Basirhat Drug Factory: বসিরহাটে মাদক তৈরির কারখানার হদিশ, উদ্ধার ভেজাল ওষুধের বোতল ও মাদক তৈরির কেমিক্যাল
অন্তর্দেশীয় মাদক কারবারের পর্দাফাঁস করল পুলিশ ও BSF। উদ্ধার প্রচুর, ভেজাল কাশির ওষুধের বোতল ও তরল মাদক তৈরির কেমিক্যাল। গ্রেফতার ১।
সমীরণ পাল ও আব্দুল ওয়াহাব, উত্তর ২৪ পরগনা: বসিরহাটে (Basirhat) মাদক তৈরির কারখানার হদিশ (Drug Factory)। অন্তর্দেশীয় মাদক কারবারের পর্দাফাঁস করল পুলিশ ও BSF। উদ্ধার প্রচুর, ভেজাল কাশির ওষুধের বোতল ও তরল মাদক তৈরির কেমিক্যাল। গ্রেফতার ১।
থরে থরে সাজানো ভেজাল কাশির ওষুধের বোতল! ব্যারেলে ভর্তি তরল মাদক তৈরির কেমিক্যাল (Chemical)! মিলেছে প্রচুর নকল লেবেল ও প্যাকেটও। বসিরহাট থানার পুলিশ ও BSF’র যৌথ অভিযানে অন্তর্দেশীয় মাদক কারবারের পর্দাফাঁস হল।
রবিবার রাতে, ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী দন্ডীরহাট গ্রামে একটি কারখানায় হানা দেয় পুলিশ (Police)। সেখান থেকে উদ্ধার হয়, ৪০ লিটার নকল কাশির সিরাপ।
৫০০ ব্যারেল মাদক তৈরির তরল-সহ বিভিন্ন সরঞ্জাম। এই ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। সূত্রের খবর, জেরায় অভিযুক্ত দাবি করেছে, আসল কাশির ওষুধের সঙ্গে কেমিক্যাল মিশিয়ে তা বাংলাদেশে পাচার করা হত । কারখানাটি সিল করে দিয়েছে পুলিশ । এই চক্রে আর কারা জড়িত আছে, তা তদন্ত করে দেখছে পুলিস ও BSF ।
চলতি মাসের শুরুতেই পাচারের আগে দুর্গাপুরের (Durgapur) কোকওভেন থানার পুলিশের জালে ধরা পরে আন্তঃরাজ্য মাদক পাচারকারী । উদ্ধার হয় প্রায় কোটি টাকার মাদক । পুলিশ সূত্রে খবর, নদিয়ার বাসিন্দা মনিরুল শেখ উত্তরপ্রদেশ থেকে মাদক নিয়ে এসে দুর্গাপুর স্টেশন সংলগ্ন শিমুলতলায় ডেরা বাঁধে। গোপন সূত্রে খবর পেয়ে মাদক পাচারের আগেই সেখানে হানা দেয় কোকওভেন থানার পুলিশ । হাতেনাতে ধরে ফেলে আন্তঃরাজ্য মাদক পাচারকারীকে। বাজেয়াপ্ত করা হয়েছে ৫০০ গ্রাম হেরোইন, যার আন্তর্জাতিক বাজারমূল্য প্রায় কোটি টাকা। ধৃতকে হেফাজতে নিয়ে চক্রের মূল পাণ্ডার সন্ধান পাওয়ার চেষ্টা চালাচ্ছে পুলিশ।