Tapas Saha: দুর্নীতিতে প্রত্যক্ষ সংযোগ, সাক্ষীদের বয়ানে উল্লেখ! নিয়োগ দুর্নীতিতে এ বার তাপসকে CBI তলব
SSC Case: CBI সূত্রে জানা গিয়েছে, তল্লাশিতে বেশ কিছু নথি উদ্ধার হয়েছে।
কলকাতা: দীর্ঘ সাড়ে ১৪ ঘণ্টা ধরে তল্লাশি এবং জিজ্ঞাসাবাদ চলেছিল। কিন্তু তার নিটফল শূন্য বলে মন্তব্য করেছিলেন তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহা (Tapas Saha) নিয়োগ দুর্নীতি মামলা (SSC Case) এ বার সেই তাপসকেই জিজ্ঞাসাবাদের জন্য তলব করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (CBI)। চলতি সপ্তাহেই ডেকে পাঠানো হয়েছে তাঁকে। তাপসকে হাজির হতে বলা হয়েছে নিজাম প্যালেসে CBI দফতরে।
সোমবার নোটিস পাঠানো হয়েছে তাপসকে
CBI সূত্রে জানা গিয়েছে, তল্লাশিতে বেশ কিছু নথি উদ্ধার হয়েছে। তা নিয়ে জিজ্ঞাসাবাদও করা হয় তাপসকে। এ বার নিজাম প্যালেসে সরাসরি ডেকে জিজ্ঞাসাবাদ করা হবে। সোমবার নোটিস পাঠানো হয়েছে তাপসকে। দুর্নীতি বিরোধী বিভাগের কাছ থেকে প্রাপ্ত নথিতে প্রবীর এবং অন্যদের বয়ানে তাপসের সরাসরি সংযোগ পাওয়া যাচ্ছে। সেগুলি সামনে রেখেই জিজ্ঞাসাবাদ করা হবে তাপসকে। বিধায়ক এ নিয়ে কিছু জানাননি এখনও পর্যন্ত।
গত শুক্রবার তাপসের বাড়িতে তল্লাশি চালান CBI আধিকারিকরা। তাপসের প্রাক্তন আপ্তসহায়ক প্রবীর কয়াল, তাপস-ঘনিষ্ঠ বলে পরিচিত তৃণমূল নেত্রী ইতি সাহার বাড়িতেও চলে তল্লাশি। যদিও গোটা ঘটনায় রাজনৈতিক ষড়যন্ত্র দেখছেন তাপস। এ নিয়ে তৃণমূলের অন্দর থেকেই কয়েক জনের হাত রয়েছে বলেও অভিযোগ করেন তিনি। তাঁকে ফাঁসানো হচ্ছে বলে অভিযোগ করেছেন।
আরও পড়ুন: Partha Chatterjee: আচমকা অভিষেক-প্রশস্তি পার্থর, হাওয়া বুঝেই কি মনবদল!
তাপসের বক্তব্য, "আমি কাউকে নিয়োগ করতে পারিনি। এলাকার ছেলেমেয়েরা আসেন বটে, আবদার করেন। তাঁদের কথা শুনতে হয়। আমার পাশের কেন্দ্রে যাঁরা ছিলেন, তাঁরাও অনেককে চাকরিবাকরি দিয়েছেন। আমি পারনি, আমি ব্যর্থ। ২০২১ সালে টিনা সাহা ভৌমিক যখন আমাকে হারাতে পারলেন না, এই গল্পগুলি ফেঁদে অভিষেক বন্দ্য়োপাধ্যায়ের অফিসে দিয়েছিলেন।"
২ কোটির বেশি লেনদেন অ্য়াকাউন্টে!
যদিও তাপসের বিরুদ্ধে মুখ খুলেছেন এলাকার বাসিন্দাদের অনেকেই। টাকা নিয়েও, চাকরি না দেওয়ার অভিযোগ করেছেন কেউ কেউ। আবার টাকা দিতে না পারায়, তাপস মুখ তুলে তাকাননি, এমন অভিযোগও সামনে এসেছে। আবার CBI সূত্রে খবর, জিজ্ঞাসাবাদে প্রবীর দাবি করেছেন যে, চাকরি দেওয়ার নামে ৩০ থেকে ৩৬ জনের কাছ থেকে টাকা তুলেছিলেন তিনি। সেই টাকা তাপসের কাছে গিয়েছে তাঁর কাছ থেকে। দু'জনের মধ্যে ২ কোটির বেশি লেনদেন হয়েছে বলেও CBI সূত্রে জানা গিয়েছে।