Madhyamgram News:রহস্যজনকভাবে নিখোঁজ মধ্যমগ্রামের ব্যবসায়ী, স্ত্রীর মোবাইলে এল মেসেজ, 'জীবিত নাও থাকতে পারেন..'
Madhyamgram Businessman Missing Mystery: রহস্যজনকভাবে নিখোঁজ মধ্যমগ্রামের ব্যবসায়ী, স্ত্রীর মোবাইলে একটি মেসেজ আসে, সেখানে লেখা..
উত্তর ২৪ পরগনা: আচমকা নিখোঁজ মধ্যমগ্রামের ব্যবসায়ী। তাঁর স্ত্রীর দাবি, বৃহস্পতিবার বিকেলে ব্যবসায়ীর মোবাইল নম্বর থেকে তাঁর কাছে একটি মেসেজ আসে। তাতে লেখা হয়েছে তপন দাস ও রাজদীপ নামে দুই ব্যক্তি ওই ব্যবসায়ীর থেকে ৭০ লক্ষ টাকা চেয়ে চাপ দিচ্ছেন। তাই তিনি আর বাড়ি ফিরবেন না। জীবিত নাও থাকতে পারেন। এরপরই কম্পিউটার ব্যবসায়ী কৌস্তভ মিত্রর মোবাইল ফোন সুইচড অফ হয়ে যায় বলে দাবি করেছে পরিবার।
মধ্যমগ্রামের কম্পিউটার কম্পিউটার ব্যবসায়ীগতকাল তার বউবাজারের অফিস থেকে রহস্যজনকভাবে নিখোঁজ।বিকেলে স্ত্রীর মোবাইলে একটি মেসেজ আসে। তাতে দুই ব্যক্তির নাম করে তার কাছ থেকে ৬০ লক্ষ টাকা তোলা যাওয়া হয়েছে বলে তিনি জানান। তাই আর তিনি বাড়ি ফিরবেন না।তারপরেই তার মোবাইল ফোন বন্ধ হয়ে যায়। রাতে কলকাতার মুচিপাড়া থানায় অভিযোগ দায়ের। দুশ্চিন্তায়তার গোটা পরিবার।
সম্প্রতি নিউ মার্কেট থেকে ব্যবসায়ী যুবককে অপহরণ করার অভিযোগ ওঠে। প্রায় ৪২ ঘণ্টা পর মুকুন্দপুরের হোটেল থেকে উদ্ধার করা হয়। গ্রেফতার করা হয় ব্যবসায়ীর এক বন্ধু সহ ৮ জনকে। বাড়ি থেকে বেরিয়ে অপহৃত হন ওই ব্যবসায়ী। বাবার দাবি, ১২ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। দেড় দিন পর মুকুন্দপুরের হোটেল থেকে উদ্ধার। অপহরণের অভিযোগে গ্রেফতার করা হয় ব্যবসায়ীর এক বন্ধু সহ ৮ জনকে।
পুলিশ সূত্রে খবর, তিলজলার বাড়ি থেকে বেরনোর পর নিখোঁজ হয়ে যান ওই ব্যবসায়ী যুবক। বন্ধ হয়ে যায় তাঁর মোবাইল ফোন। সন্ধেয় একটি অচেনা নম্বর থেকে ফোন করে ১২ লক্ষ টাকা মুক্তিপণ চাওয়া হয় বলে দাবি ব্যবসায়ীর বাবার। হুমকি দেওয়া হয়, টাকা না দিলে প্রাণে মেরে ফেলা হবে ছেলেকে।এরপরই তিলজলা থানায় অপহরণের অভিযোগ দায়ের করে পরিবার।
আরও পড়ুন, প্রচুর তথ্য ডিলিট, প্রাথমিক নিয়োগে OMR-দুর্নীতি খুঁজতে অল আউট অভিযানে CBI
তদন্তে নেমে মুকুন্দপুরের হোটেল থেকে উদ্ধার করা হয় বছর ২৭-এর ওই যুবককে। বিভিন্ন জায়গা থেকে গ্রেফতার করা হয় ৮ জনকে। পুলিশ সূত্রে খবর, নরেন্দ্রপুরে ভুয়ো কল সেন্টার চালাতেন অপহৃত যুবক। পুলিশি অভিযানের পর সেটি বন্ধ হয়ে যায়। তারপর ডেভিড নামে এক বন্ধুর কাছ থেকে ১৬ লক্ষ টাকা ধার করেন তিনি। সেই টাকা শোধ না করায় যুবককে অপহরণ করে টাকা আদায়ের ছক কষেন ডেভিড। শুক্রবার নিউ মার্কেট থেকে একটি গাড়িতে করে অপহরণ করা হয়।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।