Bengaluru Stampede: বেঙ্গালুরুতে পদপিষ্টের ঘটনায় এবার মামলা দায়ের কর্ণাটক হাইকোর্টে, দুপুরেই শুনানি
Karnataka HC On Bengaluru Stampede: বেঙ্গালুরুতে পদপিষ্টের ঘটনায় কী নির্দেশ কর্নাটকের মুখ্য়মন্ত্রীর ? এবার স্বতঃপ্রণোদিত হয়ে মামলা দায়ের করল কর্ণাটক হাইকোর্ট,

বেঙ্গালুরু: RCB-র আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার সেলিব্রেশন চলাকালীন হুড়হুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল। বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে পিষে মৃত্যু হয়েছে অন্তত ১১ জনের। (Bengaluru Stampede) এই ঘটনার ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন কর্নাটকের মুখ্য়মন্ত্রী সিদ্দারামাইয়া (Karnataka CM Siddaramaiah )। এবার বেঙ্গালুরুতে পদপিষ্টের ঘটনায় ( Suo Motu Cognisance On Bengaluru Stampede) স্বতঃপ্রণোদিত হয়ে মামলা দায়ের করল কর্ণাটক হাইকোর্ট (Karnataka High Court)। এদিন দুপুর আড়াইটে নাগাদ (Thursday, 5 March) শুনানি হওয়ার কথা হয়েছে।
আরও পড়ুন, 'ক্ষমা চাইছি..', বেঙ্গালুরুর পদপিষ্টের ঘটনায় বললেন উপ মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার
ইতিমধ্যেই বেঙ্গালুরুতে পদপিষ্টের ঘটনায়, হাসপাতালে চিকিৎসাধীন আহতদের সঙ্গে দেখা করেছেন কর্নাটকের মুখ্য়মন্ত্রী সিদ্দারামাইয়া এবং উপ মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার। সংবাদ সংস্থা PTI সূত্রে খবর, কর্নাটকের মুখ্য়মন্ত্রী বলেছেন, বেঙ্গালুরুতে পদপিষ্টের ঘটনায় ১১ জনের মৃত্যু হয়েছে। ৩৩ জন এই ঘটনায় আহত হয়েছেন। এই পরিমাণে ভীড় হবে, তা আশা করেননি বলেই জানিয়েছেন তিনি। ইতিমধ্যেই নিহতদের পরিবারের জন্য ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছেন তিনি। কর্নাটকের মুখ্য়মন্ত্রী সিদ্দারামাইয়া ঘটনার ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, কেউ এমনকি সরকারও কল্পনা করতে পারেনি এত বিশাল সংখ্য়ক মানুষ উপস্থিত হবে। আমরা (কর্নাটক সরকার) অনুষ্ঠানের আয়োজন করিনি। কর্নাটক ক্রিকেট অ্য়াসোসিয়েশন করেছিল। আমাদের দায়িত্ব ছিল নিরাপত্তার ব্য়বস্থা করা। তদন্তে দেখা যাক ক্রিকেট অ্য়ায়োসিয়েশন না পুলিশের গাফিলতি ছিল।
প্রসঙ্গত, বাইরে যখন সমর্থকদের মৃত্যুমিছিল,স্টেডিয়ামের ভিতরে তখন বিজয় উল্লাস! বাইরে চরম বিশৃঙ্খলা। কেউ মৃত। কেউ মৃত্যু মুখে। দিকে আতঙ্ক-আর্তনাদ। আর ভিতরে তখন জয়োল্লাস-জয়োছ্বাস...সেলিব্রেশন বেঙ্গালুরুতে ভয়ঙ্কর বিপর্যয়। রয়্য়াল চ্য়ালেঞ্জার্স বেঙ্গালুরুর প্রথমবার IPL চ্য়াম্পিয়ন হওয়ার বিজয় উল্লাস ঢাকা পড়ে গেল আর্তনাদে। স্টেডিয়ামে ঢুকতে সমর্থকদের ধাক্কাধাক্কিতে প্রাণ গেল অন্তত ১১ জনের।আহত হলেন বহু সমর্থক। IPL জয়ের পর বুধবার বেঙ্গালুরুতে ফেরে টিম রয়্যাল চ্যালেঞ্জার্স। বিজয়ী টিমকে এক ঝলক দেখতে সকাল থেকেই ভিড় বাড়তে শুরু করে চিন্নাস্বামী স্টেডিয়ামে বাইরে। কর্ণাটক বিধানসভায় সম্বর্ধনা অনুষ্ঠান চলার সময়ই স্টেডিয়ামের বাইরে বিরাট-সমর্থকদের ভিড় নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। যদিও তারপরও অনুষ্ঠান বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়নি।
সূত্রের খবর, চিন্নাস্বামী স্টেডিয়ামে অনুষ্ঠানের জন্য কর্ণাটক ক্রিকেট অ্যাসোসিয়েশনের তরফে প্রায় ৩০ হাজার পাস ইস্যু করা হয়েছিল। কিন্তু ভিড় করেন প্রায় ২ লক্ষ ক্রিকেটপ্রেমী। এরমধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে স্টেডিয়ামের গেট বন্ধ করে দেয় পুলিশ। শুরু হয় বিশৃঙ্খলা। তখনই টিম বাস পৌঁছয় স্টেডিয়ামে।বিশৃঙ্খল পরিস্থিতি সামালাতে লাঠিচার্জ শুরু করে পুলিশ।হুড়োহুড়িতে পদপিষ্ট হন অনেকে। বাইরে যখন পদপিষ্ট হয়ে মৃত্য়ুর সংখ্য়া বাড়ছে, তখনও স্টেডিয়ামের ভিতরের সেলিব্রেশন থামেনি।






















