বিষ খাইয়ে 'খুন' ৩ কুকুরকে, ফের এক অমানবিক ঘটনার সাক্ষী কলকাতা
দম্পতির অভিযোগ, তাঁদের ২০টি কুকুরের মধ্যে ৩টি কুকুরকে বিষ খাইয়ে মেরে ফেলা হয়েছে
![বিষ খাইয়ে 'খুন' ৩ কুকুরকে, ফের এক অমানবিক ঘটনার সাক্ষী কলকাতা narendrapur 3 dogs 'poisoned' killed Kolkata witnessed another inhuman incident বিষ খাইয়ে 'খুন' ৩ কুকুরকে, ফের এক অমানবিক ঘটনার সাক্ষী কলকাতা](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/12/25/acf78277fa10a21bd3677e485905e797_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
রঞ্জিত হালদার, নরেন্দ্রপুর: বড়দিনে একইসঙ্গে নৃশংস ও অমানবিক ঘটনার সাক্ষী হল কলকাতা। বিষ খাইয়ে ৩টি কুকুরকে মেরে ফেলার অভিযোগ উঠল প্রতিবেশীদের বিরুদ্ধে।
দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুরের পাঁচপোতা এলাকার ঘটনা। এখানেই ভাড়া থাকেন জয় আগরওয়াল ও তাঁর স্ত্রী। দম্পতির অভিযোগ, তাঁদের ২০টি কুকুরের মধ্যে ৩টি কুকুরকে বিষ খাইয়ে মেরে ফেলা হয়েছে। বৃহস্পতিবার ৩টি কুকুরের মৃত্যু হয়। এই ঘটনায় প্রতিবেশী তিন মহিলার বিরুদ্ধে গতকাল নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেন দম্পতি। এখনও কাউকে গ্রেফতার করেনি পুলিশ।
সম্প্রতি আসানসোলে কুকুর আতঙ্ক ছড়ায়। কুকুরের কামড়ে (Dog bite) এক ধাক্কায় আক্রান্ত ৩৬ জন। আসানসোল শহরের মানুষ এখন কুকুরের আতঙ্কে ত্রস্ত। অসুস্থ কুকুরের কামড়ে আক্রান্ত হলেন একসঙ্গে ৩৬ জন। আসানসোল জেলা হাসপাতালের এমার্জেন্সিতে কুকুরের কামড়ে আক্রান্ত হয়ে চিকিৎসা করাতে আসেন ওই ৩৬ জন রোগী। তবে সংখ্যাটা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কারণ জেলা হাসপাতাল ছাড়াও অনেকেই বেসরকারি হাসপাতালে বা ডাক্তারের চেম্বারেও চিকিৎসা করিয়েছেন।
আরও পড়ুন, বিষ খাইয়ে 'খুন' ৩ কুকুরকে, ফের এক অমানবিক ঘটনার সাক্ষী কলকাতা
আসানসোলের বাসিন্দারা এই সাংঘাতিক ঘটনার সম্মুখীন হন বুধবার। রাত সাড়ে আটটা থেকে রাত দশটা পর্যন্ত এই ঘটনা ঘটে। এঁদের মধ্যে ৬ জন মহিলা আছেন বলে জানা গেছে। প্রত্যেককেই আসানসোল জেলা হাসপাতালে আনা হয়। স্থানীয়দের দাবি কুকুরটি অসুস্থ। রাতে আক্রান্ত বাসিন্দাদের প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দেওয়া হয়। আজ অ্যান্টিরেবিস ভ্যাকসিন বা এআরভি নেওয়ার জন্য আসানসোল জেলা হাসপাতালে এক এক করে আসতে থাকেন আক্রান্তরা।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)