News Live : এনুমারেশন ফর্ম পূরণের শেষ দিনে ৬টি রাজ্যে সময়সীমা বৃদ্ধি কমিশনের, তালিকায় কারা ?
News Live Updates : দেখুন আজ রাজ্য-সহ সারাদেশের প্রতিমুহূর্তের আপডেটস
LIVE

Background
কলকাতা: কৃষ্ণনগরে সভা থেকে অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের।শাহজাহান মামলার সাক্ষীর গাড়িতে ট্রাকের ধাক্কা।ন্যাজাটকাণ্ডে এক দিন পরও রহস্য ঘনীভূত। দুর্ঘটনা না পরিকল্পিত হামলা? তদন্তে পুলিশ। SIR-এর মধ্যেই রাজ্য়ে ভোটের প্রস্তুতি কমিশনের। ২৫টি নোডাল এজেন্সিগুলির সঙ্গে বৈঠক CEO দফতরের। SIR আবহে পালাচ্ছে অনুপ্রবেশকারীরা। আজই এনুমারেশন ফর্ম জমার শেষ দিন। তুঙ্গে খসড়া তালিকার তৎপরতা।রাজ্যে শীতের দাপট অব্য়াহত। সামান্য নামল পারদ।আজ সারদা মায়ের ১৭৩ তম জন্মতিথি।
SIR: এনুমারেশন ফর্ম পূরণের শেষ দিনে ৬টি রাজ্যে সময়সীমা বৃদ্ধি কমিশনের
এনুমারেশন ফর্ম পূরণের শেষ দিনে ৬টি রাজ্যে সময়সীমা বৃদ্ধি কমিশনের। পশ্চিমবঙ্গ বাদে ৬টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে সময়সীমা বৃদ্ধি কমিশনের। তামিলনাড়ু, গুজরাত, মধ্যপ্রদেশ, ছত্তীসগঢ়, আন্দামান-নিকোবর ও উত্তরপ্রদেশে SIR-এর সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। জাতীয় নির্বাচন কমিশন সূত্রে খবর ১৪ ডিসেম্বর পর্যন্ত এনুমারেশন ফর্ম পূরণ, ১৯ ডিসেম্বর খসড়া তালিকা। সিইও-দের অনুরোধ মেনে পরিবর্তন করা হয়েছে।
Murshidabad Babri Masjid: মুর্শিদাবাদে হুমায়ুনের বাবরি মসজিদের জন্য জমা পড়ছে অনুদান
মুর্শিদাবাদে হুমায়ুনের বাবরি মসজিদের জন্য জমা পড়ছে অনুদান। ফের বাবরি মসজিদের জন্য জমা পড়া টাকা গোনার কাজ শুরু। ৭ তারিখের পর পর জমা পড়া টাকা গোনা হচ্ছে। এখনও পর্যন্ত প্রায় ৪ কোটি টাকা অনুদান জমা পড়েছে






















