Murshidabad Weather Update: সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রির নিচে নামতে পারে, ঠান্ডা হাওয়ায় ফিরবে শীতের আমেজ
Murshidabad News: কেমন থাকবে মুর্শিদাবাদের আবহাওয়া, জেনে নিন।
![Murshidabad Weather Update: সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রির নিচে নামতে পারে, ঠান্ডা হাওয়ায় ফিরবে শীতের আমেজ Murshidabad Weather Update mostly clear sky no rainfall to occur temperature to remain under 20 degrees on December 27 Murshidabad Weather Update: সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রির নিচে নামতে পারে, ঠান্ডা হাওয়ায় ফিরবে শীতের আমেজ](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/27/c4858c9bc06905ac4166f0fac7f7db341672083970135338_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
বহরমপুর: আসবে আসবে করে অবশেষে রাজ্যে হাজির হয়েছে শীত। তীব্রতা এখনও তেমন নেই যদিও, তবে মাঝে শীতের আমেজ অনুভূত হলেও, ফের তা কেটে গিয়েছিল। তবে এ বার তাপমাত্রার পারদ ফের নামতে পারে বলে আবহাওয়া দফতর জানিয়েছে। সেই অনুযায়ী, মঙ্গলবার শীতের আমেজ ভালই অনুভূত হবে মুর্শিদাবাদে। এ দিন মুর্শিদাবাদ জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই। সকালের দিকে শীত শীত ভাব বজায় থাকবে। রোদ উঠবে বেলায়, তাতে অস্বস্তি হতে পারে। রাতের দিকে ফের কমবে তাপমাত্রা। বিগত কয়েক দিনের তুলনায় তেমন বড় পরিবর্তন ঘটবে না। মুর্শিদাবাদের সামগ্রিক আবহাওয়া (Murshidabad Weather) জেনে নিন বিশদে।
মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা নেই, আংশিক মেঘলা আকাশ
আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবার মুর্শিদাবাদ জেলায় আকাশ মূলত পরিষ্কার থাকবে। তবে সকালের দিকে কমবে দৃশ্যমানতা। সকালের দিকে অথবা রাতের দিকে বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দফতর। তবে জোরে হাওয়া বইতে পারে জেলার একাধিক জায়গায়। রাতের দিকেও দৃশ্যমানতাও কমতে পারে বলে ইঙ্গিত মিলেছে। ১০ থেকে ১৫ কিলোমিটার গতিবেগে বইতে পারে হাওয়া।
মঙ্গলবার মুর্শিদাবাদ জেলার সর্বোচ্চ তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, যা গত কয়েক দিনের তুলনায় বেশ কম। রাতের দিকে তাপমাত্রা তুলনামূলক কম থাকবে। তবে একই সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। জেলায় সকালে আপেক্ষিক আর্দ্রতার হার থাকবে ৬৭ শতাংশের মতো। রাতের দিকে আপেক্ষিক আর্দ্রতার হার ৮১ শতাংশের মতোই থাকবে বলে পূর্বাভাস মিলেছে।
একনজরে দেখে নেওয়া যাক মুর্শিদাবাদের আজকের আবহাওয়ার আপডেট-
সর্বোচ্চ তাপমাত্রা- ২৮ ডিগ্রি সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা- ১৪ ডিগ্রি সেলসিয়াস
বাতাসের আপেক্ষিক আর্দ্রতা-৮১ শতাংশ
সামগ্রিক আবহাওয়া-বৃষ্টির সম্ভাবনা নেই, আরও নামবে তাপমাত্রা
সূর্যোদয়- সকাল ৬টা বেজে ১৮ মিনিট
সূর্যাস্ত- বিকেল ৪টে বেজে ৫৭ মিনিট
রাজ্য়ের পশ্চিমের জেলা মুর্শিদাবাদ ২৪ ডিগ্রি ৫০ মিনিট থেকে ২৩ ডিগ্রি ৪৩ মিনিট উত্তর অক্ষাংশ এবং ৮৮ ডিগ্রি ৪৬ মিনিট পূর্ব থেকে ৮৭ ডিগ্রি ৪৯ মিনিট পূর্ব দ্রাঘিমাংশে অবস্থিত। মোট ৫ হাজার ৩৪১ বর্গ কিলোমিটার জায়গা জুড়ে অবস্থান।
এ দিকে, সামগ্রিক ভাবে জুনের পর জুলাইয়ের মাঝামাঝি পর্যন্ত একটানা বৃষ্টিহীন থেকেছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা। তার ফলে কৃষিকাজের উপরেও এই অনাবৃষ্টির প্রভাব পড়েছে। তবে শীতের প্রাক্কালে, পুজোর ঠিক পর পর ধরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির দেখা মিলেছে। বৃষ্টিতে ভিজেছে কলকাতাও। তাতে আশার আলো দেখেন কৃষকরা। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নতুন করে নিম্নচাপের জেরে চলতি সপ্তাহেও বৃষ্টিতে ভিজতে পারে কলকাতা-সহ বাংলার বিভিন্ন জেলা।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)