Kestopur Incident:কেষ্টপুর প্রফুল্ল কাননে মা-মেয়ের রহস্যমৃত্যু, উদ্ধার দুই দেহ
Mother And Daughter Body Recovery:কেষ্টপুর প্রফুল্ল কাননে মা-মেয়ের রহস্যমৃত্যু। বহুতলের তিনতলায় ফ্ল্যাট থেকে উদ্ধার দু’জনের মৃতদেহ।
সত্যজিৎ বৈদ্য় ও রণজিৎ সাউ, উত্তর ২৪ পরগনা: কেষ্টপুর (Kestopur) প্রফুল্ল কাননে মা-মেয়ের রহস্যমৃত্যু (Mother Daughter Mysterious Death)। বহুতলের তিনতলায় ফ্ল্যাট থেকে উদ্ধার দু’জনের মৃতদেহ। স্থানীয় সূত্রে খবর, মা ও মামার সঙ্গে থাকতেন বছর তিরিশের মেয়ে। আজ সকালে প্রতিবেশীরা ডাকতে এসে মা ও মেয়েকে মেঝেতে পড়ে থাকতে দেখেন। কীভাবে মৃত্যু, খতিয়ে দেখছে বাগুইআটি থানার পুলিশ।
কী ঘটেছিল?
কেষ্টপুরের 'ঐক্যতান অ্যাপার্টমেন্ট'-এর তিনতলায় গত বেশ কয়েক মাস ধরে থাকছিলেন মা ও মেয়ে। এদিন ভোরে সেখানেই তাঁদের এক আত্মীয় গিয়ে দেখেন, দরজার ভেজানো রয়েছে। দরজা খুললেই দু'জনের দেহ নজরে পড়ে তাঁর, প্রাথমিক ভাবে জানতে পেরেছে পুলিশ। আপাতত অনুমান, দুজনে আত্মঘাতী হয়েছেন। তবে নেপথ্য়ে অন্য কোনও কারণ রয়েছে কিনা, খতিয়ে দেখছে পুলিশ। এর আগে, গত ফেব্রুয়ারিতে রিজেন্ট পার্কে একই পরিবারের ৩ জনের রহস্যমৃত্যু হয়েছিল। একই বাড়ি থেকে বাবা-মা-মেয়ের ঝুলন্ত দেহ উদ্ধার। বাড়ি থেকে মা-বাবা-মেয়ের পচাগলা মৃতদেহ উদ্ধার। কীভাবে ৩ জনের মৃত্যু হল তা তদন্ত করে দেখছে রিজেন্ট পার্ক থানা। পুলিশ জানতে পারে, বাবা ব্যবসায়ী, মেয়ে ছিলেন আইনের ছাত্রী। কী ভাবে মৃত্যু হয়েছিল ৩ জনের? তদন্ত করে রিজেন্ট পার্ক থানা। ব্যবসায় লোকসান, আর্থিক সঙ্কটের জেরে আত্মঘাতী, প্রাথমিক তদন্তে এটাই অনুমান ছিল পুলিশের। ঝুলন্ত দেহে পচনও ধরেছে বলে জানা যায়।
ফেব্রুয়ারি মাসেই অন্য় একটি অদ্ভূত ঘটনা শোনা গিয়েছিল। সে বার বেলেঘাটায় ৯০ বছরের বৃদ্ধা মায়ের মৃতদেহ আগলে থাকা অবস্থায় মেয়ের খোঁজ মেলে! বাড়ি থেকে দুর্গন্ধ পেয়ে ঘটনা প্রকাশ্যে আসে। বাবা ব্যবসায়ী, মেয়েও পঞ্চাশোর্ধ্ব। জানা গিয়েছে, মা মারা যাওয়ার পরও অন্ত্যেষ্টিক্রিয়া করেননি মেয়ে। বরং দেহ রেখে দিয়েছিলেন বাড়িতেই। ক্রমেই পচতে শুরু করে দেহ। দুর্গন্ধ ছড়িয়ে পড়ে বাইরেও। কটু গন্ধ পেয়ে স্থানীয় বাসিন্দারা প্রশ্ন করেন মেয়েকে। তখনই তিনি জানান , তাঁর মা মারা গিয়েছে। প্রতিবেশীদের দাবি, মা মারা যাওয়ার পরও নির্বিকার ছিলেন মেয়ে। জলও আনতে যায় পাড়ায়। সেখানেই পড়শিদের প্রশ্নে বেরিয়ে আসে মায়ের মৃত্যুর কথা। প্রতিবেশীদের দাবি, তখনই মেয়ে জানান, মায়ের মৃত্যু হয়েছে। বেলেঘাটা থানায় খবর দেন স্থানীয়রাই। বৃদ্ধার পচাগলা মৃতদেহ উদ্ধার করে পুলিশ। স্থানীয়দের দাবি, বৃদ্ধার মেয়ে মানসিকভাবে অসুস্থ। তাঁকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ । প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নেওয়া হতে পারে। বেশ কয়েকদিন আগে বৃদ্ধার মৃত্যু হয়েছে বলে মনে করছেন তদন্তকারীরা।
আরও পড়ুন:কোঁকড়ানো চুল ধুয়ে পরিষ্কার করার ক্ষেত্রে কী কী নিয়ম অতি অবশ্যই মেনে চলতে হবে?