Murshidabad News: মুর্শিদাবাদের নওদায় চলল গুলি ! গুলিবিদ্ধ এক, গুরুতর আহত আরও ২, নেওয়া হল হাসপাতালে
Murshidabad Shootout Case : ফের শ্যুটআউট রাজ্যের মাটিতে, শিরোনামে আবারও মুর্শিদাবাদ, কিন্তু কেন ?

মুর্শিদাবাদ: জমিতে ফসল কাটাকে কেন্দ্র করে বিবাদের জেরে চলল গুলি। মুর্শিদাবাদের নওদায় গুলিবিদ্ধ এক ব্যক্তি, গুরুতর আহত হয়েছেন আরও ২ জন। আহতদের প্রথমে নওদা ব্লক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গুলিবিদ্ধ ব্যক্তি ছাড়া বাকি ২ আহতের মাথায় গুরুতর আঘাত লেগেছে। ৩ জনকেই মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়েছে। ১ জন অভিযুক্তকে গ্রেফতার করেছে নওদা থানা।

আরও পড়ুন, বেঙ্গালুরুতে পদপিষ্টের ঘটনায় এবার মামলা দায়ের কর্ণাটক হাইকোর্টে, দুপুরেই শুনানি
অঘটন কিছুতেই পিছু ছাড়ছে না এই জেলাকে। মুর্শিদাবাদে গুলি-বোমা-বারুদ উদ্ধার কমবেশি প্রকাশ্যে আসে। কখনও বোমার আঘাতে কেউ আহত হয়, কখনও আবার তাজা বোমা উদ্ধার হয়। তবে সাম্প্রতিককালে সবচেয়ে বেশি অশান্ত হয়ে উঠেছিল ওয়াকফ ইস্যুতে। গোটা মুর্শিদাবাদে জ্বলেছিল হিংসার আগুন। তবে এখন পরিস্থিতি স্বাভাবিক। কিন্তু টুকরো টুকরো অপরাধমূলক ঘটনা গুলি কিছুতেই পিছু ছাড়ছে না।
সম্প্রতি মালদার কালিয়াচক থানা এলাকায় একটি শ্যুটআউটের ঘটনা প্রকাশ্যে আসে। মোজমপুর এলাকায় রক্তাক্ত অবস্থায় গুলিবিদ্ধ এক যুবক উদ্ধার করা হয়েছিল। পরিবার সূত্রে জানা গিয়েছিল, বাড়ির পাশেই লিচু বাগান পাহারা দিচ্ছিলেন ওই যুবক। সেই সময় তাঁকে কেউ বা কারা গুলি করেছিল বলে অভিযোগ। ঝড়ে যাতে ক্ষতিগ্রস্থ না হয়, সেই জন্য আম-লিচুর বাগানে চলছে কড়া নজর। বলার অপেক্ষা রাখে না, এই জেলা সকলের পছন্দের ফলের সবথেকে বেশি পরিমাণে যোগান দেয়। এই অবধি সব ঠিকই ছিল, আপাত দৃষ্টি নিছকই শান্তিপূর্ণ এমন পরিস্থিতিতে লিচুবাগানে যে কাউকে রক্তাক্ত হতে হবে, তা কেউ ভাবতেও পারেননি। কীভাবে এই ঘটনা ঘটল, কারও সঙ্গে কি করিম খানের কোনও ঝামেলা হয়েছিল, হলেও আগ্নেয়াস্ত্রই বা কোথা থেকে ? নানা প্রশ্ন আসছে উঠে।
মালদায় শ্যুটআউটের ঘটনা এই প্রথমবার নয়, অতীতেও একাধিকবার একাধিক ইস্যুতে এই মালদা জেলাতেই গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। তা যে শুধুই রাজনৈতিক এমনটা কিন্তু নয়। অধিকাংশ ঘটনাতেই উঠে এসেছে নানা বিভিধ ইস্যু। কখনও মদের আসরে চলেছে গুলি, কখনও আবার গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হয়েছে শাসক নেতাকে, এই জেলার মাটিতেই। তবে শূন্যে গুলি চালিয়ে ভলিবল টুর্ণামেন্টের ঘটনারও সাক্ষী এই মালদা জেলাই।পাশাপাশি, শ্যুটআউটের একাধিক ঘটনা প্রায়শই প্রকাশ্যে আসে কলকাতার পাশাপাশি মুর্শিদাবাদ জেলা থেকেও। যদিও পুলিশের কড়া তল্লাশিতে একাধিক ঘটনা ঘটার আগেই দুষ্কৃতীর কেল্লাফতে করছে পুলিশ।






















