Murshidabad : প্রায় ৭ লক্ষ টাকার ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত, সুতিতে গ্রেফতার অভিযুক্ত
Murshidabad : প্রসঙ্গত, চলতি মাসে মালদার কালিয়াচকে (kaliachak) মাদক কারবারিদের বিরুদ্ধে অভিযান চালায় পুলিশ। সেইসময় দুষ্কৃতীদের ছোড়া গুলিতে মৃত্যু হয় এক কিশোরের
এরশাদ আলম , সুতি (মুর্শিদাবাদ) : বিপুল সংখ্যক ইয়াবা ট্যাবলেট সহ এক ব্যক্তিকে গ্রেফতার (Arrest) করল মুর্শিদাবাদের (Murshidabad) সুতি থানার পুলিশ। ১৯,৬০০ পিস ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত করা হয়েছে। ধৃতের নাম আজিকুল আলম ওরফে সাহেব। বাড়ি সুতির লক্ষীপুর গ্রামে
পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার গভীর রাতে সুতির মানিকপুরে ৩৪ নম্বর জাতীয় সড়কে অভিযান চালিয়ে আজিকুল আলম নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তার কাছে থাকা একটি ব্যাগে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ১৯,৬০০ পিস ইয়াবা ট্যাবলেট। যর আনুমানিক বাজারদর ৭ লক্ষ টাকা।
প্রসঙ্গত, চলতি মাসে মালদার কালিয়াচকে (kaliachak) মাদক কারবারিদের বিরুদ্ধে অভিযান চালায় পুলিশ। সেইসময় দুষ্কৃতীদের ছোড়া গুলিতে মৃত্যু হয় এক কিশোরের। তবে ধাওয়া করে পুলিশ গ্রেফতার করে এক মাদক কারবারিকে। তার কাছ থেকে উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র ও ব্রাউন সুগার।
আরও পড়ুন ; মালদায় মাদক অভিযান পুলিশের, দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু যুবকের
মাদক কারবারের বিরুদ্ধে পুলিশের অভিযান। পালানোর সময় পুলিশকে লক্ষ্য করে গুলি দুষ্কৃতীদের। লক্ষ্যভ্রষ্ট হয়ে গুলিতে মৃত্যু হয় এক ছাত্রের। এই ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে যায় মালদার কালিয়াচকের বালিয়াডাঙায়। দশম শ্রেণির ছাত্র ছিল সে।
মৃত কিশোরের এক বন্ধু বলে, ''রাজীব ও তার ভাই গতকাল মাদ্রাসায় এসেছিল, তখনই এই ঘটনা ঘটে।''
পুলিশ সূত্রে খবর, তারা জানতে পারে যে, বালিয়াডাঙায় দু’দলের মধ্যে মাদকের কারবার হবে। এই খবর পেয়ে দু’দলে ভাগ হয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। সাদা পোশাকের পুলিশের একটি দল দুই মাদক কারবারির সঙ্গে ডিল করা শুরু করে। আরেকটি দল কিছুটা দূরে দুষ্কৃতীদের ধরার জন্য ওঁত পেতেছিল। পুলিশ সূত্রে খবর, সেই সময় দুই মাদক কারবারির সন্দেহ হওয়ায় পালানোর চেষ্টা করে তারা। তখনই পুলিশের উদ্দেশে গুলি চালাতে থাকে দুষ্কৃতীরা। সেইসময় এক কিশোর রাস্তা দিয়ে যাচ্ছিল। দুষ্কৃতীদের ছোড়া গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে তার পেটে লাগে। এরপর গুলিবিদ্ধ কিশোরকে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে, সেখানেই তার মৃত্যু হয়।