Mamata On Murshidabad: 'বাইরে থেকে লোক এনে দাঙ্গা করায়, প্ররোচনায় পা দেবেন না', সামসেরগঞ্জে এসে কাদের কথা বললেন মুখ্যমন্ত্রী ?
Mamata Attacks BJP On Murshidabad: সামসেরগঞ্জে গিয়ে বিজেপিকে নিশানা, কী নিয়ে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ?

মুর্শিদাবাদ: দাঙ্গার পর মুর্শিদাবাদে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই ক্ষতিগ্রস্থ পরিবারগুলির সঙ্গে দেখা করেছেন তিনি। জানিয়েছেন, 'সুতি, ধুলিয়ান নিয়ে নতুন সাব ডিভিশন অফিস হবে।' গতকালই মুখ্য়মন্ত্রীর মুর্শিদাবাদ সফর নিয়ে চরম আক্রমণ শানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আজ তার ঝাঁল মেটালেন, এবং বিজেপিকে পাল্টা নিশানা করলেন তৃণমূল সুপ্রিমো।
আরও পড়ুন, মুর্শিদাবাদকে হিন্দুশূন্য করার চক্রান্ত : শুভেন্দু
' আপনারা যদি মানুষে মানুষে ভাগ করেন, তার থেকে আমাকে, আমার গলাটা আমার হৃদয় থেকে বাদ দিয়ে দিন..'
এদিন মুখ্যমন্ত্রী বলেন, 'আমি আপনাদের বলব, প্লিজ দয়া করে, বিজেপির কথা শুনে বা আর কোনও ধর্মীয় সংগঠন মৌলবাদীদের কথা শুনে, প্ররোচিত হবেন না। কোনও ভাগাভাগি করবেন না। মানুষে মানুষে ভাগ করবেন না। আপনারা যদি মানুষে মানুষে ভাগ করেন, তার থেকে আমাকে, আমার গলাটা আমার হৃদয় থেকে বাদ দিয়ে দিন। আমি আমার চোখের সামনে কোনও দাঙ্গা দেখতে চাই না। আমি দাঙ্গার বিরুদ্ধে। .. মানুষ দাঙ্গা করে না। দাঙ্গাকারীদের বাইরে থেকে পরিকল্পনা করে নিয়ে আসা হয়। তখন আপনারা কেউ কেউ প্ররোচনায় পা দিয়ে দেন কেউ কেউ। প্লিজ প্ররোচনায় পা দেবেন না। যদি আপানারা আমায় কথা দিতে পারেন, কারও কথায় দাঙ্গা করবেন না।'
'দাঙ্গা যারা লাগায়, তাঁদের আমি মিত্র বলে মনে করি না, দু-তিনটে লোক আছে, তাঁরা এই গন্ডোগোল পাকাচ্ছে'
গতকাল মুর্শিদাবাদ সফরে গিয়ে মুখ্যমন্ত্রী বলেছিলেন, কয়েকজন ধর্মীয় নেতা সেজেছেন। পালে বাঘ না পড়লেও, তাঁরা বাঘ বাঘ করে চিৎকার করে, রাজনৈতিক ফায়দা নেয়। এবং তাঁরাই কিন্তু দাঙ্গা ঘটিয়ে সবচেয়ে আগে পালিয়ে যায়। আমি কাউকে শত্রু বলে মনে করি না। .. কিন্তু দাঙ্গা যারা লাগায়, তাঁদের আমি মিত্র বলে মনে করি না। মুর্শিদাবাদ জেলাকে কেন্দ্র করে, মাত্র দুটি ওয়ার্ডে গন্ডোগোল হয়েছে, সেটাও কারা করিয়েছেন প্ল্যান করে, কীকরে করিয়েছেন, কীভাবে করিয়েছেন, আমি এই কটা দিন ধরে অনেক ক্রসচেক করেছি।এটা কিন্তু মানুষে মানুষে বিভাজন হচ্ছে। দু-তিনটে লোক আছে, তাঁরা এই গন্ডোগোল পাকাচ্ছে। তাঁরা নাকি বিরাট বিরাট ধর্মনেতা। মানে ধর্মের নামে বিধর্মী নেতা। অনেক বড় বড় কথা বলে। আর আর্থিক উৎস...আমার মনে হয় বিজেপির নেতাদের জিজ্ঞেস করবেন, তাঁরাই বলে দেবে। আমি পরিষ্কার বলছি, এর টোটাল সত্য সত্য তথ্য। আর কিছুটা আমার বাকি আছে, পেয়ে গেলে প্রেসের সামনে আসবে। কারা করেছে, কীভাবে প্ল্যান করে করেছে।'






















