![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Naktala: রাতে বিশ্বকাপ ফাইনাল দেখলেন, পরদিন ঘর থেকে উদ্ধার ঝুলন্ত দেহ, কেন?
ঘটনায় ইতিমধ্যেই নেতাজিনগর থানা তদন্ত শুরু করেছে। ইতিমধ্যে ঘর থেকে একটি ডায়েরি উদ্ধার হয়েছে, সেই ডায়েরিতে লেখা 'কেউ ভালবাসে না, কিছু করতে পারছি না'।
![Naktala: রাতে বিশ্বকাপ ফাইনাল দেখলেন, পরদিন ঘর থেকে উদ্ধার ঝুলন্ত দেহ, কেন? Naktala student woke up at night to see the World Cup final, the next day the hanging body was recovered from the house, why? Naktala: রাতে বিশ্বকাপ ফাইনাল দেখলেন, পরদিন ঘর থেকে উদ্ধার ঝুলন্ত দেহ, কেন?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/19/3b96a538451c2dda2c1d053538072d791671435999184176_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: নাকতলায় কলেজ ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য। সোমবার সকালে লেডি ব্রেবোর্ন কলেজের এক ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে (Student Suicide)। তাঁর নিজের ফ্ল্যাটেই মিলেছে দেহ। পরিবারের তরফে পুলিশকে জানানো হয়েছে, গতকাল সবার সঙ্গে বিশ্বকাপ ফাইনালও দেখেছে ওই ছাত্রী। আজ ভোরবেলায় ডাকাডাকিতে সাড়া না পাওয়ায়, দরজা ভেঙে ঘরে ঢুকলেই তাঁর ঝুলন্ত দেহ দেখতে পান বাড়ির লোকেরা। ঘটনায় ইতিমধ্যেই নেতাজিনগর থানা তদন্ত শুরু করেছে। ইতিমধ্যে ঘর থেকে একটি ডায়েরি উদ্ধার হয়েছে, সেই ডায়েরিতে লেখা 'কেউ ভালবাসে না, কিছু করতে পারছি না'। পরিবারের দাবি, দীর্ঘদিন মানসিক অবসাদে ভুগছিল ওই ছাত্রী।
নাকতলায় (Naktala) কলেজ ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু। ঘর থেকে উদ্ধার হল ঝুলন্ত দেহ। পুলিশ সূত্রে খবর, ঘরে কোনও সুইসাইড নোট মেলেনি। তবে, কয়েকটি ডায়েরি উদ্ধার হয়েছে। যেখানে লেখা, কেউ ভালবাসে না। পরিবার জানিয়েছে, ডিপ্রেশনে ভুগছিলেন ওই কলেজ ছাত্রী। আত্মহত্য়া বলেই প্রাথমিকভাবে মনে করছে পুলিশ।
রবিবার রাতে বুঁদ হয়েছিল ফুটবল-বিশ্বকাপে। খেলা দেখার পর, ডিনার করে ঘুমোতে গিয়েছিলেন। পরিবারের কেউ ভাবতেও পারেনি, কয়েক মুহূর্ত আগে যে মেয়েটা এত উত্তেজনা নিয়ে আর্জেন্টিনা-ফ্রান্স ফাইনাল দেখল, কয়েক ঘণ্টা পর উদ্ধার হবে তাঁরই ঝুলন্ত দেহ!
নাকতলায় মেধাবী কলেজছাত্রীর রহস্যমৃত্যু। সোমবার ভোরে ঘর থেকে উদ্ধার হয়, রৌণক আহমেদ নামে, লেডি ব্রেবোর্ন কলেজের (Lady Brabourne College) বিএ প্রথম বর্ষের পড়ুয়ার ঝুলন্ত দেহ। পরিবারের দাবি, রবিবার খেলা দেখে ঘুমোতে গিয়েছিল বাড়ির একমাত্র সন্তান, বছর ১৯-এর রৌণক।
ভোরবেলা, অনেক ডাকাডাকিতেও যখন দরজা খুলছিল না, তখন, ঘরের তালা ভাঙা হয়। ঘরে ঢুকতেই দেখা যায় সিলিং ফ্য়ানে তাঁর ঝুলন্ত মৃতদেহ।
পুলিশ সূত্রে. খবর, ঘর থেকে কোনও সুইসাইড নোট মেলেনি। তবে, বেশ কিছু ডায়েরি পাওয়া গেছে। যেখানে লেখা, আমাকে কেউ ভালোবাসে না, কোনও কিছু করতে পারিনি।
পরিবার সূত্রে খবর, ডিপ্রেশনে ভুগছিল রৌণক। চিকিত্সাও চলছিল। এরই মাঝে ভয়ঙ্কর ঘটনা। আত্মহত্য়া বলেই প্রাথমিক অনুমান পুলিশের। ঘটনায় অস্বাভাবিক মৃত্য়ুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে নাকতলা থানার পুলিশ।
আরও পড়ুন: Keshpur News: 'ছুটির দিনে সরকারি অফিসে কেন দলীয় বৈঠক ?' নালিশ জানাল বিজেপি
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)