কামারহাটির কাছে তৃণমূলের পার্টি অফিসে বোমাবাজি, গুলিতে আহত হন ৬
কামারহাটির ৬ নম্বর ওয়ার্ডের বিদায়ী তৃণমূল কাউন্সিলরের অভিযোগ, দলের একটা অংশের মদতে হামলা হয়।
![কামারহাটির কাছে তৃণমূলের পার্টি অফিসে বোমাবাজি, গুলিতে আহত হন ৬ Kamarhati bombing at tmc party office, injured by gun shot 6 কামারহাটির কাছে তৃণমূলের পার্টি অফিসে বোমাবাজি, গুলিতে আহত হন ৬](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/08/27/2f17a28b9b5a8e3dc36888d50e47a225_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
সমীরণ পাল, কামারহাটি: দুয়ারে সরকারের ফর্ম ফিল আপ চলাকালীন কামারহাটি ফাঁড়ির কাছে তৃণমূলের পার্টি অফিসে বোমাবাজি। চলল গুলি। আহত হন ৬ জন। স্থানীয় সূত্রে খবর, গতকাল রাতে তৃণমূল কার্যালয়ে দুয়ারে সরকার প্রকল্পের ফর্ম ফিল আপের কাজ চলছিল। অভিযোগ, ৭-৮ জন দুষ্কৃতী পার্টি অফিস লক্ষ্য করে বোমা ছোড়ে। পালানোর সময় গুলি চালায়। কামারহাটির ৬ নম্বর ওয়ার্ডের বিদায়ী তৃণমূল কাউন্সিলরের অভিযোগ, দলের একটা অংশের মদতে হামলা হয়। এই নিয়ে তৃণমূল নেতৃত্বের প্রতিক্রিয়া এখনও মেলেনি। এই ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
গত ২০ অগাস্ট উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরে তৃণমূল নেতা ও পুর প্রশাসকমণ্ডলীর সদস্যের বাড়ি লক্ষ্য করে বোমাবাজির ঘটনা ঘটে। ক্যামেরাবন্দি হয় হামলার ছবি। এদিন রাত ১১টা নাগাদ ব্যারাকপুর পুরসভার ২৩ নম্বর ওয়ার্ডের বিদায়ী তৃণমূল কাউন্সিলর সুপ্রভাত ঘোষের বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়া হয়। তৃণমূল নেতার দাবি, স্কুটার আরোহী তিন দুষ্কৃতী বোমা ছুড়ে পালিয়ে যায়। সেই সময়ে বাড়িতেই ছিলেন ব্যারাকপুর পুরসভার প্রশাসকমণ্ডলীর সদস্য। ঘটনাস্থলে যায় টিটাগড় থানার পুলিশ। রাতেই সেখানে যান তৃণমূলের অন্য নেতারাও। বোমাবাজির নেপথ্যে রাজনীতি না কি ব্যক্তিগত শত্রুতা, তা এখনও স্পষ্ট নয়।
কিছুদিন আগে এলাকা দখল নিয়ে প্রধান ও উপ প্রধানের স্বামীর মধ্যে বিবাদকে কেন্দ্র করে তৃণমূলের গোষ্ঠীসংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে হুগলির গোঘাটের শ্যামবাজার এলাকা। গতকাল ওই এলাকায় বোমাবাজি হয়। ধারাল অস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা চালানোর অভিযোগ ওঠে। সংঘর্ষে আহত হন দু পক্ষের ১০-১২ জন। এদের মধ্যে ৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি সামাল দিতে নামাতে হয় র্যাফ।
আরও পড়ুন: আলিপুরদুয়ারের যুব তৃণমূলের সাধারণ সম্পাদককে খুনের হুমকি, শাসক দলের নিরাপত্তা নেই, কটাক্ষ বিজেপির
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)