Dilip Ghosh : গণধর্ষণকাণ্ডে ২ বিএসএফ জওয়ানের গ্রেফতারি, 'কাশ্মীরে সেনার বিরুদ্ধে এমন ভুয়ো অভিযোগ ওঠে' মত দিলীপের
কর্তব্যরত দুই বিএসএফ জওয়ানের বিরুদ্ধে তরুণীকে পটল ক্ষেতে নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগ রয়েছে।
সমীরণ পাল, উত্তর ২৪ পরগণা : শুক্রবার বাংলাদেশে যেতে চাওয়া তরুণীকে গণধর্ষণের ( Gang Rape ) অভিযোগে দুই BSF জওয়ানকে গ্রেফতার করে বাগদা থানার পুলিশ। এই ঘটনায় এবার মুখ খুললেন দিলীপ ঘোষ ( Dilip Ghosh ) ।
বাগদায় গণধর্ষণ
বাগদায় ( Bagda ) গ্রেফতার করা হয়েছে বিএসএফ- এর ৬৮ নম্বর ব্যাটালিয়নের BSF-এর ASI এস পি চেরো এবং কনস্টেবল আলতাফ হোসেন। পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার রাতে বাগদা সীমান্তের জিতপুর দিয়ে বাংলাদেশে ( Bangladesh ) যাওয়ার চেষ্টা করছিলেন বসিরহাটের বাসিন্দা ২৩ বছরের তরুণী। অভিযোগ, সেইসময় কর্তব্যরত দুই বিএসএফ জওয়ান তাঁকে পটল ক্ষেতে নিয়ে গিয়ে গণধর্ষণ করে ।
কাশ্মীরে সেনার বিরুদ্ধে এমন ভুয়ো অভিযোগ ওঠে : দিলীপ ঘোষ
এই ঘটনায় নিন্দার ঝড় উঠেছে বিভিন্ন মহলে। এরই মধ্যে এই বিষয়ে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ মুখ খুললেন। বললেন, ' কাশ্মীরে ( Kashmir ) সেনার বিরুদ্ধে এমন ভুয়ো অভিযোগ ওঠে। ' সেই সঙ্গে তিনি বলেন, ' যদি তা সত্যি হয়ে থাকে, তবে ভয়ঙ্কর ঘটনা। '
শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় মিডলম্যান নিয়ে মুখ খুললেন দিলীপ
এছাড়াও SSC-র নবম-দশম শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় একাধিক মিডলম্যানের গ্রেফতারি সম্পর্কে মুখ খোলেন দিলীপ। এই নিয়ে দ্বিতীয় মিডলম্যানকে গ্রেফতার করেছে সিবিআই। ধৃতের নাম প্রসন্নকুমার রায়। এই প্রসঙ্গেও মুখ খুলেছেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি । তিনি বলেন, 'বাংলার জেলায় জেলায় এরকম মিডলম্যান আছে। এদের বিদেশেও সম্পত্তি থাকতে পারে। এরা টাকা সংগ্রহ করত, লিস্ট নিয়ে আসত।'
এর আগে ধরা পড়েছিলেন মিডলম্যান প্রদীপ সিংহ। তাঁকে জেরা করে খোঁজ মেলে প্রসন্নর। তাঁর বিরুদ্ধেও অযোগ্য প্রার্থীদের সঙ্গে নিয়োগ-কর্তাদের যোগাযোগ করিয়ে দেওয়ার বিনিময়ে টাকা নেওয়ার অভিযোগ রয়েছে। ধৃত প্রসন্নকে আজ আলিপুরে সিবিআইয়ের বিশেষ আদালতে তোলা হবে। প্রসন্নকে নিজেদের হেফাজতে নিয়ে প্রদীপের মুখোমুখি বসিয়ে জেরা করতে চায় সিবিআই, খবর সূত্রের।
আরও পড়ুন :
Molestation : তরুণীকে গণধর্ষণের অভিযোগে দুই BSF জওয়ানকে গ্রেফতার করল বাগদা থানার পুলিশ
গতকালই সিবিআই নিয়ে কিছুটা ভোল বদল হয়েছে দিলীপ ঘোষের। বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি জানান, এখন সিবিআই একমাত্র ভরসা। তাঁর বক্তব্য, ' এছাড়া উপায় কী আছে? ভরসা যখন টেকে না, তখনই প্রশ্ন ওঠে। তিনি জানান, কোর্টও CBI-এর ওপর ভরসা রেখেছে। এছাড়া তো দ্বিতীয় রাস্তা নেই। '
কেন তিনি সিবিআই-কে নিয়ে প্রশ্ন তুলেছিলেন, সেই প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ জানান, ' ভোট পরবর্তী হিংসা, বিজেপি কর্মীদের ওপর অত্যাচার, খুন, ধর্ষণের যে সব মামলা হয়েছিল, তার এখনও সমাধান হয়নি। সেই কারণে তিনি প্রশ্ন তুলেছিলেন। '