North 24 Paragana : দল থেকে সাসপেন্ড হয়েও পুরস্কার, পদ পেলেন বাদুড়িয়ার শায়েস্তানগর ১ পঞ্চায়েত প্রধানের !
উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ার শায়েস্তানগর ১ নম্বর পঞ্চায়েতে প্রধান পদে বদল। অনাস্থা ভোটে দলের প্রধানকে হারিয়ে, নতুন প্রধান হলেন তৃণমূলের এক সদস্য।
![North 24 Paragana : দল থেকে সাসপেন্ড হয়েও পুরস্কার, পদ পেলেন বাদুড়িয়ার শায়েস্তানগর ১ পঞ্চায়েত প্রধানের ! North 24 Paragana Baduria Sayestanagar one Panchayat Pradhan removed with no cofidence vote North 24 Paragana : দল থেকে সাসপেন্ড হয়েও পুরস্কার, পদ পেলেন বাদুড়িয়ার শায়েস্তানগর ১ পঞ্চায়েত প্রধানের !](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/08/29/82f64e380cd4cc1b92702ac90295db8c_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
সমীরণ পাল ও আব্দুল ওয়াহাব, বাদুড়িয়া (উত্তর ২৪ পরগনা) : উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ার শায়েস্তানগর ১ নম্বর পঞ্চায়েতে প্রধান পদে বদল। অনাস্থা ভোটে দলের প্রধানকে হারিয়ে, নতুন প্রধান হলেন তৃণমূলের এক সদস্য। অথচ দিনকয়েক আগে তাঁকেই সাসপেন্ড করেছিল দল। নবনিযুক্ত প্রধানের দাবি, জেলা নেতৃত্বের সম্মতিতেই পদে বসেছেন তিনি।
দল থেকে সাসপেন্ড হয়েও জুটল পুরস্কার ! পদ পেলেন পঞ্চায়েত প্রধানের ! এমনই ঘটেছে উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ার শায়েস্তানগর ১ নম্বর পঞ্চায়েতে। আস্থা ভোটে আগের প্রধান সামসুন্নাহার বিবিকে হারিয়ে নতুন প্রধান হলেন তৃণমূলের সেলিম শাহরিয়া। শুক্রবারের তলবি সভায়, ১৪ আসনের পঞ্চায়েতে ১২-০ ব্যবধানে হেরে যান সামসুন্নাহার। সামসুন্নাহারের বিরুদ্ধে ভোট দেন তৃণমূলের ৫, কংগ্রেসের ২, বিজেপির ২ এবং নির্দলের ৩ সদস্য। ভোটাভুটিতে গরহাজির ছিলেন প্রধান ও এক তৃণমূল সদস্য।
সায়েস্তানগর ১ নম্বর পঞ্চায়েতের নবনিযুক্ত প্রধান ও তৃণমূল নেতা সেলিম শাহরিয়া বলেন, বাধ্য হয়ে সরানো হয়েছে।
যিনি প্রধানের চেয়ারে বসলেন, চলতি মাসের গোড়াতেই শাস্তির মুখে পড়েছিলেন তিনি। বিধানসভা ভোটে দলবিরোধী কাজের জন্য সেলিমকে সাসপেন্ড করেন উত্তর ২৪ পরগনার পূর্বতন জেলা তৃণমূল সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক। শায়েস্তানগর ১ নম্বর অঞ্চল সভাপতির পদও হারান সেলিম। সেকথা উল্লেখ করেই এনিয়ে তোপ দেগেছেন সদ্য প্রাক্তন প্রধানের স্বামী ও এলাকার তৃণমূল নেতা।
তৃণমূল নেতা ও প্রাক্তন পঞ্চায়েত প্রধানের স্বামী কাজি নুর ইসলাম বলেন, দল বিরোধী কাজের জন্য অগাস্টে যে ব্যক্তিকে সাসপেন্ড করা হয়েছিল তিনি কীভাবে প্রধান হলেন তা বুঝতে না পারায় বিষয়টি দলের ঊধর্বতন নেতৃত্বদের জানানো হয়েছে।
শায়েস্তানগর ১ নম্বর পঞ্চায়েতের তৃণমূল নেতা ও নবনিযুক্ত প্রধান সেলিম শাহরিয়া বলেন, আমাকে যখন সাসপেন্ড করা হয়েছিল তখন মৌখিক ছিল, বর্তমান সভাপতির সম্মতিতেই প্রধান হয়েছি।
এই ঘটনা নিয়ে জ্যোতিপ্রিয় মল্লিক বা তৃণমূলের জেলা চেয়ারম্যানকে ফোন করা হলেও তাঁদের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)