North 24 Parganas:ব্যবসায়ীকে কুপিয়ে খুনের অভিযোগ, উত্তর ২৪ পরগনার ফুলবাড়িতে উদ্ধার দেহ
Businessman Stabbed To Death:ব্যবসায়ীকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল উত্তর ২৪ পরগনার গোপালনগর থানার ফুলবাড়ি এলাকায়। ফাঁকা মাঠ থেকে তপন বিশ্বাস নামে ওই ব্যক্তির দেহ উদ্ধার হওয়ায় তুমুল হইচই শুরু হয়।
সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: ব্যবসায়ীকে কুপিয়ে খুনের (Businessman Reportedly Stabbed To Death) অভিযোগ উঠল উত্তর ২৪ পরগনার (North 24 Parganas Death News) গোপালনগর থানার ফুলবাড়ি এলাকায়। ফাঁকা মাঠ থেকে তপন বিশ্বাস নামে ওই ব্যক্তির দেহ উদ্ধার হওয়ায় তুমুল হইচই শুরু হয়। পুলিশের প্রাথমিক অনুমান, ব্যবসায়িক শত্রুতার জেরেই তপনকে শেষ করা হয়েছে।
কী ঘটেছিল?
পুলিশ সূত্রে জানা যাচ্ছে, নিহত ব্যবসায়ীর বয়স ৪০ বছর। আদতে ফুলবাড়ি এলাকার বাসিন্দা তিনি। নহাটা বাজারে টাকা সুদে খাটাতেন। বৃহস্পতিবার রাতে, বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরের রাস্তার পাশের ফাঁকা মাঠ থেকে রক্তাক্ত অবস্থায় তপনের হদিশ মেলে। পরে তাঁকে বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা মৃত বলে ঘোষণা করেন। স্থানীয়রাই তাঁকে ওই অবস্থায় পড়ে থাকতে দেখেছিলেন বলে খবর। গোপালনগর থানায় খবর দেন তাঁরাই। পুলিশ ঘটনাস্থলে থেকে তপনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। কিন্তু তার আগেই যা হওয়ার হয়ে গিয়েছে। মৃত্যু হয়েছে ব্যবসায়ীর। পুলিশ সূত্রে খবর, নিহতের গলায় এবং মুখে আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশের ধারণা, কোনও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে তপনকে। কিন্তু শুধুই কি ব্যবসায়ী শত্রুতার জেরে খুন? নাকি এর নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে? জানতে তদন্ত শুরু করেছে গোপালনগর থানার পুলিশ। মাসদুয়েক আগে, নরেন্দ্রপুর থানা থেকে ৫০০ মিটার দূরে এক শ্যুটআউটের ঘটনায় এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছিল।
নরেন্দ্রপুরে খুন...
গত ১৪ অগাস্ট, রাত ১২ টা ১৫ মিনিট নাগাদ, কুমড়োখালি মোড়ের কাছে নরেন্দ্রপুর থানা থেকে মাত্র ৫০০ মিটার দূরে শ্যুটআউটের ঘটনা ঘটে। তাতে মারা যান শাহিদ মণ্ডল নামে ২৬ বছরের ওই যুবক। পুলিশি তদন্তে জানা যায়, শাহিদ বাবার ব্যবসা দেখাশোনা করতেন। পরিবার সূত্রে খবর, প্রতিদিনের মতো ঘটনার দিন রাতেও ব্যবসার টাকা সংগ্রহ করে স্কুটারে করে ফিরছিলেন যুবক। প্রত্যক্ষদর্শীদের দাবি, ফরতাবাদ এলাকায় একটি আবাসনের সামনে তাঁর স্কুটার আটকে গুলি করে ৩ দুষ্কৃতী। তাদের সবার মাথায় হেলমেট ছিল।পরিবারের দেওয়া সিসি ক্যামেরা ফুটেজে দেখা যায়, দু'জন ২ জন রাস্তায় দাঁড়িয়ে। কিছুক্ষণ পর বাইক ঘুরিয়ে ইএম বাইপাসের দিকে যায় তারা। এরপর ফিরেও আসে। শাহিদ মণ্ডল সেখানে পৌঁছনোর পরই গুলি চালায় তারা। এরপর পিয়ারলেস হাসপাতালে নিয়ে গেলে ওই যুবককে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
আরও পড়ুন:গভীর রাতে নিমতলা ঘাটের কাছে বিধ্বংসী আগুন, ভস্মীভূত কাঠের গোলা-সহ কয়েকটি বাড়ি