Newtown Accident: ঘাতক গাড়ির মালিক কে? এখনও ধোঁয়াশা নিউটাউনের 'হিট অ্যান্ড রান'-এ
Road Accident: গাড়ির চালককে গ্রেফতার করার দাবিতে দফায় দফায় রাস্তায় নেমে বিক্ষোভ দেখানো হয়েছে।
আবির দত্ত, নিউটাউন: বেপরোয়া গাড়ির ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হয়েছে আলিয়া বিশ্ববিদ্যালয়ের (Aliah University) ছাত্রের। তারপর থেকেই উত্তপ্ত ওই চত্বর। ঘাতক গাড়ি এবং গাড়ির চালককে গ্রেফতার করার দাবিতে দফায় দফায় রাস্তায় নেমে বিক্ষোভ দেখানো হয়েছে। আন্দোলনরত পড়ুয়াদের সামনাতে কার্যত হিমসিম খেতে হয় পুলিশকে।
প্রভাবশালী যোগ?
পড়ুয়াদের দাবি, প্রভাবশালীকে আড়াল করা হচ্ছে পুলিশের (Police) তরফে। বিধাননগর কমিশনারেটের দাবি, সিসিটিভি ফুটেজ দেখে ঘাতক গাড়ি চিহ্নিত করা হয়েছে। কসবার একটি শোরুম থেকে ঘাতক গাড়ির হদিশ, একজনকে আটক করা হয়েছে। এখানেই প্রশ্ন তুলেছেন আন্দোলনরত পড়ুয়ারা। ঘাতক গাড়ি আটক করা হলেও কেন প্রকাশ্যে আনা হচ্ছে না গাড়ির মালিকের নাম? যে দুজনের নাম পাওয়া গিয়েছে, তাদের গ্রেফতার করতে কত সময় লাগবে তা জানতে চায় পড়ুয়ারা। ২৪ ঘণ্টা সময় দেওয়া হয়েছে, জানানোর পরেই পুলিশের আশ্বাসে সকাল থেকে চলা আন্দোলন প্রত্যাহার করেন পড়ুয়ারা।
গ্রেফতার না হওয়ায় এদিন ফের পথে নেমেছিলেন পড়ুয়ারা। ক্যাম্পাসের সামনে থেকে নিউটাউনের (Newtown) নারকেলবাগান পর্যন্ত মিছিল করেন পড়ুয়ারা। মিছিল আটকালে পুলিশের সঙ্গে বচসা শুরু হয়ে যায় বিক্ষোভকারীদের। পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ এনেছেন পড়ুয়ারা। যদিও পুলিশের দাবি, তাঁরা চেষ্টার কসুর করছেন না। গতকাল বিশ্ববিদ্যালয়ের সামনেই বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু হয় স্নাতকের ছাত্র শাকিল আহমেদের। মুর্শিদাবাদের ইসলামপুরের বাসিন্দা ওই ছাত্রের পরীক্ষা শেষ হওয়ায়, গতকাল বাড়ি যাচ্ছিলেন।
মৃত পড়ুয়া সাকির আহমেদ, মুর্শিদাবাদের (Murshidabad) ইসলামপুরের বাসিন্দা। তিনি আলিয়া বিশ্ববিদ্যালয়ের ভূগোলের ছাত্র। পুলিশ জানতে পেরেছে, পরীক্ষা শেষ হয়ে যাওয়ায় এদিন বাড়ি যাচ্ছিলেন। তখনই একটি বেপরোয়া গাড়ি তাঁকে ধাক্কা মেরে পালায়। রক্তাক্ত অবস্থায় সার্ভিস রোডে ছিটকে পড়েন ওই ছাত্র। আশঙ্কাজনক অবস্থায় বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। ঘটনার পরই উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন মৃতের সহপাঠীরা। এদিকে বর্ষবরণের রাতে সায়েন্স সিটির কাছে নাকা তল্লাশি চলাকালীন ট্রাফিক কনস্টেবলকে সজোরে ধাক্কা বেপরোয়া গাড়ির। পাঁজরে গুরুতর আঘাত লেগেছে তিলজলা ট্রাফিক গার্ডের কনস্টেবল তপন চক্রবর্তীর। তাঁকে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়।
আরও পড়ুন: 'আসানসোলকাণ্ডে গ্রেফতার হয়, এক্ষেত্রে ছাড়', ছাত্র মৃত্যুর ঘটনায় কেন বললেন শুভেন্দু ?