North 24 Paraganas: সাধু বেশে ঘরে ঢুকে কলেজছাত্রীর শ্লীলতাহানি, টাকা লুঠের অভিযোগ
North 24 Paraganas News: সাধুর বেশে বাড়িতে ঢুকে কলেজছাত্রীর (College student) শ্লীলতাহানি করে টাকা লুঠের অভিযোগ উঠল। ইতিমধ্যেই এই অভিযোগে ২ অভিযুক্তকে গ্রেফতার করেছে নোয়াপাড়া থানার পুলিশ।
সমীরণ পাল, উত্তর ২৪ পরগণা: গোটা রাজ্য রাজনীতি উত্তাল একের পর এক ধর্ষণ, শ্লীলতাহানির ঘটনা। তারই মাঝে ফের একবার শ্লীলতাহানি (physical assault) ও টাকা লুঠের (money extortion) অভিযোগ উঠল। এবারের ঘটনা উত্তর ২৪ পরগণা নোয়াপাড়ার (Noapara)।
সাধু বেশে শ্লীলতাহানি, টাকা লুঠের অভিযোগ
সাধুর বেশে বাড়িতে ঢুকে কলেজছাত্রীর (College student) শ্লীলতাহানি করে টাকা লুঠের অভিযোগ উঠল। ইতিমধ্যেই এই অভিযোগে ২ অভিযুক্তকে গ্রেফতার করেছে নোয়াপাড়া থানার পুলিশ। অভিযোগ উঠেছে, ওই কলেজছাত্রীকে টোপ দেওয়া হয় 'খারাপ সময় আসছে, তাবিজ পরলে কেটে যাবে' বলে। গতকাল প্রথম বর্ষের কলেজছাত্রীর বাড়িতে ঢোকে সাধুর বেশ পরা দুই ব্যক্তি। বাড়ি ফাঁকা পেয়ে, একা ঘরে তারা ১৯ বছরের তরুণীর শ্লীলতাহানি করে, টাকা লুঠ করে তারা চম্পট দেয় বলে অভিযোগ। পরে স্থানীয়দের তৎপরতায় ধরা পড়ে দুই অভিযুক্ত। ধৃতরা বিহারের দ্বারভাঙার বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে।
উত্তর ২৪ পরগণায় নৃত্যশিল্পীর ঝুলন্ত দেহ উদ্ধার
বসিরহাটে ভাড়া বাড়ি (rented house) থেকে নৃত্যশিল্পীর ঝুলন্ত দেহ উদ্ধার হল। অভিযোগ উঠছে খুনের। মৃতার লিভ-ইন সঙ্গীকে (live in partner) ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ।
আরও পড়ুন: Birbhum: শান্তিনিকেতনে নাবালিকাকে গণধর্ষণের প্রতিবাদে বোলপুরে রাস্তায় বামেদের ধর্না, প্রতিবাদ
মৃত নৃত্যশিল্পীর নাম তসলিমা বিবি। পরিবার সূত্রে খবর মিলেছে, মাদক-মামলায় (drug case) জেলবন্দি তসলিমার স্বামী। সম্প্রতি বাড়ি ভাড়া নিয়ে এক যুবকের সঙ্গে লিভ-ইন করছিলেন ওই নৃত্যশিল্পী। গতকাল ওই বাড়ি থেকেই তাঁর মৃতদেহ উদ্ধার করা হয়।
যদিও মৃতের পরিবারের দাবি, বেশ কয়েকদিন ধরেই লোক পাঠিয়ে খুনের হুমকি দিচ্ছিলেন নৃত্যশিল্পীর স্বামী (husband)। জেলে গিয়ে তাকেও জিজ্ঞাসাবাদ (interrogation) করা হবে বলে পুলিশ জানিয়েছে।
আরও পড়ুন: Canning News: অস্বাভাবিক মৃত্যু যুবকের, তড়িঘড়ি কবর দেওয়ার চেষ্টা, দেহ উদ্ধার করল পুলিশ