Duttapukur Incident : 'সব লুকিয়ে ফেলত, পার্টির লোকেরা বারণ করে দিত', দত্তপুকুরের ঘটনায় বিস্ফোরক অভিযোগ স্থানীয়দের
Illegal Firecracker Factory : ফের বাজি কাড়ল প্রাণ। দত্তপুকুরে বেআইনি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, মৃত বেড়ে ৭। বিস্ফোরণের তীব্রতায় উড়ল গোটা বাড়ি, কার্যত মাঠে পরিণত
দত্তপুকুর : দত্তপুকুর বিস্ফোরণের ঘটনায় শোরগোল পড়ে গেছে গোটা রাজ্যে। ক্ষোভ প্রকাশ করছেন স্থানীয়রাও। একাধিক অভিযোগ তুলে সরব হয়েছেন তাঁরা। তাঁদের বক্তব্য, এখানে বিস্ফোরণের ঘটনা নতুন নয়। এর আগেও বেশ কয়েকবার বিস্ফোরণ হয়েছে। যাঁরা আহত হয়েছেন তাঁদের অন্যত্র নিয়ে গিয়ে চিকিৎসা করানো হয়েছে। বা, কারও মৃত্যু হলে অন্যত্র সরিয়ে নেওয়া হতো বলে গুরুতর অভিযোগ তোলা হয়েছে বিস্ফোরণ স্থলের আশপাশের মানুষজনের তরফে।
স্থানীয় এক মহিলা বলেন, "এর আগে যেখানে কারখানা সেখানে বিস্ফোরণ হয়েছে। এবার বাড়িতে হল। যেখানে লেবাররা কাজ করত, ওখানে হতো, ওদের মধ্যেই আহত হতো। ওরা নিয়ে গিয়ে অন্য জায়গায় লুকিয়ে চিকিৎসা করত। আমাদের জানতে দিত না। আর মারা গেলে, আমাদের জানাত না। বিদেশের লোকেরা (অন্য জায়গার) কাজ করত। মারা গেলে ওরা সব লুকিয়ে ফেলত। পুলিশ ঢুকতে দিত না। আগে ওরা সব সরিয়ে দিত। পার্টির লোকে বারণ করে দিত। আসতে দিত না। পুলিশ ঢুকতে দিত না। টাকা খাইয়ে দিত। অভিযোগ করলে পার্টির লোকেরা বলত, কিছু হবে না। যখন হবে দেখা যাবে। যখন মানুষ মরবে তখন আমরা দেখব। কেউ আসছে না তো পার্টির লোকে। এবার ক্ষতিপূরণ কী করে দেবে ?"
এগরা, বজবজের পর দত্তপুকুর। ভয়াবহ বিস্ফোরণে ফের মৃত্যুমিছিল। রবিবার সকালে ভয়ঙ্কর বিস্ফোরণে কেঁপে ওঠে দত্তপুকুরের মোচপোল। স্থানীয় বাসিন্দাদের দাবি, বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে, ঘটনাস্থল থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে বারাসাতের মূল শহর থেকেও শোনা যায় বিকট শব্দ !
কয়েকমাস আগে, এগরার বেআইনি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণের মতোই, দত্তপুকুরেও বিস্ফোরণের তীব্রতায় আশেপাশে উড়ে গিয়ে পড়ে ছিন্নভিন্ন দেহাংশ ! এগরায় বিস্ফোরণের তীব্রতায় পুকুরে ছিটকে গিয়ে পড়েছিল দেহ। আর দত্তপুকুরে বিস্ফোরণের পরও দেখা গেল চালের ওপরে উঠে গিয়েছে দেহ। যে বাড়িতে বিস্ফোরণ হয়, সেটি কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বিস্ফোরণস্থল থেকে প্রায় ২০০ মিটার দূর পর্যন্ত উড়ে যায় হাত, পা-সহ অন্যান্য দেহাংশ। বিস্ফোরণস্থলের উল্টোদিকের বাড়িতে গিয়ে দেখা গেল, সেই বাড়িরও ছাদও উড়ে গিয়েছে। লন্ডভন্ড হয়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে দোতলা বাড়ির ঘর, বারান্দা। এগরায় মৃত্যুমিছিল দেখে আঁতকে উঠেছিল গোটা রাজ্য। এবার দত্তপুকুরেও বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ! ফের প্রাণহানি।
আরও পড়ুন ; জামিন পাওয়ার পরেও ফের বেআইনি বাজির কারবার! দত্তপুকুর বিস্ফোরণে সপুত্র নিহত কেরামত আলি