News Live : বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ, বেড়েই চলেছে মৃতের সংখ্যা ! নিখোঁজ বহু, ফুঁসছে তিস্তা-বালাসন-সহ একাধিক নদী
News Live Updates: দেখুন আজ রাজ্য-সহ সারাদেশের প্রতিমুহূর্তের আপডেটস
LIVE

Background
কলকাতা: পাহাড় সমতলে ভারী বৃষ্টি। বিপর্যস্ত উত্তরবঙ্গ। বহু রাস্তায় ধস। বাড়ছে মৃত্যু। বিপদসীমার উপরে তিস্তা। জলমগ্ন বহু এলাকা। ব্যাহত যোগাযোগ। বাতিল একাধিক ট্রেন। উত্তরবঙ্গে ভারী বৃষ্টি। দুর্যোগে একাধিক জনের মৃত্যু, খবর NDRF সূত্রে। নিখোঁজ বেশ কয়েকজন। বাড়তে পারে মৃতের সংখ্যা, আশঙ্কা প্রশাসনের। উত্তরবঙ্গে বিপর্যয়। উদ্বিগ্ন প্রধানমন্ত্রী। মৃতদের প্রতি শোকবার্তা। পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। বার্তা নরেন্দ্র মোদির। সোশালে বার্তা রাষ্ট্রপতিরও। পুজো কার্নিভালের দিনই পথে বিজেপির সংগঠন খোলা হাওয়া। প্রতিবাদ মিছিল থেকে কটাক্ষ শুভেন্দু অধিকারীর। পাঁচ দুষ্কৃতী মিলে খুন বরানগরের স্বর্ণ ব্যবসায়ীকে।
Dengue Death: ফের ডেঙ্গি আক্রান্তের মৃত্যু, মৃত সল্টলেকের পূর্বাচলের বাসিন্দা
ফের ডেঙ্গি আক্রান্তের মৃত্যু, মৃত সল্টলেকের পূর্বাচলের বাসিন্দা। মৃতের নাম রূপসী জানা, বয়স ১৫ বছর। ব্রড স্ট্রিটে মেডিভিউ নার্সিংহোমে মৃত্যু। ডেথ সার্টিফিকেটে ডেঙ্গি NS1 পজিটিভের উল্লেখ। শরীরে রক্তক্ষরণের জেরে মৃত্যু, তিনদিন ধরে ভর্তি ছিলেন হাসপাতালে
WB News: প্রকৃতির রুদ্র রূপে ক্ষতিগ্রস্ত মিরিক
প্রকৃতির রুদ্র রূপে ক্ষতিগ্রস্ত মিরিক। ভেঙে গিয়েছে বালাসন নদীর ওপর দুধিয়া সেতুর একটি পিলার। ব্রিজের পাশাপাশি ক্ষতিগ্রস্ত নদী পাড়ের একাধিক দোকান।





















