Suti Update : আক্রান্ত উর্দি, অ্যাম্বুল্যান্সে আগুন, কিশোরের বুকে গুলি! সকালে কী পরিস্থিতি সুতির?
শুক্রবারের অশান্তির পরে শনিবার সকাল থেকে থমথমে সুতি, সামশেরগঞ্জের বিভিন্ন এলাকা। ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদকে কেন্দ্র করে গতকাল রণক্ষেত্র হয়ে ওঠে মুর্শিদাবাদের সুতি

রাজীব চৌধুরী, সুকান্ত মুখোপাধ্যায়, মুর্শিদাবাদ: ওয়াকফ বিক্ষোভে রণক্ষেত্র মুর্শিদাবাদ। মাসির বাড়ি থেকে ফেরার পথে সুতিতে গুলিবিদ্ধ হয়েছে এক কিশোর । বিক্ষোভের আগুন ছড়াচ্ছে বিভিন্ন এলাকায়। জ্বালানো হয়েছে গাড়ি। বাস, গাড়ি কিছু বাদ যায়নি। রেহাই পায়নি অ্যাম্বুল্যান্সও। জঙ্গিপুরের পর সুতিতেও আক্রান্ত হয়েছে পুলিশ। ইট ছোড়া হয় পুলিশকে । ট্রাফিক কিয়স্ক বাস, ট্রাকে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। পরিস্থিতি শুক্রবার ক্রমেই হাতের বাইরে চলে যায়। তবে শনিবার সকালে পুলিশের দাবি, পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। শান্তি ফেরাতে টহল দিচ্ছে বিএসএফ। কিন্তু জেলাশাসকের দাবি, ডাকা হয়নি বিএসএফকে। রুটিন পেট্রোলিং করেছে সীমান্ত রক্ষী বাহিনী। তৈরি থাকতে বলা হয়েছে।
ট্রাফিক গার্ডে আগুন
শুক্রবারের অশান্তির পরে শনিবার সকাল থেকে থমথমে সুতি, সামশেরগঞ্জের বিভিন্ন এলাকা। ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদকে কেন্দ্র করে গতকাল রণক্ষেত্র হয়ে ওঠে মুর্শিদাবাদের সুতি, সামশেরগঞ্জ। শনিবার সকাল থেকে একাধিক জায়গায় মোতায়েন বিশাল পুলিশ বাহিনী। সামশেরগঞ্জের ধুলিয়ান মোড়ে পুলিশের সঙ্গে মোয়াতেন রয়েছেন বিএসএফও। শনিবার রাতে সামশেরগঞ্জের ডাকবাংলো ট্রাফিক গার্ডে আগুন লাগিয়ে দেওয়া হয়। ব্যাপক ভাঙচুর করা হয় অজিমগঞ্জের রেলের অফিসে।
দোকান বাজার বন্ধ
এখনও রাস্তা জুড়ে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে পুড়ে যাওয়া বাইক-গাড়ি। সকালে হতেই সেই সব দগ্ধ গাড়ির অংশ সরানো হচ্ছে। গতকালের হিংসার পরে আজ সামশেরগঞ্জে বন্ধ প্রায় সব দোকান বাজার বন্ধ। পুলিশের সঙ্গে জায়গায় জায়গায় মোতায়েন রয়েছে র্যাফ। একই অবস্থা সুতির সাজুরমোড়েও। সেখানেও একাধিক সরকারি বাস, গাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে।
কেমন আছে গুলিবিদ্ধ কিশোর
সাজুরমোড়ে গুলিবিদ্ধ কিশোর এখনও আশঙ্কাজনক অবস্থায় কলকাতা এসএসকেএম হাসপাতালে ভর্তি। সেখানে এখনও রাস্তায় পড়ে রয়েছে পোড়া বাস। সামশেরগ়ঞ্জ ও সুতিতে ভারতীয় ন্যায় সংহিতার ১৬৩ ধারা জারি করা হয়েছে। অশান্তির ঘটনায় জড়িত থাকার অভিযোগে একাধিক লোককে গ্রেফতার করেছে পুলিশ।
পরিস্থিতি নিয়ন্ত্রণে : পুলিশ
অন্যদিকে, বর্তমানে মুর্শিদাবাদের জঙ্গিপুরের সুতি ও সামশেরগঞ্জের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে সোশাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ। পোস্টে লেখা হয়েছে, বিক্ষোভকারীদের হটিয়ে দিয়েছে পুলিশ। জাতীয় সড়কে যান চলাচল স্বাভাবিক। হিংসা ছড়ানোয় অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হবে। যেসব এলাকায় হিংসার ঘটনা ঘটেছে, সেখানে তল্লাশি চলছে। গুজব ছড়ানোয় অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ করা হবে। শান্তি বজায় রাখার ও গুজব না ছড়ানোর আবেদন জানানো হচ্ছে।






















