NBSTC Bus Services : নতুন বছরে সুখবর, কোচবিহার-শিলিগুড়ি থেকে ফের চালু হচ্ছে একাধিক বাস
Bus Services in North Bengal : NBSTC-র তরফে জানানো হয়েছে, দীর্ঘদিন বন্ধ থাকার পর জানুয়ারি থেকে ফের বাস চলবে কোচবিহার থেকে অসমের গুয়াহাটি, ধুবড়ি ও বঙ্গাইগাঁও রুটে।
শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার : নতুন বছরে (New Year) পরিষেবা (Bus Services) আরও বাড়াতে চলেছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা (NBSTC)। কর্তৃপক্ষ জানিয়েছে, ফের চালু করা হবে ভিন রাজ্যের পুরনো রুটগুলি। পরিকল্পনা করা হচ্ছে শিলিগুড়ি (Siliguri)-কাঠমান্ডু (Kathmandu) বাস পরিষেবার।
গত সপ্তাহেই আলিপুরদুয়ার (Alipurduar) থেকে অসমের (Assam) ধুবড়ি পর্যন্ত ফের বাস পরিষেবা চালু করেছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা বা NBSTC। নতুন বছরের শুরুতে জনসাধারণের জন্য পরিষেবার পরিধি আরও বাড়াতে চলেছে কর্তৃপক্ষ। NBSTC-র তরফে জানানো হয়েছে, দীর্ঘদিন বন্ধ থাকার পর জানুয়ারি থেকে ফের বাস চলবে কোচবিহার থেকে অসমের গুয়াহাটি, ধুবড়ি ও বঙ্গাইগাঁও রুটে।
এছাড়া উত্তরবঙ্গের একাধিক জায়গা থেকে বিহারের পূর্ণিয়া-সহ বিভিন্ন রুটে চলবে বাস। পুরনো রুটে আবার গড়াবে বাসের চাকা। নতুন বছর শুরুর মুখে একথা শুনেই উচ্ছ্বসিত এলাকাবাসী। তবে শুধু ভিন রাজ্যেই নয়। বাস চালানোর পরিকল্পনা রয়েছে ভিন দেশেও। NBSTC কর্তৃপক্ষ জানিয়েছে, শিলিগুড়ি-কাঠমান্ডু রুটে বাস চালানোর পরিকল্পনা করা হচ্ছে।
এদিকে, করোনা পরিস্থিতিতে দীর্ঘ ২০ মাস বন্ধ থাকার পর চালু হল ভারত নেপাল বাস পরিষেবা। আপাতত সপ্তাহে তিনদিন চলবে বাস । পরে যাত্রী চাহিদা অনুযায়ী বাড়বে সার্ভিস। প্রতিদিন দুপুর তিনটার সময় শিলিগুড়ির জংশন বাস স্ট্যান্ড থেকে বাস ছেড়ে নেপালের উদ্দেশ্য রওনা দেবে। তবে যাত্রীদের অবশ্যই করোনার টিকার দুটি ডজের সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক। আপাতত শিলিগুড়ি থেকে সপ্তাহে তিনদিন এই বাস কাঠমান্ডু যাবে। মঙ্গলবার বৃহস্পতিবার ও শনিবার বাস শিলিগুড়ি থেকে কাঠমান্ডু ছাড়বে। অপরদিকে সোম, বুধ ও শুক্রবার কাঠমাণ্ডু থেকে বাস শিলিগুড়ির উদ্দেশে রওনা দেবে। যাত্রীদের খরচ পড়বে মাথা পিছু ১৫০০ টাকা।
করোনার পরিস্থিতিতে উত্তরবঙ্গের অর্থনীতির অন্যতম স্তম্ভ পর্যটন শিল্প। কার্যত মুখ থুবড়ে পড়েছিল। তার ওপর বন্ধ হয়ে যায় ভারত নেপাল বাস পরিষেবা। যার জেরে নেপালের পর্যটকদের একটা অংশ উত্তরবঙ্গে পর্যটকের সংখ্যা কমে গিয়েছিল। সারা দেশ যখন স্বাভাবিক ছন্দে ফিরছে ঠিক সেই সময় প্রতিবেশী দেশ নেপাল আবার চালু করল ভারত নেপাল বাস পরিষেবা। প্রায় ২০ মাস পর সোমবার নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে ভারতের শিলিগুড়িতে এসে পৌঁছল বাস।
আরও পড়ুন- জ্বালানির তীব্র 'জ্বালা', মবিলের সঙ্গে কেরোসিন মিশিয়ে চলছে বাস !