Narendra Modi : 'লড়াই চলবে' দিল্লির বৈঠকে বাংলায় বিজেপি কর্মীদের উপর হামলার কথা মোদির মুখে
Modi On Bengal : করলেন বাংলার বিজেপি কর্মীদের প্রশংসা। দিল্লিতে জাতীয় কর্মসমিতির বৈঠকের প্রথম দিনেই মোদির মুখে 'বাংলার কথা'।
নয়াদিল্লি : ২০২১ এর বিধানসভা নির্বাচনের পর থেকেই ভোট পরবর্তী হিংসার অভিযোগ নিয়ে সরব বঙ্গ বিজেপি। বিভিন্ন সময় কেন্দ্রের কাছেও বাংলায় বিজেপি কর্মীদের উপর হিংসার কথা তুলে ধরেছেন রাজ্যের নেতারা। এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখে সেই প্রসঙ্গ। করলেন বাংলার বিজেপি কর্মীদের প্রশংসা। দিল্লিতে জাতীয় কর্মসমিতির বৈঠকের প্রথম দিনেই মোদির মুখে 'বাংলার কথা'।
দিল্লিতে জাতীয় কর্মসমিতির বৈঠকে ( Modi in BJP national Executive Meeting )প্রধানমন্ত্রীর বক্তব্যে উঠে এল বাংলায় 'হিংসার' প্রসঙ্গ । বাংলায় বিজেপি কর্মীদের উপর হামলার প্রসঙ্গ তুললেন নরেন্দ্র মোদি। তাঁর মুখে শোনা গেল বঙ্গ বিজেপির কর্মীদের প্রশংসা। তিনি বললেন, 'যেভাবে বাংলায় বিজেপি কর্মীরা লড়াই করছেন, তা প্রশংসনীয়'। সেই সঙ্গে তিনি বললেন, 'লড়াই চলবে'। বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠকে বার্তা দিলেন প্রধানমন্ত্রী।: জাতীয় কর্মসমিতির বৈঠকে মোদির মুখে বাংলার বিজেপি কর্মীদের লড়াইয়ের প্রশংসা।
সোমবার নয়াদিল্লিতে শুরু হয় বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠক ৷ এদিন দলের তরফে নতুন রাজনৈতিক প্রস্তাব পেশ করা হয়। আবার সোমবারই কেন্দ্রের বিরুদ্ধে এক হাত নেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুর্শিদাবাদের সভা থেকে বিরোধীদের কড়া আক্রমণ শানালেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। বিভিন্ন সময় তাঁর মুখে উঠে এল বদলা নয় বদল, রয়্য়াল বেঙ্গল বা বাঘের বাচ্চার মতো শব্দ।
আরও পড়ুন :
জেলা জেলা থেকে গুরুত্বপূর্ণ খবর এক নজরে
BJP কে আক্রমন করে তিনি বলেন, ' এখানে তো কোনও বিজেপি কর্মীকে উঁইপোকা কামড়ালেও কেন্দ্রীয় দল চলে আসবে। চকোলেট বোম ফাটালেও কেন্দ্রীয় দল চলে আসবে। ' বাংলার প্রতি সার্বিক বঞ্চনার অভিযোগ তুলে সর্বাত্মক লড়াইয়ের ডাক মমতার, চ্যেলেঞ্জ ছুড়ে দিয়ে বললেন দিল্লিতে বদল আনবেন। বললেন, 'বদলা আমি নেব না কিন্তু বদল আমি করব। তুমি টাকাও দেবে না আর কিছু করতেও দেবে না তা তো হয় না। আমি লোকের উপর ট্যাক্স বসাবো না। কিন্তু টাকা আমি জোগাড় করে নেব যেখান থেকে হোক। আর টাকা জোগাড় না করে শুধু সেন্ট্রাল টিমের নামে বিজেপিকে তুষ্ট করতে আসবে। প্রত্যেকটা ইঞ্চিতে মানুষ জবাব দিন টাকা নেই বিজেপিতে ভোট নেই।'
' দিল্লির বঙ্গভবনে বিনা অনুমতিতে ঢুকলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। ' সাকেত গোখলের গ্রেফতারির প্রতিবাদে, এই হুঁশিয়ারি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বঙ্গভবন দুর্নীতির আখড়া হয়ে দাঁড়িয়েছে। পাল্টা কটাক্ষ করেছে বিজেপি। তিনি বলেন, ' এই অহংকার কে দিল? আমি বুলডোজারের পক্ষে নই, কিন্তু গণতন্ত্রের উপর যারা বুলডোজার চালায়, তাদের বলি বুলডোজারের পরবির্তে তোমাদের ক্লোজার হবে, তোমাদের ক্লোজার হবে...'
পঞ্চায়েত ভোটের আগে ফের একবার শিরোনামে বাংলায় বিরোধীদের উপর হিংসার অভিযোগ আর পাল্টা রাজ্যের প্রতি কেন্দ্রের বঞ্চনার অভিযোগ।