North 24 Pargana: ভাটপাড়ায় বিজেপি প্রার্থীর বাড়িতে বোমাবাজি, শাসক দলের দিকে অভিযোগের তির
North 24 Pargana News: ভাটপাড়া পুরসভার বিজেপি প্রার্থী সুমিত্রা মণ্ডলের বাড়িতে বোম ফেলা হল। ঘটনাটি ঘটেছে শ্যামনগরে। অভিযোগের আঙুল শাসক দলের দিকে।
সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: ফের ভাটপাড়ায় বোমাবাজির ঘটনা। ভাটপাড়া পুরসভার বিজেপি প্রার্থী সুমিত্রা মণ্ডল যিনি প্রয়াত শােভারানী মণ্ডলের পূত্রবধূ। তাঁর বাড়িতে বোমাবাজি হয়। ঘটনাটি ঘটেছে শ্যামনগরে। অভিযোগের আঙুল শাসক দলের দিকে। সূত্রের খবর, গতকাল রাতে ভাটপাড়া পুরসভার ২৮ নম্বর ওয়ার্ডে সুমিত্রা মণ্ডলের বাড়িতে বােমা মারা হয়। যদিও অভিযোগের তির তৃণমূলের দিকে থাকলেও তাদের পক্ষ থেকে কোনও বিবৃতি এখনও পাওয়া যায়নি।
এদিকে অন্য একটি ঘটনায়, উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) ব্যারাকপুর পুরসভার (Barrackpore Municipality) ২০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস (TMC) প্রার্থী রমেশ সাউয়ের ছেলেকে মারধরের অভিযোগ কংগ্রেসের (Congress) বিরুদ্ধে। অভিযোগ, তৃণমূল প্রার্থীর সমর্থনে ব্যানার লাগানোর সময় কয়েকজন মদ্যপ যুবক ব্যারাকপুরের রাসমণি ঘাটের সামনে ঝামেলা করছিল। এর প্রতিবাদ করায় রমেশ সাউয়ের ছেলের উপর অতর্কিতে হামলা চালানো হয়। ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করা হয় বলে অভিযোগ।
যারা হামলা চালিয়েছে, তাদের মদত দেওয়ার অভিযোগ এই ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী রাকেশ শুক্লর দলবলের বিরুদ্ধে। টিটাগড় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। কংগ্রেস প্রার্থী অবশ্য সব অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর পাল্টা দাবি, শাসক দলের নিজেদের তোলাবাজি নিয়ে ঝামেলা।
উল্লেখ্য, এর আগে সোমবার ভোররাতে উত্তর ২৪ পরগনার হাবড়ার বাণীপুরে বিজেপির একটি পার্টি অফিসে ভাঙচুরের অভিযোগ ওঠে দুষ্কৃতীদের বিরুদ্ধে। সেদিনই হাবড়ার ২৪ নম্বর ওয়ার্ডের এই এলাকায় দলীয় প্রার্থী শুভঙ্কর হালদারের হয়ে প্রচারে আসেন সুকান্ত মজুমদার। ভাইরাল ভিডিওয় দেখা যাচ্ছে, ভাঙচুর হওয়া পার্টি অফিসের সামনে দাঁড়িয়ে রয়েছেন তিনি। সেখানে তখন ভাঙচুর হওয়া পার্টি অফিসের মেরামতি নিয়ে আলোচনা চলছে। তখনই দলীয় কর্মীদের উদ্দেশে বার্তা দেন রাজ্য বিজেপির সভাপতি। তিনি বলেন, ‘মার খেয়ে কেস খেয়ে জেলে যাওয়ার কোনও মানে হয় না। ঠিক আছে? জেলে যখন যেতেই হবে, হাত গরম করে যাব।’