Nadia News: ‘তৃণমূল-আঁতাঁতে’র অভিযোগ তুলে কৃষ্ণনগরে বিজেপি সাংসদের বিরুদ্ধে পোস্টার
Nadia Political News: সাংগঠনিক রদবদল নিয়ে, নদিয়ায় বিজেপির অন্দরে মাথাচাড়া দিয়েছিল অসন্তোষ।এই আবহেই, বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের বিরুদ্ধে এই পোস্টার পড়ল রানাঘাটে।
সুজিত মণ্ডল, নদিয়া: পুরভোটের আগে রানাঘাটের (Ranaghat) বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের (BJP MP Jagannath Sarkar) বিরোধিতায় পোস্টার (Posters) পড়ল দলের নদিয়া (Nadia) দক্ষিণ সাংগঠনিক জেলা কার্যালয়ের সামনে। বিজেপি সাংসদ ও জেলা নেতৃত্বের দাবি, পোস্টারের পিছনে তৃণমূলের হাত রয়েছে।অভিযোগ উড়িয়ে দিয়েছে শাসক শিবির।
সাংগঠনিক রদবদল নিয়ে, নদিয়ায় বিজেপির অন্দরে মাথাচাড়া দিয়েছিল অসন্তোষ।এই আবহেই, বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের বিরুদ্ধে এই পোস্টার পড়ল রানাঘাটে।কোর্ট মোড় এলাকায়, বিজেপির নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলা কার্যালয়ের সামনে ওই পোস্টার দেওয়া হয়। নজরে আসার পর তা তা ছিঁড়েও ফেলা হয়।
পোস্টারে রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেওয়া হয়েছে। লেখা হয়েছে, ‘জগা একাদশ মানছি না মানব না’। ‘গণতান্ত্রিক দলে ব্যক্তিতন্ত্র মানছি না’।‘বিশ্বাসঘাতক ‛জগা’-র কমিটি অবিলম্বে বাতিল করতে হবে’। ‘তৃণমূলের সাথে অশুভ আঁতাত করে বিজেপির নদিয়া দক্ষিণের সংগঠন শেষ করার ঘৃণ্য ষড়যন্ত্র ব্যর্থ করুন’।
কে বা কারা পোস্টার দিয়েছে, তার কোনও উল্লেখ নেই। বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের অভিযোগ, তাঁকে বদনাম করতে পোস্টার সাঁটিয়েছে তৃণমূল।
জগন্নাথ সরকার বলেছেন, আমার কাজে উন্নয়নের ধারা অব্যাহত আছে। জনপ্রিয়তা বাড়ছে। তৃণমূলের লোকেরাই রাতে এই সমস্ত কাজ করছে বদনাম করার জন্য। এর আগেও চেষ্টা করেছে। রাজনৈতিক কৌশল ছাড়া কিছু নয়।
পোস্টারের নেপথ্যে তৃণমূলের হাত দেখছে বিজেপির সাংগঠনিক জেলা নেতৃত্বও।
বিজেপির নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলা সভাপতি পার্থসারথি চট্টোপাধ্যায় বলেছেন, নতুন কমিটি গঠন হওয়ায় দলের কর্মীদের মধ্যে ক্ষোভ বিক্ষোভ থাকতে পারে। তা মিটে গিয়েছে। এই পোস্টার সাঁটানোর পেছনে তৃণমূলের চক্রান্ত রয়েছে। পুরভোটের আগে তৃণমূল ভয় পেয়ে এই সব করছে।
এই অভিযোগ খারিজ করেছে তৃণমূল।
তৃণমূল কংগ্রেসের রানাঘাট সাংগঠনিক জেলার আহ্বায়ক দীপক বসু বলেছেন, তৃণমূলের খেয়েদেয়ে কাজ নেই। ওদের ওখানে রং খরচ করে, কাগজ খরচ করে পোস্টারিং করতে যাবে! আমাদের অত কালিও নেই, কাগজও নেই। বিজেপি নিয়ে ভাবছি না। ওরা কী বলল, না বলল, তা নিয়ে মাথা ঘামাচ্ছি না।
বিজেপির নতুন কমিটিতে মতুয়াদের প্রতিনিধি না থাকায়, ২৫ ডিসেম্বর নদিয়ার ৩ বিজেপি বিধায়ক দলের হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়েছিলেন।তারপর হুমকি পোস্টার পড়েছিল কল্যাণীর বিজেপি বিধায়ক অম্বিকা রায়ের কার্যালয়ের পাঁচিলে। এবার পোস্টার পড়ল রানাঘাটের বিজেপি সাংসদের বিরুদ্ধে।