Murshidabad Weather Update: দফায় দফায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা মুর্শিদাবাদে, তবে রেহাই নেই গরম থেকে
Murshidabad News: কেমন থাকবে মুর্শিদাবাদের আবহাওয়া, জেনে নিন।

বহরমপুর: বিক্ষিপ্ত ভাবে দিনে বার কয়েক বৃষ্টিপাত। সঙ্গে বইতে পারে দমকা হাওয়া। আকাশে মেঘের গর্জন শোনা যেতে পারে। তাপমাত্রা ৩০ ডিগ্রির উপরেই থাকার সম্ভাবনা। শনিবার এমনই থাকবে মুর্শিদাবাদের আবহাওয়া (Murshidabad Weather)। আকাশ আংশিক মেঘলা থাকবে দিনভর।সকালে এবং বিকেলে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হতে পারে
বিক্ষিপ্ত ভাবে দফায় দফায় বৃষ্টি নামতে পারে মুর্শিদাবাদে
আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবার মুর্শিদাবাদ জেলায় দিনভর আকাশ প্রধানত মেঘলাই থাকবে। হালকা বৃষ্টি হতে পারে কিছু জায়গায়। জেলায় আজ বৃষ্টির সম্ভাবনা ৫৮ শতাংশ। সকালের দিকে এবং বিকেলের পরও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হওয়া। গভীর রাতেও বজ্র-বিদ্যুতের গর্জনও শোনার সম্ভাবনা রয়েছে।
শনিবার মুর্শিদাবাদের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। রাতের দিকে তাপমাত্রা তুলনামূলক কম থাকবে। মুর্শিদাবাদ জেলায় সকালের দিকে বাতাসে আর্দ্রতার পরিমাণ থাকবে ৭১ শতাংশ। রাতে তা বেড়ে ৮৩ শতাংশ হওয়ার সম্ভাবনা।
একনজরে দেখে নেওয়া যাক মুর্শিদাবাদের আজকের আবহাওয়ার আপডেট-
সর্বোচ্চ তাপমাত্রা- ৩৩ ডিগ্রি সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা- ২৭ ডিগ্রি সেলসিয়াস
বাতাসের আর্দ্রতা- ৭১ শতাংশ
সামগ্রিক আবহাওয়া- আংশিক মেঘলা আকাশ, হালকা বৃষ্টি
বাতাসের গতিবেগ- ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার
সূর্যোদয়ের সময়- ৫টা বেজে ১১ মিনিট
সূর্যাস্তের সময়-৬টা বেজে ১২ মিনিট
আরও পড়ুন: Darjeeling Weather : বর্ষায় পিচ্ছিল পাহাড়, সূর্যের উঁকিঝুঁকি, কেমন আছে দার্জিলিং
বর্ষায় এ বছর পর্যাপ্ত বৃষ্টি হয়নি এখনও পর্যন্ত
রাজ্য়ের পশ্চিমের জেলা মুর্শিদাবাদ ২৪ ডিগ্রি ৫০ মিনিট থেকে ২৩ ডিগ্রি ৪৩ মিনিট উত্তর অক্ষাংশ এবং ৮৮ ডিগ্রি ৪৬ মিনিট পূর্ব থেকে ৮৭ ডিগ্রি ৪৯ মিনিট পূর্ব দ্রাঘিমাংশে অবস্থিত। মোট ৫ হাজার ৩৪১ বর্গ কিলোমিটার জায়গা জুড়ে অবস্থান।
এ দিকে, সামগ্রিক ভাবে জুনের পর জুলাইয়ের মাঝামাঝি পর্যন্ত একটানা বৃষ্টিহীন থেকেছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা। তার ফলে কৃষকাজের উপরেও এই অনাবৃষ্টির প্রভাব পড়েছে। তবে গত কয়েক দিন ধরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির দেখা মিলেছে। বৃষ্টিতে ভিজেছে কলকাতাও। তাতে আশার আলো দেখছেন কৃষকরা। তবে কয়েক দিন আগেও পর্যন্ত ভারী বর্ষণের আশা করা হলেও, এখন পর্যন্ত তেমনটা চোখে পড়েনি।
তবে রবিবার থেকে উত্তর বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ। ফলে আবহাওয়ায় বদল লক্ষ্য করা যেতে পারে বলে আশাবাদী আবহাওয়াবিদরা। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূলের জেলা ও পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তুলনামূলকভাবে বেশি বৃষ্টি হতে পারে। তবে এই বৃষ্টি সত্ত্বেও বর্ষার প্রথম দু’মাসে যে ঘাটতি হয়েছে, তা মিটবে না বলেই মনে করছেন আবহবিদরা।






















