Murshidabad Weather Updates: আজ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে, খানিকটা বাড়বে তাপমাত্রা
Murshidabad Weather Today: কেমন থাকবে মুর্শিদাবাদের আবহাওয়া, জেনে নিন।
![Murshidabad Weather Updates: আজ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে, খানিকটা বাড়বে তাপমাত্রা Murshidabad Weather Cloudy Sky thunderstorm and rainfall predicted on July 19 2023 Murshidabad Weather Updates: আজ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে, খানিকটা বাড়বে তাপমাত্রা](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/07/19/15fa82b1f4585dfc05e604a1a8c3d7411689713611631338_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
বহরমপুর: ঘোষিত ভাবে বর্ষা যদিও আগেই ঢুকে পড়ে রাজ্যে। তবে অঝোরধারায় বৃষ্টির দেখা মিলেছে দেরিতে। এখনও অস্বস্তি রয়েছে গরমের। তবে তীব্র দাবদাহ নেই। মঙ্গলবার তেমনই থাকবে আবহাওয়া (Weather update)। এ দিন বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে জেলায়। সঙ্গে শোনা যেতে পারে বজ্র-বিদ্যুতের গর্জনও। আবহাওয়া দফতরের তরফে এমনই ইঙ্গিত মিলেছে।
মাঝের কয়েক দিন বাদ দিলে, জুলাই মাসেও গরমের চোখরাঙানি থেকেছে। তবে বৃষ্টির জেরে ঠান্ডা ভাব অনুভূত হচ্ছে। মঙ্গলবার বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ জেলায় (Murshidabad Weather) । তাতে তাপমাত্রার পারদ আরও বেশ খানিকটা নামতে পারে। এদিন আকাশ মূলত আংশিক মেঘলা থাকবে বলে জানা গিয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা বাড়লেও, তা ৩০ ডিগ্রির উপরেই থাকবে বলে জানা গিয়েছে।
মঙ্গলবার গরম থাকলেও, বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে
আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবার মুর্শিদাবাদ জেলায় আকাশ আংশিক মেঘলা থাকবে। এ দিনও গরম আরও কমবে, তবে থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি। তবে সকালের দিকে ১৫ থেকে ২৫ কিলোমিটার গতিবেগে বইতে পারে হাওয়া।(District Weather Updates)
মঙ্গলবার মুর্শিদাবাদ জেলার সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াসের আশে পাশে থাকতে পারে। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। রাতের দিকে তাপমাত্রা তুলনামূলক কম থাকবে। একই সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি অনুভূত হবে বেলার দিকে। জেলায় সকালে আপেক্ষিক আর্দ্রতার হার থাকবে ৭৪ শতাংশের মতো। রাতের দিকে আপেক্ষিক আর্দ্রতার হার ৮৫ শতাংশের মতোই থাকবে বলে পূর্বাভাস মিলেছে। তবে বৃষ্টিতে মিলবে স্বস্তি।
একনজরে দেখে নেওয়া যাক মুর্শিদাবাদের আজকের আবহাওয়ার আপডেট-
সর্বোচ্চ তাপমাত্রা- ৩৪ ডিগ্রি সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা- ২৭ ডিগ্রি সেলসিয়াস
বাতাসের আপেক্ষিক আর্দ্রতা-৮৫ শতাংশ
সামগ্রিক আবহাওয়া-বিক্ষিপ্ত বৃষ্টি, থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি
সূর্যোদয়- সকাল ৪টে বেজে ৫৯ মিনিট
সূর্যাস্ত- সন্ধে ৬টা বেজে ২৬ মিনিট
আরও পড়ুন: Dukhu Majhi : শখ, নেশা ও অক্সিজেনের খোঁজ, ১৫ বছর থেকে গাছ লাগিয়ে চলেছেন বছর আশির দুখু মাঝি
রাজ্য়ের পশ্চিমের জেলা মুর্শিদাবাদ ২৪ ডিগ্রি ৫০ মিনিট থেকে ২৩ ডিগ্রি ৪৩ মিনিট উত্তর অক্ষাংশ এবং ৮৮ ডিগ্রি ৪৬ মিনিট পূর্ব থেকে ৮৭ ডিগ্রি ৪৯ মিনিট পূর্ব দ্রাঘিমাংশে অবস্থিত। মোট ৫ হাজার ৩৪১ বর্গ কিলোমিটার জায়গা জুড়ে অবস্থান।
এ দিকে, ফেব্রুয়ারির মাঝামাঝি সময় থেকেই বঙ্গ থেকে বিদায় নেয় শীত। তার জায়গায় তাপমাত্রার পারদ লাগাতার চড়তে থাকে। তবে স,সম্প্রতি বৃষ্টির জেরে স্বস্তি পান সকলে। ঠান্ডা ঠান্ডা ভাব থাকায় শেষবেলায় শীতের আমেজটুকু চেটেপুটে নিতে দেখা যায় সকলকে। তবে ২০২৩ সালে গ্রীষ্ম নিয়ে এখন থেকেই উদ্বেগ দেখা দিয়েছে। কারণ এ বারে দীর্ঘমেয়াদি গরমের পাশাপাশি রেকর্ড তাপমাত্রার ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দফতর। শুধু তাই নয়, যত দিন যাবে পারদ ক্রমশ সহ্যসীমার বাইরে চলে যেতে পারে বলেও আশঙ্কা। তাতে বিশেষত এশিয়ার দেশগুলিতে জলকষ্ট দেখা দেবে বলে সম্প্রতি জানিয়েছে রাষ্ট্রপুঞ্জের একটি রিপোর্ট।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)