Murshidabad Weather Update: দুপুরের পর থেকে বিক্ষিপ্ত বৃষ্টি, সঙ্গে বজ্র-বিদ্যুতের গর্জন, গরমে ভোগান্তি অব্যাহত মুর্শিদাবাদে
Murshidabad News: আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবার মুর্শিদাবাদের একাধিক জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে।
![Murshidabad Weather Update: দুপুরের পর থেকে বিক্ষিপ্ত বৃষ্টি, সঙ্গে বজ্র-বিদ্যুতের গর্জন, গরমে ভোগান্তি অব্যাহত মুর্শিদাবাদে Murshidabad Weather Update Scattered rainfall with thunderstorm expected Murshidabad Weather Update: দুপুরের পর থেকে বিক্ষিপ্ত বৃষ্টি, সঙ্গে বজ্র-বিদ্যুতের গর্জন, গরমে ভোগান্তি অব্যাহত মুর্শিদাবাদে](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/07/23/c6e652482bdf7cd0988656b5337b3b291658535697_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
বহরমপুর: আংশিক মেঘলা আকাশ, সঙ্গে দুপুরের দিকে বজ্র-বিদ্যুৎ সহকারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ জেলায়। একি তবে দাবদাহে আপাতত ইতি পড়ার কোনও ইঙ্গিত নেই.। বরং সকাল, দুপুর এবং রাতের তাপমাত্রার বিশেষ ফারাক নেই। শনিবার জেলায় বাতাসে আর্দ্রতার পরিমাণও বেশি থাকবে।
বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা মুর্শিদাবাদ জেলায়
আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবার মুর্শিদাবাদের একাধিক জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। দুপুর থেকে শুরু হতে পারে বৃষ্টি। সঙ্গে বজ্র-বিদ্যুতের গর্জন। হাওয়ার গতিবেগ থাকবে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার। ধোঁয়াশা তৈরি হলে কমতে পারে দৃশ্যমানতা। তবে বাতাসের গুণমান ভাল। ফলে প্রাণভরে শ্বাস নিতে সমস্যা নেই।
শনিবার মুর্শিদাবাদের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াস। সকালের দিকে বাতাসের আর্দ্রতা থাকবে ৭৪ শতাংশের মতো। রাতের দিকে তা বেড়ে ৮৫ শতাংশ হতে পারে।
একনজরে দেখে নেওয়া যাক মুর্শিদাবাদের আজকের আবহাওয়ার আপডেট-
সর্বোচ্চ তাপমাত্রা- ৩৩ ডিগ্রি সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা- ২৬ ডিগ্রি সেলসিয়াস
সামগ্রিক আবহাওয়া- আংশিক মেঘলা আকাশ, বজ্র-বিদ্যুৎ-সহ বৃষ্টি, ঝোড়ো হাওয়া
বাতাসের গতিবেগ- ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার সর্বোচ্চ
আর্দ্রতা - ৭৪ শতাংশ
আরও পড়ুন: Jalpaiguri And Alipurduar: আজ কেমন থাকবে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের আবহাওয়া?
রাতের দিকে তাপমাত্রা নিম্নমুখী হওয়ার সম্ভাবনা
রাজ্য়ের পশ্চিমের জেলা মুর্শিদাবাদ ২৪ ডিগ্রি ৫০ মিনিট থেকে ২৩ ডিগ্রি ৪৩ মিনিট উত্তর অক্ষাংশ এবং ৮৮ ডিগ্রি ৪৬ মিনিট পূর্ব থেকে ৮৭ ডিগ্রি ৪৯ মিনিট পূর্ব দ্রাঘিমাংশে অবস্থিত। মোট ৫ হাজার ৩৪১ বর্গ কিলোমিটার জায়গা জুড়ে অবস্থান।
এ দিকে, সামগ্রিক ভাবে জুনের পর জুলাইয়ের মাঝামাঝি পর্যন্ত একটানা বৃষ্টিহীন থেকেছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা। তার ফলে কৃষকাজের উপরেও এই অনাবৃষ্টির প্রভাব পড়েছে। তবে গত কয়েক দিন ধরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির দেখা মিলেছে। তবে তাতে কি ঘাটতি মিটবে? সংশয় কাটছে না এখনও।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)