Murshidabad Weather Update: রৌদ্র-ছায়ার লুকোচুরি দিনভর, বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা মুর্শিদাবাদে, তীব্র দাবদাহ থেকে মিলবে স্বস্তি
Murshidabad News: এ দিন আকাশ আংশিক মেঘলা থাকবে। রোদ আর মেঘের লুকোচুরি খেলা দেখা যাবে দিনভর।
বহরমপুর: মুষলধারে বৃষ্টির (Railfall) সম্ভাবনা নেই, আগেই তা জানিয়ে দিয়েছিল আবহাওয়া দফতর (Weather Office)। তবে তীব্র দাবদাহ থেকে সাময়িক রেহাই পেতে চলেছে মুর্শিদাবাদ (Murshidabad Weather)। রবিবার জেলার সর্বোচ্চ তাপমাত্রা যেখানে ৩৫ ডিগ্রির আশেপাশে ছিল, সোমবার তা একধাক্কায় অনেকটাই নেমে এসেছে। এ দিন মুর্শিদাবাদের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩০ ডিগ্রির আশেপাশে। ২৬ ডিগ্রির আশেপাশে থাকবে সর্বনিম্ন তাপমাত্রা। বাতাসে আর্দ্রতার পরিমাণ থাকবে ৬৭ শতাংশ।
এ দিন আকাশ আংশিক মেঘলা থাকবে। রোদ আর মেঘের লুকোচুরি খেলা দেখা যাবে দিনভর। তবে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আপাতত। কিছু জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে তার পরিমাণ ১ মিলিমিটারের কম হবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। বাতাসের গুণমান থাকবে মাঝামাঝি জায়গায়। দমকা হাওয়া বইতে পারে। বৃষ্টি হলে বিকেলের দিকেই তার সম্ভাবনা রয়েছে।
একনজরে দেখে নেওয়া যাক মুর্শিদাবাদের আজকের আবহাওয়ার আপডেট-
সর্বোচ্চ তাপমাত্রা- ৩০ ডিগ্রি সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা- ২৭ ডিগ্রি সেলসিয়াস
সামগ্রিক আবহাওয়া- মেঘলা আকাশ, বিক্ষিপ্ত বৃষ্টি, দমকা হাওয়া
বাতাসের গতিবেগ- ঘণ্টায় ১৫ কিলোমিটার সর্বোচ্চ
আর্দ্রতা - ৬৭ শতাংশ
এ দিন মুর্শিদাবাদে সূর্যোদয়ের সময় ছিল সকাল ৪টে বেজে ৫৯ মিনিট। সূর্যাস্ত হবে সন্ধে ৬টা বেজে ২৬ মিনিটে। রাতের দিকে বাতাসে আর্দ্রতার পরিমাণ বাড়বে। কমবে দৃশ্যমানতাও। বেলডাঙা, কান্দি, লালগোলা এবং জঙ্গিপুরের মতো এলাকায় হালকা বৃষ্টি হতে পারে।
সবমিলিয়ে রবিবারের চেয়ে সোমবার মুর্শিদাবাদের আবহাওয়া স্বস্তিদায়ক থাকবে। ভ্যাপসা গরম অনুভূত হবে না। আংশিক মেঘলা হলেও আকাশ মূলত পরিষ্কারই থাকবে।
অন্য দিকে, সামগ্রিক ভাবে এ দিন রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রির আশেপাশে। ২৮ ডিগ্রির আশেপাশে থাকবে সর্বনিম্ন তাপমাত্রা। বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে কিছু জায়গায়। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।
রাজ্য়ের পশ্চিমের জেলা মুর্শিদাবাদ ২৪ ডিগ্রি ৫০ মিনিট থেকে ২৩ ডিগ্রি ৪৩ মিনিট উত্তর অক্ষাংশ এবং ৮৮ ডিগ্রি ৪৬ মিনিট পূর্ব থেকে ৮৭ ডিগ্রি ৪৯ মিনিট পূর্ব দ্রাঘিমাংশে অবস্থিত। মোট ৫ হাজার ৩৪১ বর্গ কিলোমিটার জায়গা জুড়ে অবস্থান।