Minakshi Mukherjee: "বেশি ট্যা ফু করো না,'' তৃণমূল নেতা-কর্মীদের হুঁশিয়ারি মীনাক্ষীর
Panchayat Poll: পঞ্চায়েত ভোটের আগে হুমকি-হুঁশিয়ারিতে চড়ছে রাজনীতির পারদ। শাসক, বিরোধী পিছিয়ে নেই কেউ। এবার মীনাক্ষী মুখোপাধ্যায়ের মুখেও শোনা গেল ঝাঁঝাল আক্রমণ।
সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: পঞ্চায়েত ভোটের (Panchayat Poll) আগে অব্যাহত হুমকি হুঁশিয়ারি। এবার নাম না করে তৃণমূল নেতা-কর্মীদের উদ্দেশে হুঁশিয়ারি দিলেন মীনাক্ষী মুখোপাধ্যায় (Minakshi Mukherjee)। সিপিএমের আমলেই মানুষ ভোট দিতে যেতে পারত না, পাল্টা আক্রমণ শানিয়েছে তৃণমূল।
কী বললেন মীনাক্ষী মুখোপাধ্যায়?
পঞ্চায়েত ভোটের আগে হুমকি-হুঁশিয়ারিতে চড়ছে রাজনীতির পারদ। শাসক, বিরোধী পিছিয়ে নেই কেউ। এবার মীনাক্ষী মুখোপাধ্যায়ের মুখেও শোনা গেল ঝাঁঝাল আক্রমণ। DYFI রাজ্য সম্পাদক বলেন, “বেশি ট্যা ফু করো না, টেংরি খুলে নিতে আমরাও জানি।’’ আবাস যোজনা নিয়ে রাজ্যজুড়ে শোরগোল পড়ে গেছে। তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতি, স্বজনপোষণের অভিযোগে সরগরম রাজ্য রাজনীতি। প্রকৃত প্রাপকদের নাম বাদ পড়ার অভিযোগ উঠেছে। এই প্রেক্ষাপটে উত্তর ২৪ পরগনার গোপালনগরের সভা থেকে নাম না করে তৃণমূল নেতা-কর্মীদের উদ্দেশে হুঁশিয়ারি দিলেন মীনাক্ষী। তিনি বলেন, “আমাদের দিকে চলে এসো, নাহলে জব কার্ডে নাম কেটে দেব, তারাই বলছে বেশি ট্যা ফু করবি না, নইলে আবাস যোজনায় নাম কেটে দেব। আমরাও এই সমাবেশ থেকে বলতে চাইছ, বেশি ট্যা ফু করো না, টেংরি খুলে নিতে আমরাও জানি। লাল ঝান্ডা নমিনেশন করে, কী করে নমিনেশন করতে পারে ডিওয়াইএফআই বাপের বেটার মতো দাঁড়িয়ে থেকে নমিনেশন করিয়ে ছাড়বে।’’
অব্যাহত হুমকি হুঁশিয়ারি: আক্রমণ, প্রতি আক্রমণ। পঞ্চায়েত ভোট যত এগিয়ে আসছে, ততই উত্তপ্ত হয়ে উঠছে রাজনীতির ময়দান। সিপিএমের আমলেই মানুষ ভোট দিতে যেতে পারত না, বলে পাল্টা আক্রমণ শানিয়েছে তৃণমূল। বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি বিশ্বজিৎ দাস বলেন, “একবার সিপিএমের দেখে নেওয়া উচিত ৩৪ বছরে যখন সরকারের ছিলেন তখন মানুষ ভোট দিতে যেতে পারতেন না । তাদের মুখে এটা মানায় না। ভোট ৫% থেকে ৬% ভোট কি করে নিয়ে যাওয়ার যায় সেটার জন্য কাজ করুক। বাচ্চা মেয়ে অনেক বাকি আছে পলিটিক্সের।’’
আরও পড়ুন: C V Anand Bose: বাংলায় হাতেখড়ি রাজ্যপালের, বর্ণ পরিচয় উপহার মুখ্যমন্ত্রীর