Nadia : "বুকে বন্দুক ঠেকিয়ে মাদুরে মুড়ে মৃতদেহ ছিনিয়ে নেয়", হাঁসখালির ঘটনায় বিস্ফোরক অভিযোগ নির্যাতিতার বাবার
Nadia : ঘটনায় ফ্যাক্ট ফাইন্ডিং টিম পাঠাচ্ছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব...
হাঁসখালি : হাঁসখালির (Hanskhali) ঘটনায় তোলপাড় গোটা রাজ্য। হাইকোর্টের নির্দেশের পরই হাঁসখালি গণধর্ষণ-খুনের মামলার তদন্তে তৎপর সিবিআই (CBI)। এদিকে সেদিনের ঘটনা নিয়ে বিস্ফোরক অভিযোগ করলেন নির্যাতিতার বাবা।
তাঁর অভিযোগ, জন্মদিনের পার্টি থেকে রক্তাক্ত অবস্থায় আনার (নির্যাতিতাকে) পরেই হুমকি দেওয়া শুরু হয়ে গিয়েছিল। থানা, হাসপাতালে না নিয়ে যাওয়ার জন্য খুনের হুমকি দেওয়া হচ্ছিল। হুমকি দিচ্ছিল তৃণমূল পঞ্চায়েত সদস্যের ছেলে। মেয়ে মারা যাওয়ার আধঘণ্টার মধ্যেই দলবল নিয়ে চড়াও হয় সে। বুকে বন্দুক ঠেকিয়ে গুলি করে দেওয়ার হুমকি দেয় তার (অভিযুক্ত) দলবল। বুকে বন্দুক ঠেকিয়ে মাদুরে মুড়ে মৃতদেহ ছিনিয়েও নেয়। মৃতদেহ নিয়ে যাওয়ার পরে গ্রামেরই ২জন এসে শ্মশানে যেতে বলে। শ্মশানে গিয়ে দেখি, সব শেষ ।
জন্মদিনের পার্টিতে ডেকে মাদক খাইয়ে নবম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ ও খুনের অভিযোগে উত্তাল বাংলা। ধৃত তৃণমূলের পঞ্চায়েত সদস্যের ছেলে। নির্যাতিতার পরিবারের দাবি, সোমবার ওই যুবকের (মূল অভিযুক্ত) আমন্ত্রণে জন্মদিনের পার্টিতে তাদের বাড়িতে যায় ওই নাবালিকা। সেখানেই তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। পরিবারের দাবি, এরপর এক অপরিচিত মহিলা নাবালিকাকে বাড়িতে দিয়ে যায়। ঘটনার বেশ কিছু দিন পরে পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে বলে তথ্য সামনে আসে। পাশাপাশি নাবালিকার মৃত্যুর পর ময়নাতদন্তের আগেই ডেথ সার্টিফিকেট ছাড়াই দেহ পুড়িয়ে দেওয়ার মতোও মারাত্মক অভিযোগ উঠেছে। যে ঘটনায় গ্রেফতার হয়েছেন স্থানীয় তৃণমূল নেতার ছেলে। গতকালই এই মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দেয়। জানানো হয়েছে, আদালতের পর্যবেক্ষণে এই তদন্ত চলবে।
এদিকে ঘটনা নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে রাজনৈতিক মহলে। ফ্যাক্ট ফাইন্ডিং টিম পাঠাচ্ছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। পাঁচ সদস্যের দলে রয়েছেন যোগী সরকারের ক্যাবিনেট মন্ত্রী বেবিরানি মৌর্য, লোকসভার সাংসদ ও বিজেপির সর্বভারতীয় সহ সভানেত্রী রেখা বর্মা, মালদার ইংরেজবাজারের বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী, অভিনেত্রী খুশবু সুন্দর, তামিলনাড়ুর বিধায়ক ও বিজেপি মহিলা মোর্চার সর্বভারতীয় সভানেত্রী বনথি শ্রীনিবাসন। হাঁসখালিতে এসে পরিস্থিতি খতিয়ে দেখে দলের সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার কাছে রিপোর্ট পেশ করবে কমিটি।