News Live : 'তৃণমূলের ঝান্ডা হাতে বুথ লেভেল অফিসার, বিধায়কের সঙ্গে রাজনৈতিক মিছিলে হাঁটছেন BLO' ! জোর বিতর্ক হাওড়ায়
News Live Updates : দেখুন আজ রাজ্য-সহ সারাদেশের প্রতিমুহূর্তের আপডেটস
LIVE

Background
কলকাতা: দেশের সামনে বড় বিপদ অনুপ্রবেশকারীরা। ভারতের জনবিন্যাস পাল্টে যাচ্ছে। বেদখল হচ্ছে দেশবাসীর সম্পদ। প্রত্যেক অনুপ্রবেশকারীকে দেশছাড়া করব, হুঙ্কার প্রধানমন্ত্রীর। সর্দার প্যাটেলের দেড়শতম জন্মজয়ন্তীতে কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ অমিত শাহের। ২০০২-এর আপলোড করা লিস্ট নিয়ে প্রশ্ন তৃণমূলের, ‘সার্ভার সমস্যা’, বলছে কমিশন। এবার BLO-দের বেঁধে রাখার হুমকি শাসক নেতার, কঠোর ব্যবস্থার দাবি বিজেপির। SIR আতঙ্কে পরপর আত্মহত্যার অভিযোগ। রাজনৈতিকভাবে তৈরি বিপর্যয়, দায় নেবেন অমিত শাহ?, আক্রমণে মুখ্যমন্ত্রী। পাহাড়ে মোন্থার প্রভাব। পাহাড়ে ভারী বৃষ্টি, ধসের আশঙ্কা।
WB News: SIR ঘোষণা হতেই উত্তর ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকায় কাজ ছাড়ছেন পরিচারিকারা বলে অভিযোগ
SIR ঘোষণা হতেই উত্তর ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকায় কাজ ছাড়ছেন পরিচারিকারা বলে অভিযোগ। গৃহকর্ত্রীদের অনেকেই বলছেন, কাজ ছেড়ে বাংলাদেশে চলে গেছেন তাঁদের গৃহ সহায়িকারা। আর এতেই প্রশ্ন উঠছে, SIR ঘোষণা হতেই হঠাৎ করে কেন উধাও হয়ে যাচ্ছেন তাঁরা? পিছনে কি তাহলে অন্য কোনও কারণ?
SIR : ভবানীপুর থেকে গ্রেফতার ৩ আফগান নাগরিক
ভোটার তালিকায় বিশেষ সংশোধন ঘিরে যখন তোলপাড় এই আবহেই ভবানীপুর থেকে ৩ আফগান নাগরিককে গ্রেফতার করল ভবানীপুর থানার পুলিশ। ধৃতদের বিরুদ্ধে, পাসপোর্টের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর ভুয়ো পরিচয় দিয়ে ভোটার কার্ড, আধার কার্ড ও প্য়ান কার্ড তৈরি করে ভবানীপুুরে বসবাস করছিলেন তাঁরা। সিকিউরিটি কন্ট্রোল থেকে অভিযোগ পেয়ে বৃহস্পতিবার তিনজনকে গ্রেফতার করে ভবানীপুর থানার পুলিশ। ধৃতদের বিরুদ্ধে ইমিগ্রেশন অ্য়ান্ড ফরেনার্স আইনে মামলা রুজু করেছে ভবানীপুর থানার পুলিশ।






















