(Source: ECI/ABP News/ABP Majha)
North and South Dinajpur Weather Update: প্যাচপ্যাচে গরম থাকবে সারাদিন ? আজ কেমন যাবে দুই দিনাজপুরের আবহাওয়া ?
Weather Update: বেড়েই চলেছে আদ্রতার পরিমাণ। সোমবার সকাল ৭টার আবহাওয়া (Weather Update) বলছে, বাতাসে আদ্রতার পরিমাণ ছাড়িয়েছে ৮৩ শতাংশ।
Weather Update: বেড়েই চলেছে আদ্রতার পরিমাণ। সোমবার সকাল ৭টার আবহাওয়া (Weather Update) বলছে, বাতাসে আদ্রতার পরিমাণ ছাড়িয়েছে ৮৩ শতাংশ। সপ্তাহের শুরুতে উত্তর দিনাজপুরে (North Dinajpur) বিক্ষিপ্তি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস বলছে, বাতাসের গতিবেগ রয়েছে ঘণ্টায় ১০ কিলোমিটার। গতকালের থেকে অনেকটাই বেড়ে গিয়েছে আদ্রতার পরিমাণ।ফলে দিনভর প্যাচপ্যাচে গরম থাকতে পারে আজ। জেলায় কিছু কিছু জায়গায় সামান্য বৃষ্টি হলে এই তাপ আরও বাড়তে পারে। এদিন সকালে জেলার তাপমাত্রা রয়েছে ২৯ ডিগ্রি সেলসিয়াস।
South Dinajpur Weather update: একই অবস্থা দক্ষিণ দিনাজপুরের। এই জেলায় অবশ্য তাপমাত্রা সামান্য বেশি ৩১ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ উত্তরের থেকে কম, প্রায় ৭৬ শতাংশ। দুই জেলাতেই আংশিক মেঘাচ্ছন আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। দক্ষিণে বৃষ্টি হতে পারে কিছু জায়গায়। তবে ভারী বা অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা কম। সকাল থেকে ঘণ্টায় ১০ কিলোমিটার বেগে হাওয়া বইছে জেলায়। দমকা হাওয়ার পরিস্থিতি এখন নেই বললেই চলে।
West Bengal Weather: পশ্চিমবঙ্গের আবহাওয়া
জুনের পর জুলাইয়ের মাঝামাঝি পর্যন্ত একটানা বৃষ্টিহীন থেকেছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ। যার ফলে চাষের উপরেও প্রভাব পড়েছে। তবে গত কয়েক দিন ধরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির দেখা মিলছে। তবে তাতে কি ঘাটতি মিটবে? সংশয় থাকছে।
রাজ্যের অন্য প্রান্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট
গতকাল পূর্ণিমার ভরা কটালে উত্তাল হয়ে পড়ে বঙ্গোপসাগর। জলের তোড়ে ভেঙে যায় সাগরে কপিল মুনির মন্দিরের সামনে কংক্রিটের রাস্তা। পুবালি বাতাসে ভর করে অনেকটাই সমুদ্রের জলস্তর বাড়ে। সকাল থেকেই বাঁধ উপচে জল ঢুকতে শুরু করে। সাধারণ মানুষ ও পর্যটকদের সতর্ক করতে মাইকে প্রচার শুরু করে ব্লক প্রশাসন। সমুদ্রে নামায় নিষেধাজ্ঞা জারি করা হয়। কপিল মুনির আশ্রমের সামনে কংক্রিটের রাস্তা দ্রুত মেরামতির আশ্বাস দিয়েছে প্রশাসন।
আরও পড়ুন : Kolkata Weather: মহানগরের বৃষ্টি-বরাতে খরা কাটবে কি? জানুন আবহাওয়ার মতিগতি