North 24 Paraganas: দ্বিতীয় খুনের সূত্র ধরে পাকড়াও খড়দার 'সাইকো কিলার'
North 24 Paraganas Crime News: পুলিশ সূত্রে খবর, শনিবার পানিহাটির গিরিবালা ঘাটে ইট দিয়ে থেঁতলে এক যুবককে খুন করা হয়। তদন্তে নেমে গতকাল খড়দা থেকে বিপ্লব দাস নামে এক যুবককে গ্রেফতার করে পুলিশ।
সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: গঙ্গার (Ganga River) পাড়ে কাউকে একা দেখলেই খুনের ছক কষা শুরু হত। কয়েকদিনের মধ্যে এভাবে দু’-দুটো খুন (Murder) করেছে বলে পুলিশের (Police) কাছে দাবি। দ্বিতীয় খুনের সূত্র ধরেই এবার খড়দায় (Khardah- North 24 Paraganas) মিলল সাইকো কিলারের (psycho killer) খোঁজ। গ্রেফতার অভিযুক্ত।
পুলিশ সূত্রে খবর, শনিবার পানিহাটির গিরিবালা ঘাটে ইট দিয়ে থেঁতলে এক যুবককে খুন করা হয়। তদন্তে নেমে গতকাল খড়দা থেকে বিপ্লব দাস নামে বছর বাইশের এক যুবককে গ্রেফতার করে পুলিশ। জেরায় ধৃত স্বীকার করে, কয়েকদিন আগে মধ্যমগ্রামের এক যুবককেও এভাবে খুন করে গঙ্গায় ভাসিয়ে দেয়। গঙ্গার পাড়ে কাউকে একা দেখলেই খুন করার ছক কষত বলে পুলিশের কাছে জানিয়েছে ওই সাইকো কিলার।
পুলিশ সূত্রে জানা গেছে, কিছুদিন আগে বেলঘরিয়ার নেশামুক্তি কেন্দ্র থেকে ছাড়া পেয়েছিল ওই যুবক। স্থানীয় সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে পুলিশ গতকাল তাকে গ্রেফতার করে। তাকে জেরা করে জানা গেছে, নেশামুক্তি কেন্দ্র থেকে ছাড়া পাওয়ার পর কয়েকদিনের ব্যবধানে পরপর দুটি খুন করে সে। জেরায় এই জোড়া খুনের কথা কবুল করেছে অভিযুক্ত। আজ তাকে ব্যারাকপুর মহকুমা আদালতে পেশ করা হবে। সেখানে নিজেদের হেফাজতে অভিযুক্ত চাইবে পুলিশ। এরপর কেন সে এভাবে খুন করত তা তাকে মনোবিদদের সামনে বসিয়ে জেরা করে জানার চেষ্টা করবে পুলিশ।
উল্লেক্য়, গতকাল সকালে পানিহাটি গিরিবালা ঘাটে মাটি খুঁড়ে দেহ উদ্ধার করা হয়। জানা গেছে, টাকা চাওয়া নিয়ে নিহতের সঙ্গে বচসা হয়েছিল অভিযুক্ত যুবকের। বচসার পর সে ইঁট দিয়ে থেঁতলে খুন করে । পুলিশ সূত্রে খবর, বিপ্লব দাস এভাবে যারা একা একা গঙ্গার ঘাটে ঘুরতেন তাঁদের নিশানা করত। তাদের কাছে গিয়ে টাকা চাইত এবং এরপর বচসায় জড়িয়ে পড়ত। কিছুদিন আগেও এভাবেই বচসায় জড়িয়ে সে আরও একজনকে খুন করেছে বলে অভিযোগ।
পুলিশ জানিয়েছে, কিছুদিন আগে কাজের জন্য অভিযুক্ত বেঙ্গালুরুতে গিয়েছিল। সে উদভ্রান্তের মতো ঘুরে বেড়াত। তাকে গ্রেফতার না করলেও আরও কেউ কেউ হয়ত তার শিকার হত বলে পুলিশ আশঙ্কা প্রকাশ করেছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত সাইকো কিলার।