Murshidabad Weather Update: পঞ্চমীতে বৃষ্টির সম্ভাবনা নেই, হলেও কয়েক ফোঁটা মাত্র, তবে ভোগাবে গরম
Murshidabad News: কেমন থাকবে মুর্শিদাবাদের আবহাওয়া, জেনে নিন।
বহরমপুর: মহালয়া থেকে পুজো, বৃষ্টি অব্যাহত থাকবে বলে আগেই জানিয়েছে আবহাওয়া দফতর। তাই পুজোর চারদিন বৃষ্টিতে ঘোরা মাটি হতে পারে বলে আশঙ্কা করছেন অনেকেই। কিন্তু শুক্রবার, পঞ্চমীতে বৃষ্টির সম্ভাবা নেই মুর্শিদাবাদে। বরং তুলনায় গরম বাড়বে। ভোগাবে আর্দ্রতাজনিত অস্বস্তিও। শুক্রবারের মুর্শিদাবাদের সামগ্রিক আবহাওয়া (Murshidabad Weather) জেনে নিন বিশদে।
পঞ্চমীতে বৃষ্টির সম্ভাবনা নেই মুর্শিদাবাদে
আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার মুর্শিদাবাদ জেলায় আকাশ মূলত পরিষ্কার থাকবে। কখনও আংশিক মেঘলা আকার ধারণ করতে পারে। তবে বৃষ্টির সম্ভাবনা তেমন নেই সেখানে। যদিও বা হয়, তা কয়েক ফোঁটাতেই সীমাবদ্ধ থাকবে। তবে বৃষ্টি না হওয়াতে গরম বাড়বে। তাই পুজোয় ঘুরতে বেরিয়ে হাসফাঁস অবস্থা হতে পারে।
শুক্রবার মুর্শিদাবাদ জেলার সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। রাতের দিকে তাপমাত্রা তুলনামূলক কম থাকবে। তবে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। জেলায় সকালে আর্দ্রতার হার থাকবে ৬৯ শতাংশের মতো। রাতের দিকেও আর্দ্রতার হার ৮০ শতাংশের মতোই থাকবে বলে পূর্বাভাস মিলেছে।
একনজরে দেখে নেওয়া যাক মুর্শিদাবাদের আজকের আবহাওয়ার আপডেট-
সর্বোচ্চ তাপমাত্রা- ৩৫ডিগ্রি সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা- ২৭ ডিগ্রি সেলসিয়াস
বাতাসের আর্দ্রতা- ৮৪ শতাংশ
সামগ্রিক আবহাওয়া- বৃষ্টির সম্ভাবনা নেই
সূর্যোদয়- সকাল ৫টা বেজে ২৮ মিনিট
সূর্যাস্ত- বিকেল ৫টা বেজে ২৫ মিনিট
আরও পড়ুন: SSC Scam: প্রমাণ রয়েছে, আদালতে লড়বেন, লিপিকার অভিযোগ উড়িয়ে দাবি প্রবীণের। Bangla News
রাজ্য়ের পশ্চিমের জেলা মুর্শিদাবাদ ২৪ ডিগ্রি ৫০ মিনিট থেকে ২৩ ডিগ্রি ৪৩ মিনিট উত্তর অক্ষাংশ এবং ৮৮ ডিগ্রি ৪৬ মিনিট পূর্ব থেকে ৮৭ ডিগ্রি ৪৯ মিনিট পূর্ব দ্রাঘিমাংশে অবস্থিত। মোট ৫ হাজার ৩৪১ বর্গ কিলোমিটার জায়গা জুড়ে অবস্থান।
এ দিকে, সামগ্রিক ভাবে জুনের পর জুলাইয়ের মাঝামাঝি পর্যন্ত একটানা বৃষ্টিহীন থেকেছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা। তার ফলে কৃষকাজের উপরেও এই অনাবৃষ্টির প্রভাব পড়েছে। তবে গত কয়েক দিন ধরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির দেখা মিলেছে। বৃষ্টিতে ভিজেছে কলকাতাও। তাতে আশার আলো দেখছেন কৃষকরা। তবে গত কয়েক দিনে পুষিয়ে গিয়েছে জলের চাহিদা। বরং কিছু কিছু জায়গায় বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে।