Murshidabad News: ICDS সেন্টারের টালির ছাউনি ভেঙে বিপত্তি, আহত একাধিক শিশু
ICDS Centre Collapse: মুর্শিদাবাদ-জিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির নতুনগ্রাম পঞ্চায়েতের পাঠানপাড়া ৭৬ নম্বর আইসিডিএস কেন্দ্রে ঘটেছে। বাঁশের উপরে টালির ছাউনি দেওয়া ছিল আইসিডিএস কেন্দ্রে।

রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ: মুর্শিদাবাদের জিয়াগঞ্জের নতুনগ্রামে ICDS সেন্টারের টালির ছাউনি ভেঙে আহত বেশ কয়েকজন শিশু। টালির ছাউনি দেওয়া ছাদ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে আহত সাত শিশু। জখম অবস্থায় তাদের লালবাগ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে এক জনকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
মুর্শিদাবাদ থানার নতুন গ্রামে আইসিডিএস সেন্টারের টালির ছাউনি ভেঙে আহত বেশ কয়েকজন শিশু। মুর্শিদাবাদ-জিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির নতুনগ্রাম পঞ্চায়েতের পাঠানপাড়া ৭৬ নম্বর আইসিডিএস কেন্দ্রে ঘটেছে। বাঁশের উপরে টালির ছাউনি দেওয়া ছিল আইসিডিএস কেন্দ্রে। বৃহস্পতিবার সকালে আইসিডিএস কেন্দ্র চলাকালীন টালির ছাউনি দেওয়া সেই ছাদ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। ওই আইসিডিএস কেন্দ্র ভেঙে পড়লে গুরুতর জখম হয় সাত জন শিশু । জখম অবস্থায় তাদের লালবাগ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখান থেকে এক জনকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
এদিকে দিনকয়েক আগে এই ধরনের ঘটনার সম্মুখীন হয়েছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা। গত সপ্তাহে মাঝরাতে বিডন রোয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের গার্লস হস্টেলে লোহার বিম ভেঙে বিপত্তি। হস্টেলের ঘরে সেইসময় ২ জন ছাত্রী ঘুমোচ্ছিলেন। অল্পের জন্য তাঁরা রক্ষা পান। ছাত্রীদের দাবি, স্থানান্তরিত না করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাঁদের হস্টেলেই তালাবন্দি করে রেখেছে। গতকাল একেকটি ঘরে ৭-৮ জন করে থেকেছেন। সামনেই পরীক্ষা, তার মধ্যে হস্টেলের ঘরে লোহার বিম ভেঙে পড়ায় আতঙ্কে ঘুম ছুটেছে ছাত্রীদের। এই ঘটনায় ১৬০ বছরের পুরনো বাড়ির রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশ্ন উঠেছে। ১৮৫৭ সালে তৈরি কলকাতা বিশ্ববিদ্যালয়ের এই গার্লস হস্টেলে ৭৫ জন আবাসিক ছিলেন। লোহার বিম ভেঙে পড়ার বিষয়টি উপাচার্য এবং রেজিস্ট্রারকে চিঠি দিয়ে জানানো হয়েছে বলে ছাত্রীরা জানিয়েছেন। খবর সম্প্রচারের পরেই পুলিশ পৌঁছয় হস্টেলে। ঘটনাস্থলে যান কলকাতা পুরসভার এক আধিকারিকও। ঘটনায় ১৬০ বছরের পুরনো বাড়ির রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশ্ন ওঠে। বিশ্ববিদ্যালয়েক অন্তবর্তী উপাচার্য শান্তা দত্ত দে বলেন, "PWD-র বড় ইঞ্জিনিয়ারদের খতিয়ে দেখতে বলি। ওরা জানায় পুরো বাড়ি ইভাকুয়েট করতে হবে। আমাদের বালিগঞ্জে গেস্ট হাউসে ছাত্রীদের রাখা হবে ২৪ জনকে। বিহারিলাল কলেজের হস্টেলে ২২ জনকে রাখা হবে। নিউ লেডি হস্টেলে ১০ জনকে রাখা হবে। ইউথ হস্টেলে প্রয়োজনে কিছু মেয়েকে রাখা হবে।''






















