North 24 Paragana: মেয়ের মৃত্যু নিয়ে পুলিশি ‘নিষ্ক্রিয়তার’ প্রতিবাদ, থানায় বিক্ষোভ মা-বাবার
Ashokenagar Police station: পরিবারের দাবি, থানায় জানিয়ে কোনও কাজ না হওয়ায় পুলিশ সুপারের কাছে অভিযোগ জানানো হয়। কিন্তু এসপি-র কাছে অভিযোগ জানানোর পরেও গ্রেফতার হয়নি অভিযুক্তরা।
সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: এসপি-র কাছে অভিযোগ জানানোর পরেও গ্রেফতার হয়নি অভিযুক্তরা। এই অভিযোগে, মৃত মেয়ের ছবি বুকে নিয়ে উত্তর ২৪ পরগনার অশোকনগর থানায় বিক্ষোভ মা-বাবার। অভিযুক্তর বাড়ি ভাঙচুর। পুলিশ জানিয়েছে, আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা রুজু হয়েছে, অভিযুক্তর খোঁজ চলছে। ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ৯।
স্থানীয় সূত্রে খবর, গত ৩১ অক্টোবর আত্মহত্যা করেন এলাকার এক তরুণী। পরিবারের দাবি, তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল স্থানীয় এক যুবকের। সম্প্রতি ওই তরুণের বাড়িতে গিয়ে বিয়ের জন্য চাপ দিলে তরুণীকে মারধর করে বের করে দেওয়া হয়। অপমানে আত্মঘাতী হন তিনি। অভিযুক্ত যুবক ও তাঁর পরিবারের বিরুদ্ধে অশোকনগর থানায় অভিযোগ দায়ের হয়। অভিযোগ, কোনও পদক্ষেপ করেনি পুলিশ। উল্টে, বারবার থানায় যাওয়ায় পরিবারের সদস্যদের সঙ্গে দুর্ব্যবহার করা হয় বলে অভিযোগ।
পরিবারের দাবি, থানায় জানিয়ে কোনও কাজ না হওয়ায় পুলিশ সুপারের কাছে অভিযোগ জানানো হয়। কিন্তু এসপি-র কাছে অভিযোগ জানানোর পরেও গ্রেফতার হয়নি অভিযুক্তরা। অভিযোগ, উল্টে মামলা তুলে নেওয়ার জন্য চাপ ও হুমকি দিচ্ছে তারা।
আরও পড়ুন, চপ ভেজে, ঝালমুড়ি বানিয়ে প্রতিবাদের নামে অপমান! গ্রুপ ডি চাকরিপ্রার্থীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের
এই পরিস্থিতিতে রবিবার, অভিযুক্তর বাড়ি ভাঙচুর করেন এলাকার বাসিন্দারা। অন্যদিকে, মৃত মেয়ের ছবি বুকে নিয়ে অশোকনগর থানার সামনে বিক্ষোভ দেখান মা-বাবা। বেশ কিছুক্ষণ পর থানার ওসি-র আশ্বাস পেয়ে বিক্ষোভ তুলে নেন তাঁরা।
অশোকনগরের তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামী বলেন, "স্পর্শকাতর ব্যাপারে পুলিশের এত দেরি করা ঠিক হয়নি।" নিষ্ক্রিয়তার অভিযোগ অস্বীকার করে পুলিশ জানিয়েছে, আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তর খোঁজে তল্লাশি চলছে। অভিযুক্তর বাড়ি ভাঙচুরের ঘটনায় গ্রেফতার করা হয়েছে ৯জনকে।