Nawsad Siddique: জয়ী নির্দল প্রার্থীর সার্টিফিকেট আটকে রাখার অভিযোগ নৌশাদের বিরুদ্ধে
দেখতে চেয়ে জয়ের সার্টিফিকেট নিয়ে আর ফেরত দেননি নৌশাদ, অভিযোগ সাদেকুলের। অভিযোগ উড়িয়ে দিয়েছেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক।

ভাঙড়: ভাঙড়ের আইএসএফ (ISF) বিধায়ক নৌশাদ সিদ্দিকির (Nawsad Siddique) বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ । জয়ী নির্দল প্রার্থীর সার্টিফিকেট আটকে রাখার অভিযোগ নৌশাদের বিরুদ্ধে। কাশীপুর থানায় ভাঙড়ের বিধায়কের বিরুদ্ধে অভিযোগ দায়ের। আইএসএফের সমর্থন নিয়ে পঞ্চায়েত ভোটে জয়ী হন নির্দল প্রার্থী সাদেকুল মোল্লা। দেখতে চেয়ে জয়ের সার্টিফিকেট নিয়ে আর ফেরত দেননি নৌশাদ, অভিযোগ সাদেকুলের। অভিযোগ উড়িয়ে দিয়েছেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক।
সম্প্রতি ভাঙড়ের আইএসএফ বিধায়কের সঙ্গে নকশাল যোগের অভিযোগ তোলেন সওকত মোল্লা। অন্যদিকে, ভোটপর্বে নৌশাদের ভাঙড় যাওয়া নিয়ে নিউটাউনের হাতিশালায় চূড়ান্ত নাটকীয়তাও প্রকাশ্যে এসেছিল কিছুদিন আগেই। ভাঙড় যাওয়ার পথে, মাঝপথে নৌশাদকে আটকায় পুলিশ। দিনভর গাড়িতে বসে সন্ধেয় ফুরফুরায় ফেরেন ভাঙড়ের বিধায়ক। রাজভবনে মেল করে অভিযোগ জানাবেন বলেও জানান নৌশাদ।
নন্দীগ্রামকাণ্ডের সময় তৃণমূলের বিরুদ্ধে মাওবাদীদের সঙ্গে যোগসাজোশের যে অভিযোগ তোলা হত, এর পর ভাঙড়ের উত্তপ্ত পরিস্থিতির মধ্য়েই, আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকির বিরুদ্ধে সেই অভিযোগ তোলেন খোদ তৃণমূলই। ভোটের মনোনয়ন পর্ব থেকে ভোট গণনা। গুলি বোমাবাজির জেরে বারবার উত্তপ্ত হয়েছে ভাঙড়! সওকত মোল্লা, আরাবুল ইসলামের মতো হেভিওয়েটদের নেতৃত্বাধীন তৃণমূলকে জোর টক্কর দেওয়ার চেষ্টা করেছে নৌশাদ সিদ্দিকির আইএসএফ! এখনও অবধি পঞ্চায়েত ভোট ঘিরে ভাঙড়ে ৬ জনের প্রাণ গেছে। তার মধ্য়ে আইএসএফ-এর ৩ জন। তৃণমূলের ২জন এবং একজন নিরীহ বাসিন্দা। আর এই পরিস্থিতিতেই তৃণমূলের তীব্র আক্রমণের মুখে পড়েন আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকি।
তবে ভোটপর্বজুড়ে নওসাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠলেও পঞ্চায়েত ভোট মিটতেই সৌজন্যের বার্তাও দেয় তৃণমূল। ১৩ অগাস্ট ভাঙড়ে তৃণমূলের বিজয়োৎসব। অনুষ্ঠানে আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকিকে আমন্ত্রণ জানান খোদ সওকত মোল্লাই। তৃণমূল বিধায়কের মন্তব্য, নৌশাদ ছোট ভাই। উনি আসতে চাইলে সঙ্গে করে নিয়ে আসব। ভাঙড়ের শান্তি ফেরানোর জন্য এটা প্রয়োজন। ভাঙড়ের আইএসএফ বিধায়ককে চিঠি দিয়ে তৃণমূলের বিজয়োৎসবে আমন্ত্রণ জানানো হবে বলেও সওকত জানান।
আরও পড়ুন: Howrah News : কলকাতা ঘুরতে এসে মর্মান্তিক পরিণতি, হাওড়ার চাঁদমারি ঘাটে গঙ্গায় তলিয়ে গেল দুই যুবক






















