Bongaon School Incident: স্কুলের সামনে থাকা স্টোন চিপসের মধ্যে তার, ছাত্র হাত দিয়ে টানতেই ভয়ঙ্কর ঘটনা ! আতঙ্ক বনগাঁয়
Bongaon School: আজ সকালেই স্কুলের সামনে স্টোন চিপস ফেলা হয়েছিল। তার মধ্যে কারা বিস্ফোরক রেখে গেল তা নিয়ে আতঙ্কিত স্কুলের শিক্ষকরা থেকে শুরু করে অভিভাবকরা।
সমীরণ পাল, বনগাঁ : বনগাঁয় স্কুলের সামনেই 'বিস্ফোরণ'! স্কুলের সামনে বিস্ফোরণের ঘটনায় আহত দুই ছাত্র। স্কুলের সামনে পড়ে থাকা স্টোন চিপসের স্তূপে তার। সেই তারে হাত দিতেই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে । ঘটনায় খরুয়া রাজাপুর হাইস্কুলের পঞ্চম শ্রেণির দুই ছাত্র আহত হয়েছে। তবে, কীভাবে এই ঘটনা তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। কী হয়েছে খতিয়ে দেখা হচ্ছে বলে দাবি পুলিশ সূত্রে।
কী ঘটনা ?
ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী শহর বনগাঁ। সেখানার খরুয়া রাজাপুর হাইস্কুলে এদিন যখন টিফিন টাইম হয়, সেই সময় পঞ্চম শ্রেণির ছাত্ররা বাইরে বেরিয়ে আসে। স্কুলের সামনে পাথর ফেলা ছিল। সেই পাথরের মধ্য়ে থেকে একটি তার বেরিয়ে থাকতে দেখা যায়। সেটা দেখে এক ছাত্র ধরতে যায়। তখনই বিকট শব্দ হয়। বিস্ফোরণে এক ছাত্রের হাত ক্ষতিগ্রস্ত হয়েছে। অপর এক ছাত্রও জখম। তাদের দুই জনকেই স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। এক ছাত্রের ৩টি আঙুলে সেলাই পড়েছে বলে জানা গেছে স্কুল সূত্রে। তবে, ওই স্টোন চিপসের মধ্যে কারা বিস্ফোরক রেখে গেল তা নিয়ে এখনও অন্ধকারে স্কুল কর্তৃপক্ষ।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে বনগাঁ থানার পুলিশ। তবে, এখনও পর্যন্ত পুলিশের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। প্রসঙ্গত, আজ সকালেই স্কুলের সামনে স্টোন চিপস ফেলা হয়েছিল। তার মধ্যে কারা বিস্ফোরক রেখে গেল তা নিয়ে আতঙ্কিত স্কুলের শিক্ষকরা থেকে শুরু করে অভিভাবকরা।
দিনকয়েক আগে বীরভূমে বেলুনে গ্যাস ভরার সময় বিস্ফোরণের ঘটনা ঘটে বাড়িতে। কাঠগড়ায় এক সিভিক ভলান্টিয়ার। বেআইনি ভাবে তিনি গ্যাস বেলুনের ব্যবসা করছিলেন বলে অভিযোগ ওঠে। স্থানীয় এক ব্যক্তিকে বেলুনে গ্যাস ভরার জন্য বাড়ি নিয়ে যান তিনি। সেই সময়ই তীব্র বিস্ফোরণ ঘটে এবং ওই ব্যক্তি মারা যান। এই ঘটনায় শোরগোল পড়ে যায় সাঁইথিয়া। সাঁইথিয়া থানায় কর্মরত, অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারের বাড়িতে ভাঙচুর চালান গ্রামবাসী। অভিযুক্ত ওই সিভিক ভলান্টিয়ার পলাতক।
সাঁইথিয়ার বিলসা গ্রামে এই ঘটনা ঘটেছে। সিভিক ভলান্টিয়ার দুর্গাপ্রসাদ ভট্টাচার্যর বাড়িতে বিস্ফোরণ ঘটে। স্থানীয়দের দাবি, বেআইনি ভাবে গ্যাস বেলুনের ব্যবসা করছিলেন দুর্গাপ্রসাদ। এদিন দুপুরে পেশায় রাজমিস্ত্রি বিপত্তারণ বাগদিকে বাড়িতে বেলুনে গ্যাস ভরার জন্য নিয়ে যান। উপরি রোজগারের জন্য বিপত্তারণও চলে যান। কিন্তু বেলুনে গ্যাস ভরার সময় হঠাৎই গ্যাসের সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে, তাতে ঘটনাস্থলেই মারা যান ৩৬ বছরের বিপত্তারণ।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে