Kestopur Incident:কেষ্টপুরে মা-মেয়ের মৃত্যুতে ৫ জন গ্রেফতার, তদন্তে চাঞ্চল্যকর তথ্য পেল বাগুইআটি থানা
Mother Daughter Mysterious Death:কেষ্টপুরে মা-মেয়ের মৃত্যুর ঘটনায় ৫ জনকে গ্রেফতার করল বাগুইআটি থানার পুলিশ। সূত্রের খবর, তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য।

ব্রতদীপ ভট্টাচার্য ও রণজিৎ সাউ, কেষ্টপুর: কেষ্টপুরে (Kestopur Incident) মা-মেয়ের মৃত্যুর (Mother Daughter Mysterious Death) ঘটনায় ৫ জনকে গ্রেফতার করল বাগুইআটি থানার পুলিশ (Baguiati Police Station)। সূত্রের খবর, তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য।
কী জানা গেল?
প্রাথমিক ভাবে জানা গিয়েছে, ধৃতরা বিধাননগর পুরসভায় মিউটেশন, লাইসেন্স, বিল্ডিং প্ল্যান পাস-সহ বিভিন্ন কাজের জন্য এজেন্ট হিসেবে কাজ করত। এই ভাবেই মিউটেশন করানোর নাম করে গোপা রায়ের কাছ থেকে ৩৫ লক্ষ টাকা নিয়েছিল তারা। কাজ না হওয়ায় সম্প্রতি টাকা ফেরত চান গোপা। এরপরই তাঁর কেষ্টপুরের ফ্ল্যাটে চড়াও হয়ে খুনের হুমকি দিতে শুরু করে ওই ৫ জন, এমনই অভিযোগ। চাপের মুখে পড়ে গত কাল বিষ খেয়ে আত্মহত্যা করেন গোপা ও তাঁর মেয়ে বছর ২৬-র সুদেষ্ণা। এরপরই অভিযুক্তদের বিরুদ্ধে বাগুইআটি থানায় অভিযোগ দায়ের করেন গোপার দাদা গৌতম দে। তার ভিত্তিতেই ৫ জনকে গ্রেফতার করে পুলিশ।
কী ঘটেছিল?
গত কাল অর্থাৎ সোমবার, কেষ্টপুর প্রফুল্ল কাননে মা-মেয়ের রহস্যমৃত্যুতে হইচই শুরু হয়ে যায়। সেখানকার 'ঐক্যতান অ্যাপার্টমেন্ট'-এর তিনতলায় ফ্ল্যাট থেকে উদ্ধার হয় দু’জনের মৃতদেহ। স্থানীয় সূত্রে খবর, মা ও মামার সঙ্গে থাকতেন বছর তিরিশের মেয়ে। গত কাল সকালে এক আত্মীয় ডাকতে এসে মা ও মেয়েকে মেঝেতে পড়ে থাকতে দেখেন। কীভাবে মৃত্যু, খতিয়ে দেখতে শুরু করে বাগুইআটি থানার পুলিশ। গত বেশ কয়েক মাস ধরে থাকছিলেন মা ও মেয়ে ওই আবাসনে থাকছিলেন। সোমবার ভোরে সেখানেই তাঁদের এক আত্মীয় গিয়ে দেখেন, দরজার ভেজানো রয়েছে। দরজা খুললেই দু'জনের দেহ নজরে পড়ে তাঁর, প্রাথমিক ভাবে জানতে পেরেছে পুলিশ। প্রথমে ধারণা করা হয়েছিল, দুজনে আত্মঘাতী হয়েছেন। তবে নেপথ্য়ে অন্য কোনও কারণ রয়েছে কিনা, খতিয়ে দেখতে শুরু করে পুলিশ। এর আগে, গত ফেব্রুয়ারিতে রিজেন্ট পার্কে একই পরিবারের ৩ জনের রহস্যমৃত্যু হয়েছিল। একই বাড়ি থেকে বাবা-মা-মেয়ের ঝুলন্ত দেহ উদ্ধার। বাড়ি থেকে মা-বাবা-মেয়ের পচাগলা মৃতদেহ উদ্ধার। কীভাবে ৩ জনের মৃত্যু হল তা তদন্ত করে দেখছে রিজেন্ট পার্ক থানা। পুলিশ জানতে পারে, বাবা ব্যবসায়ী, মেয়ে ছিলেন আইনের ছাত্রী। কী ভাবে মৃত্যু হয়েছিল ৩ জনের? তদন্ত করে রিজেন্ট পার্ক থানা। ব্যবসায় লোকসান, আর্থিক সঙ্কটের জেরে আত্মঘাতী, প্রাথমিক তদন্তে এটাই অনুমান ছিল পুলিশের। ঝুলন্ত দেহে পচনও ধরেছে বলে জানা যায়।
আরও পড়ুন:চুলের স্বাস্থ্যের জন্য ঠিক কতটা প্রয়োজন ক্যাস্টর অয়েল? কীভাবে চুলের খেয়াল রাখে এই তেল?
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
