Birbhum News: জলাশয়ে পাশাপাশি ভাসছে মানুষের দেহ, মরা অজগর! তীব্র চাঞ্চল্য মহম্মদবাজারে
Birbhum News Tilpara: শনিবার রাত্রে মৃতদেহটি দেখতে পান স্থানীয় বাসিন্দারা। তাঁরাই খবর পাঠান পুলিশকে। সকালে সিভিল ডিফেন্সের কর্মীরা আসে এবং পুলিশের উপস্থিতিতে মৃতদেহটি সেখান থেকে উদ্ধার করা হয়।
বীরভূম, গোপাল চট্টোপাধ্যায়: জলাধারে পাশাপাশি মানুষের দেহ (Dead Body) আর মরা অজগর (Python) সাপ! বীরভূমে জলে এভাবেই পাশাপাশি ভাসতে দেখা গেল মৃত মানুষের দেহ ও মরা অজগরকে। মৃত ব্যক্তির পরিচয় জানা যায়নি। মহম্মদ বাজার থানার খয়রাকুড়িতে তিলপাড়া (Tilpara) জলাধারে ওই অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ ও মৃত অজগর সাপ ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। সেখানে ভিড় জমান স্থানীয়রা। ওই ব্যক্তির মৃত্যু কীভাবে হল, তাঁর দেহের পাশে মরা অজগরই বা ভাসছে কেন, তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন মহম্মদ বাজার বাজার থানার পুলিশ (Police) ও সিভিল ডিফেন্সের কর্মীরা। শনিবার রাত্রে মৃতদেহটি দেখতে পান স্থানীয় বাসিন্দারা। তাঁরাই এ ব্যাপারে খবর পাঠান পুলিশকে। রবিবার সকালে সিভিল ডিফেন্সের কর্মীরা আসে এবং পুলিশের উপস্থিতিতে মৃতদেহটি সেখান থেকে উদ্ধার করা হয়। এরপর মৃতদেহ পাঠানো হয় ময়নাতদন্তের জন্য। সিউড়ি সদর হাসপাতালে ময়নাতদন্ত হবে বলে জানা গেছে।যদিও মৃত ব্যক্তির নাম পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি। মৃত ব্যক্তির পাশে ভাসমান অবস্থায় ছিল একটি মৃত অজগর সাপ। আর তা নিয়েই ব্যাপক চাঞ্চল্য ও জল্পনা ছড়িয়েছে মহম্মদ বাজার ব্লকের অন্তর্গত খয়রাকুড়ি গ্রামে। সকাল থেকেই গ্রামের বিভিন্ন মানুষ ভিড় জমিয়েছেন সেখানে।
উল্লেখ্য, বীরভূমে মাঝেমধ্যেই অজগরের দেখা মাসখানেক আগেই কাঁকড়তলা থানার অন্তর্গত জামালপুর গ্রামে অজয় নদীর পাশে বালি থেকে প্রায় ৫ ফুট লম্বা অজগর উদ্ধার করেছিল বন দফতর।
এর আগে বীরভূমের সদাইপুর থানার অন্তর্গত যাত্রা গ্রামে রবিবার রাতে একটি বিশাল আকৃতির অজগর সাপ দেখতে পান গ্রামবাসীরা। এরপর সাপটি গ্রামে ঢুকলে এলাকার বাসিন্দাদের মধ্যে চাঞ্চল্য ছড়ায়। খবর দেওয়া হয় জাতীয় বন্যজীব অপরাধ নিয়ন্ত্রণ ব্যুরোর সদস্য দীনবন্ধু বিশ্বাসকে। তিনি বন দফতরের সহযোগিতায় ঘটনাস্থলে গিয়ে সাপটি উদ্ধার করেন। অজগর সাপটি লম্বায় আট ফুট বলে জানা গিয়েছিল। বন দফতরের সহযোগিতায় সাপটিকে উদ্ধারের পর সেটির পুণর্বাসনের বন্দোবস্ত করা হয়েছিল।
Coochbehar: দিনহাটায় তৃণমূল নেতাকে মারধরের অভিযোগ বিজেপি সমর্থকদের বিরুদ্ধে