Car Accident: ইকোপার্কের সামনে ভয়াবহ দুর্ঘটনা, ক্যান্সার আক্রান্ত রোগীসহ গুরুতর জখম ৫
Newtown Car Accident: পুলিশ সূত্রে খবর, রোগী-সমেত গাড়িটি সিগনালে দাঁড়িয়ে পড়ে। আচমকা ব্রেক কষায়, পিছনের গাড়ি সেটিকে ধাক্কা মারে।
কলকাতা: ক্যান্সার (Cancer Patient) আক্রান্তকে নিয়ে হাসপাতালে যাওয়ার সময় নিউটাউনে (Newtown) ইকো পার্কের (Eco Park) সামনে দুর্ঘটনা। সিগনালে দাঁড়ানো গাড়িকে ধাক্কা অন্য গাড়ির। রোগী-সহ আহত হন ৫ জন। সকাল সাড়ে ৮টা নাগাদ দুর্ঘটনা ঘটে। পুলিশ (Police) সূত্রে খবর, রোগী-সমেত গাড়িটি সিগনালে দাঁড়িয়ে পড়ে। আচমকা ব্রেক কষায়, পিছনের গাড়ি সেটিকে ধাক্কা মারে। দুই গাড়ির চালককে আটক করেছে ইকো পার্ক থানার পুলিশ।
গতকাল বান্ধবীর সঙ্গে দেখা করতে যাওয়ার পথে দুর্ঘটনায় মহেশতলায় যুবকের মৃত্যু হয়। মোটর সাইকেল দুর্ঘটনাকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড বাঁধে মহেশতলায় (Maheshtala)। মৃতের চিকিৎসায় গাফিলতির অভিযোগ তোলে পরিবার। সেই নিয়ে ইএসআই হাসপাতালে (ESI Hospital) চরম অশান্তি শুরু হয়। হাসপাতালে মৃতের পরিবারের লোকজন ভাঙচুর চালান বলে অভিযোগ।
শুক্রবার বজবজ (North 24 Parganas News) ইএসআই হাসপাতালে ধুন্ধুমার বাধে। পুলিশ সূত্রে খবর, এ দিন দুপুরে বান্ধবীর সঙ্গে দেখা করতে বেরিয়েছিলেন সোমনাথ সাউ নামের ৩২ বছর বয়সি এক যুবক। বজবজ থেকে বাটানগর যাচ্ছিলেন তিনি। সেই সময় দুপুর সাড়ে তিনটে নাগাদ দুর্ঘটনায় পড়েন তিনি (Motorbike Accident)।
স্থানীয় সূত্রে খবর, ইএসআই হাসপাতালের সামনে বজবজ ট্রাঙ্ক রোডে পর পর দু’টি স্পিড ব্রেকার রয়েছে। বাইকের গতি বেশি থাকায়, নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়ে মৃতের মোটর সাইকেলটি। সজোরে ডিভাইডারে ধাক্কা মারে মোটর সাইকেলটি। তার তীব্রতায় ওই যুবক ছিটকে পড়েন রাস্তায়।
এর আগে দক্ষিণ ২৪ পরগণাতেও এমনই এক দুর্ঘটনা ঘটে। মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Examination) দিতে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে পরীক্ষার্থী। যদিও ওই ছাত্রীকে অবশেষে হাসপাতাল থেকেই পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়। সহায়তায় এগিয়ে আসেন উস্তি থানার পুলিশ, স্কুল কর্তৃপক্ষ ও পর্ষদ কর্তৃপক্ষ।
ঠিক কী ঘটে এ দিন? স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার মামার বাইকে করে পরীক্ষা দিতে যাচ্ছিল এক মাধ্যমিক পরীক্ষার্থী। পরীক্ষা কেন্দ্রে যাওয়ার আগে উস্তি থানার কেঁশলী এলাকায় একটি গাড়িকে পাশ কাটাতে গিয়ে বাইকটি ধাক্কা মারে একটি গাছে। দুর্ঘটনায় বেশ আহত হয় ওই ছাত্রী। গুরুতর জখম অবস্থায় পরীক্ষার্থীকে স্থানীয়রা বানেশ্বরপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। এরপর ছাত্রীর অবস্থার অবনতি ঘটতে থাকে। চিকিৎসকরা তখন তাকে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করেন।