North 24 Pargana: বিজেপি কর্মীর বাড়িতে বোমাবাজি, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
এই বাড়ির নীচে ব্যারাকপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীর নির্বাচনী কার্যালয় ছিল।
সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: টিটাগড়ে বিজেপি কর্মীর বাড়িতে বোমাবাজির অভিযোগে নাম জড়াল তৃণমূলের। গতকাল গভীর রাতে বিজেপি কর্মী সুরেশ সাউয়ের বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়ে স্কুটার আরোহী দুষ্কৃতীরা। এই বাড়ির নীচে ব্যারাকপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীর নির্বাচনী কার্যালয় ছিল। হামলার ঘটনা সিসি ক্যামেরাবন্দি হয়েছে। এর খানিক পরেই টিটাগড় পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের বিবেকনগরে আরেক বিজেপি কর্মীর বাড়ি লক্ষ্য করেও বোমা ছোড়া হয় বলে অভিযোগ। দুটি ক্ষেত্রের তৃণমূলের দিকে আঙুল তুলেছে বিজেপি। হামলা-যোগ অস্বীকার করেছে শাসক শিবির।
গত ১৫ জুলাই ব্যরাকপুরে বিজেপি কর্মীর বাড়ি লক্ষ্য করে বোমাবাজির ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। ঘটনাটি ঘটেছে ব্যারাকপুরের আর্দালিবাজারে। জানা গিয়েছে, ১৪ জুলাঅ রাতে তিন দুষ্কৃতী বাইকে চড়ে এসে বিজেপি কর্মীর বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়ে। সিসি ক্যামেরার ফুটেজে ধরা পড়েছে বোমাবাজির ছবি। গেরুয়া শিবিরের অভিযোগ, বোমাবাজির নেপথ্যে তৃণমূলের হাত রয়েছে। যদিও অভিযোগ অস্বীকার করে শাসকদল।
২৭ অগাল্ট দুয়ারে সরকারের ফর্ম ফিল আপ চলাকালীন কামারহাটি ফাঁড়ির কাছে তৃণমূলের পার্টি অফিসে বোমাবাজির ঘটনা ঘটে। চলে গুলিও। আহত হন ৬ জন। স্থানীয় সূত্রে খবর, গএর আগের রাতে তৃণমূল কার্যালয়ে দুয়ারে সরকার প্রকল্পের ফর্ম ফিল আপের কাজ চলছিল। অভিযোগ, ৭-৮ জন দুষ্কৃতী পার্টি অফিস লক্ষ্য করে বোমা ছোড়ে। পালানোর সময় গুলি চালায়। কামারহাটির ৬ নম্বর ওয়ার্ডের বিদায়ী তৃণমূল কাউন্সিলরের অভিযোগ, দলের একটা অংশের মদতে হামলা হয়। এই নিয়ে তৃণমূল নেতৃত্বের প্রতিক্রিয়া মেলেনি। এই ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
বিধানসভার ভোটপর্ব মিটে গেলেও অশান্তি এখনও অব্যাহত উত্তর ২৪ পরগনার বিভিন্ন এলাকায়। পুলিশের পক্ষ থেকে কড়া হাতে ব্যবস্থা দমনের প্রচেষ্টায় পরিস্থিতি অনেকটা আয়ত্ত্বের মধ্যে এলেও এখনও বিক্ষিপ্ত অশান্তি বিভিন্ন এলাকায় অব্যাহত।
আরও পড়ুন-
কামারহাটির কাছে তৃণমূলের পার্টি অফিসে বোমাবাজি, গুলিতে আহত হন ৬
তৃণমূল নেতা ও পুর প্রশাসকমণ্ডলীর সদস্যের বাড়ি লক্ষ্য করে বোমাবাজি
বেলঘরিয়ায় পর পানিহাটি, ফের উত্তর ২৪ পরগনায় তৃণমূল পার্টি অফিস লক্ষ্য করে বোমাবাজি