News Live : SIR-এর পর প্রথম টেস্টে লেটার মার্কস NDA-র, বিহারের ফল ঘোষণার দিনই, বাংলার বিধানসভা ভোটের প্রস্তুতি নির্বাচন কমিশনের
News Live Updates : দেখুন আজ রাজ্য-সহ সারাদেশের প্রতিমুহূর্তের আপডেটস
LIVE

Background
কলকাতা: বিহারে নীতীশ সাইক্লোনে উড়ে গেল RJD-কংগ্রেস-বামেদের মহাজোট। তেজস্বী নামলেন তিন নম্বরে। চেনা উঠোন রাঘোপুরে পিছিয়ে লালুপুত্র।বিপুল জয়ের পর সন্ধেয় দিল্লিতে বিজেপির সদর দফতরে যাচ্ছেন প্রধানমন্ত্রী। পাটনায় JDU, বিজেপি শিবিরে উচ্ছ্বাস। ঢোলবাদ্য, লাড্ডু বিলি। বিহারের সমীকরণের সঙ্গে বাংলার কোনও সম্পর্ক নেই। ২৫০ আসনে জিতবেন মমতা বন্দ্যোপাধ্যায়, আত্মবিশ্বাসী কুণাল। ভেঙে গুঁড়িয়ে দেওয়া হল দিল্লি বিস্ফোরণকাণ্ডের মাস্টারমাইন্ড উমরের বাড়ি। পুলওয়ামার গ্রামে উমর উন নবির বাড়ি ভেঙে দিল নিরাপত্তাবাহিনী। এবার বাংলার পালা, হুঙ্কার গিরিরাজ সিংয়ের। এখানে অন্য সমীকরণ, বাংলার মানুষের শত্রু বিজেপি, পাল্টা কুণাল। রাজ্যে কী প্রভাব বিহারের ফলের?
Maithili Thakur : বিহারের সর্বকনিষ্ঠ বিধায়ক হতে চলেছেন বছর ২৫-র জনপ্রিয় মৈথিলী !
মৈথিলী ঠাকুর। গোটা দেশ তাঁকে সঙ্গীত শিল্পী হিসেবেই চেনে। গত কয়েক বছর ধরে, সোশ্যাল মিডিয়ায় যিনি লক্ষ লক্ষ মানুষের হৃদয় জয় করেছেন । কীভাবে এত ছোট বয়সে এমন সুন্দর গান করেন ! গত জুন মাসে সবে ২৫-এ পা দিয়েছেন। এরপরেই জীবনে মোড়। আর কিছু মাস আগেই যোগ দিয়েছিলেন বিজেপিতে। বিহারের দ্বারভাঙা জেলার আলিগড় বিধানসভা কেন্দ্র থেকে এবার ভোটে দাঁড়িয়েছিলেন তিনি। তারপরেই বাকিটা ইতিহাস। বিজেপির আসনে আরজেডির হেভিওয়েট বিনোদ মিশ্রকে পরাজিত করে, বিপুল ভোটে জয় এনেছেন মৈথিলী ঠাকুর। প্রায় ১২ হাজার ভোটের ব্যবধানে জয় এনেছেন তিনি। বিহারের রাজনৈতিক ইতিহাসে তিনিই বোধহয় সর্বকনিষ্ঠ বিধায়ক হতে চলেছেন !
Bihar Election Result 2025 : NDA-র বিপুল জয়ের পর এবার হুঙ্কার মোদির
বছর পেরোলেই পশ্চিমবঙ্গে ছাব্বিশের বিধানসভা ভোট (West Bengal Assembly Election 2026)। এই মুহূর্তে পশ্চিমবঙ্গে চলছে SIR প্রক্রিয়া। ঠিক এমনই এক আবহে আজই বিহার ভোটের ফলপ্রকাশ হয়েছে। যেখানে নীতীশ ঝড়ে উড়ে গিয়েছে আরজেডি-কংগ্রেস-বামেদের মহাজোট। আর বিহারে NDA-র বিপুল জয়ের পর এবার হুঙ্কার দিলেন প্রধানমন্ত্রী মোদি।এদিন প্রধানমন্ত্রী মোদি বলেন, পশ্চিমবঙ্গে বিজেপির জয়ের রাস্তা তৈরি করে দিয়েছে বিহার। আমি বাংলার ভাই-বোনকেও আশ্বস্ত করছি, এবার পশ্চিমবঙ্গ থেকেও জঙ্গলরাজ উৎখাত করব।'






















