Nadia News: শ্যুটআউট এড়াল নদিয়া, অপরাধের শিকড় উপড়ে পুলিশের জালে ৪
Nadia Fire Arms Rescue: নদিয়ায় বড় সাফল্য, দুষ্কৃতীদের ছক ভেস্তে দিল পুলিশ।
সুজিত মণ্ডল, নদিয়া: দোরগড়ায় দুর্গাপুজো। এদিকে ফের জেলায় আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে (FireArms Rescue)। নদিয়ায় রবিবার রাতে অভিযান চালিয়ে বিপুল অস্ত্র-সহ চার দুষ্কৃতীকে গ্রেফতার করেছে কল্যাণী থানার পুলিশ (Kalyani Police)।
জানা গিয়েছে, গ্রেফতার হওয়া দুষ্কৃতীদের নাম সুদীপ মিস্ত্রি, রঞ্জন সরকার,রাহুল মাঝি এবং অসীম শিউলি। প্রত্যেকের বাড়ি কল্যাণী থানা এলাকায়। ৪টি ওয়ান শার্টার (৮ বোরের), ১টি ৭এম এম পিস্তল, ৩টি লং শার্টার, ২টি লং মাসকেট, ১টি শর্ট মাসকেট , ১৬ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।কোথা থেকে ? কী উদ্দেশ্যে ? এবং কোথায় নিয়ে যাওয়ার উদ্দেশ্যে অস্ত্রগুলি নিয়ে যাচ্ছিল ধৃতরা ? তা তদন্ত করে দেখছে পুলিশ। তবে এই প্রশ্ন ওঠার পাশাপাশি, বরাবরই রাজ্যের বিরোধী দলগুলি বলে এসেছে, বারুদের স্তূপে পরিণত হয়েছে পশ্চিমবঙ্গ। এদিকে গতবছর আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় বিরোধীদের পাল্টা আক্রমণ করেছিলেন ফিরহাদ হাকিম। হরিদেবপুরকাণ্ডে ফিরহাদ বলেছিলেন,'অস্ত্র আসছে বিহার, ঝাড়খন্ড, উত্তরপ্রদেশ থেকে।
প্রসঙ্গত, নব্বইয়ের দশকের বলিউড ছবিগুলিতেও একাধিকবার আগ্নেয়াস্ত্র উদ্ধারের দৃশ্য দেখানো হয়েছে। বহু ছবিতে দুষ্কৃতীদের টিফিনবক্সের কেরামতি দেখানো হয়েছে। তারপর ঘনঘন নিঃশ্বাসের আওয়াজের সঙ্গে বোমস্কোয়াডের উদ্ধার প্রক্রিয়াও, তাবড়িয়ে বিকিয়েছে শহরতলির সিনেমাহলগুলিতে। কিন্তু সেতো সেলুলয়েড কথা। এবার ফ্রেম ছেড়ে বাস্তবে বারংবার বোমা উদ্ধারের ঘটনা, কখনওবা বিস্ফোরণের ঘটনা ঘটছে। বেশিরভাগ ক্ষেত্রেই ড্রাম বা প্লাস্টিকের বালতিতে এই বোমা খুঁজে পাওয়া যাচ্ছে। তবে গতবছর মুখ্যমন্ত্রীর নির্দেশের পর আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনা অনেকাংশেই বেড়ে গিয়েছে।
সম্প্রতি গোপন সূত্রে খবর পেয়ে মালদার রতুয়ার জাননগর গ্রামে অভিযান চালায় রাজ্য পুলিশের এসটিএফ। পাকড়াও করে দুই অস্ত্র কারবারিকে। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে ৪টি অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র এবং ২৫ রাউন্ড কার্তুজ। পুলিশ সূত্রে খবর, ধৃতদের একজন রতুয়া ও আরেকজন উত্তর দিনাজপুরের গোয়ালপোখরের বাসিন্দা। মালদা থেকে এর আগেও অস্ত্র উদ্ধারের ঘটনা ঘটেছিল। এই জেলায় রাজনৈতিক হিংসার ঘটনা ঘটেছে, পঞ্চায়েত ভোটের সময় এলাকায় আর কত বেআইনি অস্ত্র মজুত রয়েছে তা নিয়ে উদ্বেগে সাধারণ ভোটাররা। যখন মালদা থেকে অস্ত্র উদ্ধার হল, তখনই পাশের জেলা মুর্শিদাবাদ থেকেও অস্ত্র উদ্ধারের ঘটনা ঘটেছে।
আরও পড়ুন, '..আমি কৃতজ্ঞ', ১০০ দিনের বকেয়ার ইস্যুতে রাজ্যপালের প্রশংসায় অভিষেক
পাশের জেলা মুর্শিদাবাদে রানিনগরের নবির মোড় থেকে উদ্ধার হয়েছিল বেআইনি অস্ত্র। ওই এলাকায় আচমকা হানা দিয়েছিল পুলিশ। পুলিশি তল্লাশিতে উদ্ধার হয় একটি দেশি পিস্তল এবং দুই রাউন্ড গুলি। ওই অস্ত্র উদ্ধারের ঘটনায় গ্রেফতার করা হয় রাহুল শেখ নামে সাগরপাড়ার এক বাসিন্দাকে। পঞ্চায়েত ভোটের আবহে বারবার রক্তাক্ত হয়েছিল মুর্শিদাবাদ। একাধিক প্রাণহানির ঘটনা হয়েছে। বোমা বিস্ফোরণ হয়েছে। পঞ্চায়েত ভোটের আগে, প্রচার ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে ওই এলাকা। সামশেরগঞ্জে তৃণমূল ও কংগ্রেসের মধ্যে বচসা থেকে চলে গুলি। তার জেরে এক কংগ্রেস কর্মী গুলিবিদ্ধ হয়েছেন, এই ঘটনায় তৃণমূলের দিকেই অভিযোগের আঙুল তুলেছিল কংগ্রেস। তৃণমূল বিধায়কের উপস্থিতিতেই গুলি চলে বলে অভিযোগ কংগ্রেসের। যদিও সেসময় কংগ্রেসের যাবতীয় অভিযোগ অস্বীকার করেছিল তৃণমূল।