North 24 Pargana Fire: পরপর আগ্নিকাণ্ড, বনগাঁও-তে ভস্মীভূত ৯টি ট্রাক, নায়ারায়ণপুরে বিদ্ধংসী আগুন
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাত ১১টা নাগাদ পেট্রাপোল টার্মিনাসে আগুন লাগে। আগুনের লেলিহান শিখা মুহূর্তে গ্রাস করে নেয় একের পর এক তুলো বোঝাই ট্রাক।
উত্তর ২৪ পরগনা: ভাইফোঁটার (Bhaidooj) রাতে বনগাঁর (Bongaon) পেট্রাপোলে পণ্যবাহী গাড়ির টার্মিনাসে বিধ্বংসী আগুন (Fire)। ভস্মীভূত তুলো বোঝাই ৯টি ট্রাক। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাত ১১টা নাগাদ পেট্রাপোল টার্মিনাসে (petrapole bus terminal) আগুন লাগে। আগুনের লেলিহান শিখা মুহূর্তে গ্রাস করে নেয় একের পর এক তুলো বোঝাই ট্রাক ।
দমকলের ৪টি ইঞ্জিনের চেষ্টায় ভোররাতে নিয়ন্ত্রণে এলেও, অগ্নিকাণ্ডের কারণ এখনও স্পষ্ট নয়। এর আগে রাত ১০টা নাগাদ কলকাতা বিমানবন্দরের (Kolkata Airport) কাছে নারায়ণপুরের ঘোষপাড়ায় একটি ফোম কারখানার গুদামে আগুন লাগে। দাহ্য পদার্থ মজুত থাকায় দ্রুত তা ছড়িয়ে পড়ে। ৫টি ইঞ্জিনের ঘণ্টাচারেকের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এক্ষেত্রেও আগুন লাগার কারণ জানা যায়নি।
এই একই দিনে কলকাতাতেও জোড়া অগ্নিকাণ্ডের খবর মেলে (Fire at kolkata)। ট্যাংরায় (Tangra) ভস্মীভূত হয়ে যায় ৩টি গুদাম। শোভাবাজারে (Sovabazar) পুড়ে যায় একটি টালির বাড়ি । গতকাল রাত ৩ টে নাগাদ প্রথমে ট্যাংরার পিলখানা রোডে (Pilkhana Road) প্লাস্টিকের স্ক্র্যাপের গুদামে আগুন লাগে। তা ছড়িয়ে পাশের আরও ২টি গুদামে । দমকলের পাঁচটি ইঞ্জিনের ঘণ্টা-দুয়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেও পুড়ে ছাই হয়ে যায় ৩টি গুদাম।
আরও পড়ুন: Darjeeling: একের পর এক, ২৪ ঘণ্টায় ৩ শিশুর মৃত্যু উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে
পাশাপাশি, ভোর ৪টে নাগাদ শোভাবাজারের (Sovabazar) হরি বোস লেনে টালির বাড়িতে আগুন লাগে। দমকলের (Fire Bridged) বিরুদ্ধে দেরিতে আসার অভিযোগ তোলেন স্থানীয়রা। তাঁরাই প্রথমে আগুন নেভানোর কাজে হাত লাগান। ঘরে ৬টি গ্যাস সিলিন্ডার ছিল। বিস্ফোরণের আশঙ্কায় সেগুলিকে দ্রুত সরিয়ে ফেলা হয়। দমকলের ২টি ইঞ্জিনের চেষ্টায় ঘণ্টাদেড়েক পর আগুন নিয়ন্ত্রণে আসে। দুটি ক্ষেত্রেই অগ্নিকাণ্ডের কারণ স্পষ্ট নয়।
আরও পড়ুন: Birbhum News: জলাশয়ে পাশাপাশি ভাসছে মানুষের দেহ, মরা অজগর! তীব্র চাঞ্চল্য মহম্মদবাজারে