North 24 Pargana: মিনাখাঁয় বাইক চুরির চক্রের হদিশ, গ্রেফতার ২
North 24 Pargana: বাইক (bike) পাচার চক্রের হদিশ মিলল। সেই চক্রের দুই পান্ডাকে গ্রেফতারও করা হয়েছে। ধৃতদের থেকে উদ্ধার করা হয়েছে ১০টি চোরাই বাইক। বাইক চুরির চক্রের সন্ধান পেল মিনাখাঁ থানার পুলিশ।
সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: মিনাখাঁয় (minakha) বাইক (bike) পাচার চক্রের হদিশ মিলল। সেই চক্রের দুই পান্ডাকে গ্রেফতারও করা হয়েছে। ধৃতদের থেকে উদ্ধার করা হয়েছে ১০টি চোরাই বাইক। ধৃত ২ জনকে জেরা করে তদন্ত চালিয়ে বড়সড় বাইক চুরির চক্রের সন্ধান পেল মিনাখাঁ থানার পুলিশ। ধৃতদের জিঞ্জাসাবাদ করে ইতিমধ্যে পুলিশ ১০টি চোরাই বাইক উদ্ধার করেছে।
রাজ্যের অন্য প্রান্তে আমডাঙার জিরাট বাজারে আজকেই ঘটে গিয়েছে এক দুঃসাহসিক চুরির (Robbery) ঘটনা। ঠিক যেন বিদেশী সিনেমার চিত্রনাট্য। সোনার দোকানের সিসিটিভি ক্যামেরা (CCTV) ভেঙে গলির মুখে রীতিমতো কাপড় টাঙিয়ে আড়াল করে নিয়ে ভয়াবহ চুরি করা হল। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগণার আমডাঙার জিরাট বাজারে।
কিছুদিন আগেই অভিনব শাস্তি পেতে হয়েছিল এক চোরকে। উলুবেড়িয়ায় (Uluberia) চোরকে গণধোলাই দিয়ে এলাকার মানুষ বেঁধে রেখেছিলেন একটি ইলেকট্রিক পোস্টে (Electric Post)। এলাকায় চুরি করতে ধরা পড়ে হাতেনাতে শাস্তি পেতে হয়েছিল চোরকে।
চুরি করতে এসেছিল এলাকায়। কিন্তু ধরা পড়ে যায়। তারপরই সেই 'চোর' যুবককে গণধোলাই দিয়ে পোস্টে বেঁধে রাখে এলাকার মানুষ। ঘটনাটি ঘটেছিল উলুবেড়িয়া থানার মনসাতলা এলাকায়। ১৬ নম্বর জাতীয় সড়কের পাশে মনসাতলায় ঘটনা ঘটে। এলাকার এক বাড়িতে লোকজনের অনুপস্থিতির সুযোগ নিয়ে ভিতরে ঢোকে অভিযুক্ত যুবক। সেখান থেকে একটি জলের পাম্প খুলে নিয়ে পালানোর সময়ই এলাকার মানুষের হাতে ধরা পড়ে যায় অভিযুক্ত।
ধরা পড়তেই শুরু হয় গণধোলাই। তারপর অভিযুক্তকে বাঁধা হয় ইলেকট্রিক পোস্টে। রক্তাক্ত জখম হয়ে পড়ে ওই যুবক। পরে পুলিশের সাহায্যে তাকে উদ্ধার করে উলুবেড়িয়া হাসপাতালে ভর্তি করা হয়। অন্যদিকে এলাকার মানুষের অভিযোগ প্রায় সময়ই ওই এলাকা থেকে রাতে পার্ক করে রাখা গাড়ির ব্যাটারি, বাড়ির ভিতর থেকে মোবাইল সহ একাধিক জিনিসপত্র চুরি যাচ্ছিল। এদিন ওই যুবককে হাতনাতে ধরতে পেরে সমস্ত ক্ষোভ উগড়ে দেন বাসিন্দারা।