ত পেরোনোর আগে পাকড়াও, বাংলাদেশের আট নাগরিক গ্রেফতার, জালে ভারতীয় দালালও
Murshidabad News: এবার মুর্শিদাবাদ থেকে ৮ জন বাংলাদেশীকে গ্রেফতার করা হল। নিজের দেশে ফেরার পথেই পাকড়াও করা হল।

রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ: সীমান্ত পেরিয়ে ওপারে যাওয়ার আগে ৩ মহিলা-সহ বাংলাদেশের ৮ জনকে গ্রেফতার করল মুর্শিদাবাদ থানার পুলিশ। পাশাপাশি, ভারতীয় দালালকেও গ্রেফতার করা হয়েছে।
অবৈধভাবে অনুপ্রেবশকারীদের ফেরত পাঠাতে কড়া অবস্থান নিয়েছে বিদেশমন্ত্রক। এই আবহে এবার মুর্শিদাবাদ থেকে ৮ জন বাংলাদেশীকে গ্রেফতার করা হল। নিজের দেশে ফেরার পথেই পাকড়াও করা হল। পুলিশ সূত্রে খবর, গুজরাত-সহ ভিনরাজ্যে পরিযায়ী শ্রমিকের কাজ করেন বাংলাদেশের ৮ নাগরিক। দিনদুয়েক আগে তাঁরা বহরমপুরে এসে গা ঢাকা দেয়। গতকাল রাতে মুর্শিদাবাদ থানার গোলাপবাগ মোড় ধরে ট্রেকারে চড়ে সীমান্তের দিকে যাচ্ছিলেন বাংলাদেশের নাগরিকরা। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ আগে থেকেই ওঁৎ পেতে ছিল। হাতেনাতে বাংলাদেশের নাগরিকদের পাকড়াও করা হয়। ধৃত ভারতীয় দালাল রানিনগরের কাতলামারির বাসিন্দা।
বেআইনিভাবে ভারতে ঢুকে বসবাসকারীদের নিয়ে অবস্থান স্পষ্ট করেছে বিদেশমন্ত্রক। বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, বেআইনিভাবে ভারতে ঢুকে বসবাসকারীদের নিয়ে আইন যা বলবে তাই হবে। ভারতে অনেক বাংলাদেশি রয়েছেন যাদের ওপারে ফেরত পাঠানো প্রয়োজন। ভারত বাংলাদেশকে তাদের নাগরিকত্ব যাচাই করতে বলেছে। ১৭ মে ২১ জন বাংলাদেশিকে সীমান্তের ওপারে ফেরত পাঠানো হয়েছিল। সেদিনই দিল্লিতে বেআইনিভাবে বসবাসের অভিযোগে ৫ জন বাংলাদেশের নাগরিককে গ্রেফতারও করা হয় বলে জানান রণধীর জয়সওয়াল। আর এবার মুর্শিদাবাদ থেকে আটক করা হল বাংলাদেশের ৮ নাগরিককে।
গত সপ্তাহে হুগলির ডানকুনি থেকে গ্রেফতার করা হয় এক বাংলাদেশের নাগরিককে। পুুলিশ সূত্রে খবর, গোয়েন্দাদের কাছ থেকে তথ্য পেয়ে ১৬ মে ডানকুনির মনোহরপুর এলাকায় অভিযান চালানো হয়। গ্রেফতার করা হয় মহম্মদ সাদাত হোসেনকে। ধৃতের বাড়ি বাংলাদেশের সাতক্ষীরা জেলায়। ২০২০ সালে ট্যুরিস্ট ভিসায় ভারতে এসেছিল সাদাত হোসেন। ৩ মাসের ভিসার মেয়াদ ফুরোলেও আর বাংলাদেশে ফেরত যায়নি। ডানকুনির মনোহরপুরে একটি বাড়িতে থেকে রাজমিস্ত্রির জোগাড়ের কাজ করত বাংলাদেশের এই নাগরিক। বেআইনিভাবে ভারতে বসবাসের অভিযোগে তাকে গ্রেফতার করা হয়। বাজেয়াপ্ত করা হয়পাসপোর্ট। বাংলাদেশের ওই নাগরিককে শ্রীরামপুর আদালতে তোলা হয়। ওই একই দিনে কোচবিহারের মেখলিগঞ্জে বেআইনিভাবে সীমান্ত পারাপারের সময় BSF-এর হাতে আটক হন বাংলাদেশের নাগরিক। পরে তাঁকে গ্রেফতার করে কুচলিবাড়ি থানার পুলিশ। ধৃত সেলিমউদ্দিন বাংলাদেশের কক্সবাজারের বাসিন্দা। সূত্রের খবর, ধৃত ব্যক্তি ৪ বছর আগে ভারতে অনুপ্রবেশ করে সেলাইয়ের কাজ করার পাশাপাশি মুর্শিদাবাদের একটি মাদ্রাসায় শিক্ষকতা করতেন। অভিযোগ, অন্যের নামে ইমাম ভাতাও নিতেন। ধৃতের কাছ থেকে মিলেছে আধার কার্ড ও প্যানকার্ড। উদ্ধার হয়েছে বাংলাদেশের বার্থ সার্টিফিকেট। বাংলাদেশে যাওয়ার সময় মেখলিগঞ্জের তিনবিঘা সংলগ্ন এলাকা থেকে ওই অনুপ্রবেশকারীকে পাকড়াও করে BSF.






















